ফেনী জেলার মাসিক মিলনমেলা।
সম্মানিত প্রিয় ভাইয়া/ আপু।
আশাকরি ভালো ও সুস্থ আছেন মহান সৃষ্টিকর্তার কৃপায়,,,,, আমিও ভালো আছি
আমাদের আর্দশ ফেনী জেলার মাসিক মিলনমেলা।
আসছে মাহে রমজান উপলক্ষে, আমাদের ফেনী জেলার কার্যক্রম গুলো সুন্দরভাবে করার লক্ষে, আপনাদের সুন্দর মতামত এবং পরামর্শের ভিত্তিতে, জেলার এই মিলনমেলাকে প্রাণবন্ত করার লক্ষ্যে প্রস্তুতি সহ মাসিক মিট আপের আয়োজন করা হয়েছে আজ ১০ই মার্চ, ফেনী সদর উপজেলা টিমের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন
সম্মানিত ফেনী জেলা সমন্বয়
উপজেলা এম্বাসেডর
কমিউনিটি ভলেন্টিয়ার
সবাই উপস্থিত থেকে সাফল্য মণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফেনী জেলা সদর উপজেলা টিমের পক্ষ থেকে।

স্থান - ফেনী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ।

সময় - ৩:৩০ মিনিট (১০ই মার্চ) শুক্রবার।
আপনাদের সকলের মুল্যবান মতামত এবং প্রানবন্ত উপস্থিতি, সত্যিই মুগ্ধ করে, প্রত্যেকে আন্তরিক ভালো মনের মানুষ । এই আয়োজন সবার সম্মেলিত সহযোগিতায় সুন্দর ও সফল হয়েছে,,,চমৎকার মাসিক মিট আপ।