See More Post

গল্পে গল্পে সেল পোস্ট

গল্পে গল্পে সেল পোস্ট…….


শুভ বসন্ত

সবাই কে ভালবাসা দিবস ও ফাল্গুনের শুভেচ্ছা।


প‌রিচয়

ভাল লাগা

ভালবাসা।

৩ বছর ভ‌ালবাসার সম্পর্কের পর সংসার জীবন, ভালো কাটছে, সব মি‌লি‌য়ে সু‌খের সংসার।

মা বাবা ভাই বোন, সবাই কে নি‌য়ে ফার‌াজ ও মি‌নির সু‌খের সংসার।


ফারাজ লেখা পড়ায় অ‌নেক ভাল ছিল, সুনা‌মের সা‌থে ভাল রেজাল্ট ক‌রে বি.কম শেষ ক‌রেছে।

ফারাজ বি.কম শেষ ক‌রে চাকরির জন‌্য দৌড়চাপ।


মি‌নিও মাস্টার্স শেষ ক‌রেছে।

মি‌নি ফারাজ উভয় বাবা মা‌য়ের আদ‌রের সন্তান, প্রতি‌টি সন্তান প্রতি বাবা মা‌য়ের কা‌ছে আদ‌রের হয়।


 মি‌নি বড় হ‌য়েও শেষ ক‌বে নিজ হা‌তে খাবার খে‌য়ে‌ছে স্বরন হয় নাই, প্রতিটি সকাল হ‌তো মা‌য়ের আদর স্নেহ পে‌য়ে। 


মি‌নি একজন আত্ন‌বিশ্বা‌সি মে‌য়ে। মা‌ বাবার আদ‌রের সন্তান হ‌য়েও নি‌জের শিক্ষা ও বে‌সিক স্কেল অর্জনে কম‌তি ক‌রে নাই, মিনি অ‌নেক নম্র ভদ্র ঠান্ডা মেজা‌জের মেয়ে। 


শিক্ষা জীবন থে‌কে প্রিয় মেন্টার ইকবাল বাহার জা‌হিদ স‌্যা‌রের অনলাইন প্রতিষ্ঠান নি‌জের বলার মত একটা গল্প ফাউ‌ন্ডেশ‌নে যুক্ত হ‌য়েছে। প্রথ‌মে ছোট অ‌ভিমা‌নে মি‌নি নিয়‌মিত সেশ‌নে যুক্ত না হ‌লেও, ফারা‌জের ভালবা‌সা‌তে নিয়‌মিত সেশন ক‌রেন।

অ‌নেক অ‌ভিজ্ঞতা অর্জন।


ফারাজ মি‌নি উভ‌য়ে সিদ্ধান্ত নি‌লেন চাকরির জন‌্য সময় নস্ট না ক‌রে উ‌দ্যোক্তা হ‌বেন। 

প্রিয় মেন্টার ইকবাল বাহার জা‌হিদ স‌্যা‌রের শিক্ষা ও নি‌র্দেশনা বু‌কে নি‌য়ে উ‌দ্যোক্তা পথ যাত্রা শুরু ।


মি‌নি রি‌সেলার হিসা‌বে কাজ শুরু ক‌রেন। ফাউ‌ন্ডেশ‌নে অ‌নেক উ‌দ্যোক্তা নি‌জের উৎপা‌দিত পণ‌্য সেল ক‌রেন। মি‌নি তা‌দের পণ‌্য নি‌য়ে কাজ শুরু ক‌রেন।  

প্রথ‌মে শুধু জামদা‌নি শাড়ী নিয়ে কাজ ক‌রে, আস্তে আ‌স্তে সকল অর্গা‌নিক ফ‌ুড আই‌টেম যোগ ক‌রেন। খুব সুনা‌মের সা‌থে এ‌গি‌য়ে যা‌চ্ছে।


মি‌নি ২/৩ জন অসহায় মহিলাকে কাজে রেখেছে সাহায্য করার জন্য। মাত্র ৬ মাস সম‌য়ে মি‌নি অ‌নেক ব‌্যস্ত হ‌য়ে গে‌ছে।


‌কিছু দিন পরই বসন্ত ও ভ‌ালবাসা দিবস

মি‌নি বি‌শেষ প্রস্তু‌তি নি‌য়ে‌ছে, নি‌য়ি‌মিত সেল পোস্ট ক‌রে যা‌চ্ছে। মি‌নির ভাল সেল হ‌চ্ছে। প্রিয়দের দা‌মি শাড়ী ও ড্রেস গিফ্ট কর‌তে সবাই পণ‌্য কিনছেন।

অ‌নে‌কে বুকিং ক‌রে রাখ‌ছে, ১৩ তা‌রিখ নি‌বে।


ফারাজ বন্ধুর মাধ‌্যমে মি‌নির কা‌ছে এক‌টি দা‌মি শাড়ী বু‌কিং ক‌রে রা‌খেন। বি‌য়ের পর প্রথম বসন্ত ও ভালবাসা দিবস। দিবস কে স্বরনীয় ক‌রে রাখ‌তে ফারা‌জের গোপন চেস্টা। 


বসন্তর প্রথম দিন ও ভালবাসা দিবস। দুজন ই সকাল সকাল ঘ‌ুম থে‌কে উ‌ঠে। বন্ধুর মাধ‌্যমে বু‌কিং করা শা‌ড়ি মি‌নি কে সারপ্রাইজ দেওয়ার জন‌্য ফারাজ বাসা থে‌কে বের হ‌য়ে যায়।

