আলহামদুলিল্লাহ ১৫ তম রক্তদান সম্পন্ন করলাম।
পবিত্র রমজানেও রক্তদান থেমে নেই রক্তযোদ্ধাদের। রক্তদান একটা নেশার মত আমাদের কাছে। তাই রক্তের ডাকে, যে কোন অবস্থায়, যে কোন পরিস্থিতিতে ছুটে চলে যাই আমরা এক বুক ভালবাসা নিয়ে।
সারারাত প্রডাক্টশনের কাজ করেও সেহরী শেষে যখন জানতে পারি পিজি হসপিটালে একটি বাচ্চার প্লাটিলেট লাগবে ইমারজেন্সি। ঘুম ঘুম চোখেই সেহরি শেষ করে ছুটে যাই ধানমন্ডি থেরাসেনিয়াম হাসপাতালে।
আলহামদুলিল্লাহ রোজা রেখেও ১৫তম রক্তদান সম্পন্ন করলাম এই ছোট্ট শিশুটিকে প্লাটিলেট দেওয়র মাধ্যমে।
শিশুটির জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো এবং সকলের প্রতি অনুরোধ, শিশুটির সুস্থতার জন্য দোয়া করার।
আমি : মোঃ আলমগীর শেখ
ব্যাচ ১৫
রেজিস্ট্রেশন ৭২৮৮২
কেরানীগঞ্জ জোন।
ঢাকা ব্লাড মেনেজমেন্ট টিম।
রক্ত ম্যানেজ করে থাকি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।