অন্য রকম অনুভুতি 💕
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,
বগুড়া জেলায় 💕
সোনাভান বয়স্ক পূর্ণ বাসন কেন্দ্রে ভালোবাসা বিলাই
গতকাল যখন এই মানুষগুলোর সান্নিধ্যে যাই তখন অন্যরকম একটা অনুভূতি অনুভব করি, তারা সবাই আমাদের দেখে এত খুশি তা আর লিখে বোঝাতে পারবো না,
অনেকে তো জড়িয়ে ধরে বলছেন মা তোমরা আজকে থাকবে এখানে আমাদের সাথে একটা রাত,তাহলে অনেক ভালো লাগবে যেও না যেন তোমাদের দেখে অনেক ভালো লাগছে,,,, সবার সাথে তিন চারটা ঘন্টা গল্প করে তাদের সুখ দুঃখের কথা শুনে তাদের পাওয়া না পাওয়ার কথা শুনতে শুনতে চোখের কোনায় অশ্রু গড়িয়ে পড়ে কত বাবার আহাজারি কত মায়ের চাপা কান্না তাদের সন্তানদের নিয়ে,,,,,,😪
সত্যি কি আমরা বাবা-মায়ের শেষ বয়সে ভরসা হতে পেরেছি নাকি নিছক অভিনয়,,, এই মায়াময় মুখগুলোর সাথে ইফতার করা একসাথে খাওয়া ফুলের শুভেচ্ছা জানানো ছবি উঠানো, তাদের ছবি নিজেরা দেখে তো অনেক খুশি,,, আবার কেউ কেউ বলেন মা তোমরা কবে আসবা আবার আমাদের দেখতে,,,,
আবার সব কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসবো তখন এক আবেগঘন মুহূর্ত,,,,,মিস ইউ 💕অল😪
কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার ও প্রিয় Selina Akter apu
নাসরিন ইসলাম রিতা
মডারেটর ও ডি এ বগুড়া
১৫/৭১০০৫
বগুড়া জেলায়
ভালোবাসা বিলাই 💕
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।