See More Post

দিনে_এনে_দিনে_খায় কার্যক্রম

#দিনে_এনে_দিনে_খায়

#নিজের_বলার_মতো_একটা_গল্প 

#গাজীপুর_জেলা 


অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় Iqbal Bahar Zahid স্যারকে যার একটি নির্দেশে সারা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে " দিন এনে দিন খায়" কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ গাজীপুর জেলার সকল সদস্য, ডিস্ট্রিক্ট এম্বাসেডর, ক্যাম্পাস এম্বাসেডর এবং কমিউনিটি ভলান্টিয়ার গণের সহযোগিতায় আমরা বাস্তবায়ন করলাম "দিনে এনে দিনে খায় " কার্যক্রম।


স্যারের নির্দেশে ছিলো বেশি কোলাহল যেন না হয়। পারলে বাড়ি বাড়ি পৌছে দেওয়া।  আর তাই গাজীপুর জেলার উদ্দেশ্য ছিলো যতটা পারা যায় কোলাহল মুক্ত করা এই কার্যক্রম। আমরা এক্ষেত্রে সফল। আমারা আমাদের সিটি করপোরেশন এর ৩ টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করেছি। ৮,১৭ এবং ২৩ নং ওয়ার্ডে দিয়েছি চাল,ডাল,তেল,সাবান, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।

সেই সাথে ছিলো সচেতনতা মূলক লিফলেট এবং মাস্ক।


এছাড়াও রাস্তায় সাধারণ মানুষ, পুলিশ, র‍্যাব, রিকশা চালকদের দিয়েছি সচেতনতা মূলক লিফলেট এবং মাস্ক। 


বিভিন্ন স্থানে লাগিয়েছি সচেতনতা মূলক লিফলেট। যেমন দোকানে, দোকানের সামনে, দেওয়ালে। এছাড়াও বিভিন্ন দোকানে এই লিফলেট বিতরণ করেছি।


আমাদের এই কাজের জন্য অনেক পরিশ্রম করেছেন আমার প্রিয় Sabbir Hossain ভাই, Rakib Shikdar ভাই, Ahsan Habib ভাই এবং @Ali Babu ভাই। 


ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যারা অর্থ, পরামর্শ বা অন্য কোন ভাবে সাহায্য করেছেন 


Md Jayed Hasan Emran


Personal Information:

Sr. Executive Officer(zariq)

#zariq

#Zariqbd

#Innovative_Support_Everywhere

#A_Leading_Software_Company


Platform Information:

Moderator

Web Team Member

District Ambassador

Gazipur.

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।