See More Post

দিন এনে দিন খায় এমন লোকদের কথা চিন্তা করে দিন এনে দিন খায় কর্মসূচি

ধন্যবাদ জনাব ইকবাল বাহার স্যার আপনাকে দেশের করুন পরিস্থিতিতে দিন এনে দিন খায় এমন লোকদের কথা চিন্তা করে দিন এনে দিন খায় কর্মসূচি ঘোষণা করার জন্য।

 মিরপুর জন এর পক্ষ থেকে এবং মিরপুর থানা ওসি সাহেবের সহযোগিতায়  পুলিশ এর গাড়ি নিয়ে খাবার ও মাক্স তুলে দিয়েছি দরিদ্র মানুষ এর হাতে পুরা মিরপুর ঘুরে ঘুরে।

এবং মিরপুর থানার অসি স্যার কে ধন্যবাদ তিনি স্বয়ং নিজের হাতে আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য।

 আমি আজকে সকাল 10 টায় ওসি স্যারের সাথে দেখা করি এবং আমাদের কর্মসূচির বিষয়ে আলোচনা করি এবং তিনি খুশি হয়ে আমাদের সহযোগিতা করার আশ্বাস দেন এবং সাথে থাকেন। 

তাই আমাদের  এক লক্ষ পরিবারের ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেকোনো ক্যাম্পেইন প্রশাসনকে জানিয়ে করুন  কারণ প্রশাসন ভালো কাজের সাথে থাকে আগেও তার প্রমান দিয়েছি আবারও দিলাম।

=> এতে আমাদের গ্রুপটা ও ব্রান্ডিং হবে একদিন আমরা সবাই প্রশাসনের সামনে বুক ফুলিয়ে পরিচয় দিতে চাই আমরা নিজের বলার মত একটা গল্প গ্রুপের গর্বিত সদস্য আর পুলিশ প্রশাসন যেন আমাদেরকে চিনে এই গ্রুপে আমরা শুধু উদ্যোক্তাই নই আমরা মানবিক কাজেও অনেক এগিয়ে সবার থেকে এবং ভালো মানুষ। 

#নিজের_বলার_মতো_একটা_গল্প


খন্দকার শরিফুল ইসলাম 

৭ম ব্যাচ, 

মিরপুর জোন, ঢাকা। 

নিজ জেলাঃ #অদম্য_টাংগাইল

রেজিস্ট্রেশন নংঃ ২৫৯

মোবাইলঃ ০১৭৪৯৭০৪৮১৪

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।