See More Post

আমাদের ছোট ছোট এই কাজ হয়তো অনেকের জন্য অনেক বড় উপকার হয়ে যাবে।

আগামীকাল সকালে গাজীপুর জেলার সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় "দিনে_এনে_দিনে_খায়"

নিয়ে আমরা পৌছে যাবো কিছু মানুষের কাছে।

চলছে তারই প্রস্তুতি। 


আমাদের ছোট ছোট এই কাজ হয়তো অনেকের জন্য অনেক বড় উপকার হয়ে যাবে। 


খুবই ভালো লাগছে এই জন্য যে, আমরা এমন একজন মানুষকে সামনে নিয়ে চলি যিনি আমাদের শেখাচ্ছেন #কিভাবে বিজনেস করতে হয়। 

#কিভাবে একা ভালো না থেকে সবাইকে নিয়ে ভালো থাকতে হয়।

#কিভাবে বিপদের দিনে মানুষের পাশে দাড়াতে হয়। #কিভাবে এমন মানুষকে সাহায্য করতে হয় যার সাহায্য প্রয়োজন কিন্তু তিনি মানুষের কাছে লজ্জায় বলতে পারছেন না। যিনি নিজেকে আড়াল করে রাখছেন মানুষের কাছ থেকে। যিনি না খেয়েও খাবার ভান করেন। বলতে পারেন না কাউকে কিছু। তাদের কিভাবে সাহায্য করতে হয় তাও আমাদের শেখাচ্ছেন স্যার। 


সত্যি সত্যিই আমরা খুব ভাগ্যবান। না হয় এমন মানুষ পাওয়া খুবই কঠিন ছিলো। যার জন্য বাংলাদেশের প্রতিটি প্রয়োজনে দেশের এবং দেশের মানুষের পাশে দাড়াতে পারছি। যার জন্য অনেক ভালো কাজ হচ্ছে যা আমার বা অনেকের করাই হতো না তিনি না বললে।


এই মানুষ বেঁচে থাকুন হাজার বছর মানুষের অন্তরে।

এই মানুষের জন্য কাঁদবে এমন মানুষ যিনি কখনো কোন দিন দেখেননি তাকে। বিশ্বাস করি এবং দোয়া করি দুনিয়ায় সফলতার সাথে সাথে যেন আখিরাতেও সফল হন।

দোয়া করি তার এবং তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ যেন তাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। 


Md Jayed Hasan Emran


Personal Information:

Sr. Executive Officer(zariq)

#zariq

#Zariqbd

#Innovative_Support_Everywhere

#A_Leading_Software_Company


Platform Information:

Moderator

Web Team Member

District Ambassador

Gazipur.

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।