See More Post

”দিন আনে দিন খায় কর্মসূচি”

#উত্তরাজোনঢাকা।

”দিন আনে দিন খায় কর্মসূচি”

বেদে পল্লী, তুরাগ নদীতে ভাসমান আবাসন।


😍😍😍😍😍😍😍

প্রধান অতিথি টংগী পশ্চিম থানার সম্মানিত অসি জনাব এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন টংগী পশ্চিম থানার সম্মানিত এস আই ইয়াসিন আরাফাত।

😍😍😍😍😍😍😍


আমাদের নিজের বলার মতো একটা গল্প গ্রুপের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের চমৎকার স্বপ্নের, চমৎকার গ্রুপের, চমৎকার কার্যক্রমের, চমৎকার এগিয়ে চলার অংশ হিসেবে বাংলাদেশের এই চরম সংকটময় সময়ের চমৎকার উদ্যোগ “দিন আনে দিন খায়’’ কর্মসূচী। ধন্যবাদ স্যার এভাবেই এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার সাথে এগিয়ে যাব আমরা ইনশাআল্লাহ।


✊✊✊✊✊✊

ভলান্টিয়ার হিসেবে আমরা যারা উপস্থিত ছিলাম

= নুরুল্লাহ আকন্দ নুর, কোর ভলান্টিয়ার

= হোসাইন আল মামুন, উত্তরা জোন এম্বাসেডর

= মো: মাহমুদুল হাসান, উত্তরা জোন এম্বাসেডর

= সোহাগ আল মামুন, কমিউনিটি ভলান্টিয়ার

= গোলাম মোস্তফা, সদস্য, প্রথম ব্যাচ

= শাহরিন ইসলাম ব্রাভো, কমিউনিটি ভলান্টিয়ার


✊✊✊✊✊✊

যে সকল সদস্যবৃন্দ এই কার্যক্রম বাস্তবায়নে আর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন-

* নুরুল্লাহ আকন্দ নুর

* হোসাইন আল মামুন

* মো: মাহমুদুল হাসান

* মোঃ আশরাফুল আলম

* ফারজানা আক্তার

* সাওকত রহমান সুজন

* গোলাম মোস্তফা

* আমেনা আলম

* জ্যোৎস্না বেগম 

* সোহাগ আল মামুন

* মাহবুবুর বহমান

* আশা আনুশা

* এহতেশামুল হক ভুইয়া

* শাহরিন ইসলাম ব্রাভো

* জুবায়ের ফয়সাল


👍👍👍👍👍👍

উত্তরা জোনের এই চমৎকার কর্মসূচী কাস্তবায়নে আপনাদের সবাইকে আন্তরিক শুবেচ্ছা ও অভিনন্দন।


হোসাইন আল মামুন 

এম্বাসাডর, উত্তরা জোন, ঢাকা।

সপ্তম ব্যাচ

রেজি: নং ৫১৩

উদ্যোগ : আইটি প্রতিষ্ঠান, থিমাটিকবিডি

www.thematicbd.com

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।