See More Post

অত্যান্ত সফল ও চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে ঐতিহ্যের যশোর জেলা টিমের ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ।

🌿আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, সবাই কে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। 

💞আলহামদুলিল্লাহ, অত্যান্ত সফল ও চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে ঐতিহ্যের যশোর জেলা টিমের ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ। 

📌আজ ১৪ই এপ্রিল,২২ শে রমজান যশোর জেলা টিমের পক্ষ থেকে যশোর বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন এতিমখানা ও মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে ইফতার ঈদ উপহার  সামগ্রী বিতরণ করা হয়েছে। 


💞উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা এম্বাসেডর  Younus Ali Bhai, Jesmin Rose apu,উপজেলা এম্বাসেডর Kibria Imran, Halim Reza AK Bhai, Kamrunnahar Saima apu,@Farhana akter apu,কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য সুমি ইমরান, Abrar Hassan Tanvir, Abul Kalam Azad,MD Jarir Hussain, জনি ভাইয়াসহ অনেকে। 


📌আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন যশোর জেলা টিমের অভিভাবক ও প্রবিণ সদস্য সালাউদ্দিন আংকেল। এবং দুর থেকে সার্বিক দিক নির্দেশনায় ছিলেন যশোর জেলা টিমের অভিভাবক RM Rony ভাইয়া। 


💞যারা আমাদের আজকের আয়োজন সফল করতে অর্থ,সময়, শ্রম ও মেধা দিয়ে সহোযোগিতা করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 


💞সর্বশেষ যশোর জেলা টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রিয় মেন্টর, ভালো মানুষ ও উদ্যোক্তা গড়ার কারিগর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার জন্য এমন মানবিক ও শিক্ষা মুলক কর্মকান্ডে অংশ গ্রহণ করার সার্বিক সুযোগ পাচ্ছি। 


💐আন্তরিক ধন্যবাদান্তে:

কিবরিয়া ইমরান, 

১৩/৬১৭৭৯,

উপজেলা এম্বাসেডর, 

অভয়নগর, যশোর।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।