ফাউ‌ন্ডেশ‌নের কোর ভলা‌ন্টিয়ার সিঙ্গাপুর প্রবা‌সি @ফের‌দৌস ভাই প্রতিষ্ঠান পি‌কির অ‌ফি‌সে। নর‌সিংদী‌তে পি‌কি দারুন সা‌র্ভিস দিচ্ছে। 

পি‌কি‌তে মি‌নির শাড়ী ফাল্গু‌নের সা‌জের সব কিছু বু‌ঝি‌য়ে দি‌য়ে আ‌সে। ৩০‌মি‌নিট পর ডে‌লিভা‌রি দি‌বে।


ফারাজ বাসা এ‌সে ফ্রেস হ‌লো। মি‌নি ফারাজ দুজন ঘ‌ুর‌তে বের হ‌বে। হঠাৎ মি‌নির নাম্বা‌রে ফোন।


হ‌্যালো 

মিনি: কে বলছেন?

ডে‌লিভা‌রি ম‌্যান: আ‌মি পি‌কি থে‌কে আস‌ছি, আপনার বাসার সাম‌নে আপনার এক‌টি পার‌সেল ছিল, রি‌সিভ কর‌বেন, প্লীজ।

মি‌নি: ও‌কে


পার‌সেল রি‌সিভ ক‌রে মি‌নি ভিত‌রে নি‌য়ে আ‌সে। প‌্যা‌কেট খু‌লে সারপ্রাইজ


আমার সব চে‌য়ে দা‌মি জামদা‌নি শাড়ী আমা‌কে গিফ্ট!

ওয়াও।


সা‌থে ছোট চি‌ঠি

প্রিয়া

বসন্ত ও ভ‌ালবাসা দিব‌সের শু‌ভেচ্ছা।

তুমি অ‌নেক সুন্দর, শাড়ীতে তোমা‌কে ভাল লা‌গে। তোমার পণ‌্য কি‌নে তোমা‌কে গিফ্ট করা, তোমার এ শাড়ী আমার অ‌নেক পছন্দ হ‌য়ে‌ছে। তোমার শাড়ী রে‌খে বা‌হির থে‌কে কি‌নতে ই‌চ্ছে ক‌রে নাই। দ্রুত রে‌ডি হ‌য়ে চ‌লো, আজ বা‌হি‌রে ঘুর‌বো..,


ই‌তি

তোমার ভালবাসা

ফারাজ


মি‌নি সারপ্রাই‌জে চো‌খে জল চলে এ‌সে‌ছে। ফারাজ কে জ‌ড়ি‌য়ে কান্না কর‌লো। দুজসের সুখময় ভালবাসা।


মি‌নির ড্রেস গুলো যেমন মুল্য সাস্রয়ি, তেমনি ভালো উন্নত মানের। আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করতে পারেন। 

আমি সুনাম এর সাথে সাপ্লাই দিচ্ছি আপনাদের পছন্দের শাড়ী ও অর্গা‌নিক ফুড।


গভীর শ্রদ্ধা ভক্তি সালাম ও ভালোবাসা- প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক- লক্ষ তরুণ-তরুণীর আইডল Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার প্রচেষ্টায় আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ।স্যারের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। 

 


ফাউন্ডেশনের শিক্ষা থেকে উদ্যোক্তা জীবন শুরু

১৬তম ব্যাচের সব সেশন যথাযথা সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনন করি। স্বপ্ন দেখতে শুরু করি কি নিয়ে কাজ শুরু করা যায়। স্যার শিক্ষা বুকে ধারন করে রিসার হয়ে কাজ শুরু করি।জামদানি ও ফুডস আমার পণ্য।


  

  


 ফাউন্ডেশন থেকে প্রাপ্তী___

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে আমার যুক্ত হওয়া এবং সকলের ভালোবাসা, অনুপ্রেরণা উৎসাহ দেখে আমি মুগ্ধ।

প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সেশন চর্চা ক্লাস শুরু করার পর, নিজের ভিতর একটি আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছছে, নব উদ্যেপনায় নিজেকে চিনতে শুরু করি। নিজের ভিতর উৎসাহ অনুপ্রেরণা অনুভব করি।

প্রাণ প্রিয় স্যার আপনার ভালবাসা ও আদর্শ শিক্ষা আমাকে সাহস যোগিয়ে যাচ্ছে, প্রতিটি সেশন আমার আস্থার খোরাক-প্রতি টি ক্লাস আমার ঘুরে দাড়ানোর হতিয়ার, মনোবলের সাথে চলতে শিখেছি- শিখেছি ভলান্টিয়ারিং ও অন্যকে ভালোবাসা, কিভাবে পরিবার সমাজকে লিড দিতে হবে- বার বার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শিখেছি- ছোট বড় সবাইকে সম্মান করতে শিখিছি- একজন ভাল মানুষ হয়ে বুক ফুলিয়ে নিজের পরিচয় দেওয়ার রাস্তা খুঁজে চলছি- তাও পেয়ে যাব, ইনশাআল্লাহ ------!! 


জা‌গো নর‌সিংদী টিমের সকল ভাই বোনের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের অনুপ্রেরণায় আজ আমি নিজেকে নিজের মাঝে খুজে পেয়েছি। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি আপনারা সকলে পাশে থেকে আমাকে দোয়া ও সহযোগিতা করলে ইনশাল্লাহ আমিও পারবো অনেকদূর এগিয়ে যেতে।





স্ট্যাটাস অফ দি ডেঃ৯২৪

তারিখঃ১৭-০২-২৩



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।