See More Post

✍️ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার আপনাকে দেশের করুন পরিস্থিতিতে **দিন এনে দিন খায় এমন** লোকদের কথা চিন্তা করে, দিন এনে দিন খায় কর্মসূচি ঘোষণা করার জন্য।

**“মানুষ মানুষের জন্য”**


✍️মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না। অন্যজনের জন্য কিছু করতে পারলে নিজেকে স্বতি মনে হয়। চলুন অন্যজনের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই, আমরা যার যার আস্থান থেকে মানবাতার কাজে এগিয়ে আসি।


✍️ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার আপনাকে দেশের করুন পরিস্থিতিতে **দিন এনে দিন খায় এমন** লোকদের কথা চিন্তা করে, দিন এনে দিন খায় কর্মসূচি ঘোষণা করার জন্য।


✍️সবার সম্মেলিত সহযোগিতা ও অংশগ্রহণে  আজ আমরা **ওয়ারী জোন** **দিন এনে দিন খায়** কার্যক্রম সফল ভাবে সম্পূর্ণ করতে পেয়েছি।  আলহামদুলিল্লাহ!  আপনাদের সকলের কাছে আমরা আবারো চিরকৃতজ্ঞ।  আগামীতে আমরা এই ভাবে আমাদের স্যার যখন যে কোন সামাজিক কাজের ঘোষণা দিলে এগিয়ে আসবো ইনশাআল্লাহ


#নিজের_বলার_মতো_একটা_গল্প প্লাটফর্মের নিম্নবিত্তদের মাঝে জরুরী খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি এবং সচেতন মূল লিফলেট ভিতরণ।


#নিজের সচেতন হই অন্য কে সতেচন করি।


মোহাম্মাদ মনির

ওয়েব টিম মেম্বার

ব্যাচঃ ৭ম

জেলাঃ নোয়াখালী

বর্তমান অবস্থানঃ ওয়ারী জোন, যাত্রাবাড়ী, ঢাকা।

ওয়েব রেজিষ্ট্রেশনঃ ১২৬০

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।