See More Post

সাতক্ষীরা জেলা টিমের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান।

আসসালামুয়ালাইকুম,ঈদ মোবারক সবাইকে


দুঃখ বিভেদ ভুলে ঈদের

       খুশিতে ভরা -

         আজকের মিট-আপ।

দশ দিগন্তের দশফুল মোরা

যেন একবৃন্তে ফুটেছে তাঁরা

            ভুলে শোকতাপ।।


দির্ঘ একটি বছর পর আজ আমরা আবার একত্রিত হলাম ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে। মনোরম পরিবেশে অনেক আন্তরিক ও হৃদতাপূর্ন আলোচনায় প্রানবন্তছিলো আজকের অনুষ্ঠান টি।

উপস্থিত ছিলেন "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এর কোর ভলান্টিয়া ও মডারেটর, ডিস্ট্রিক এ‌্যাম্বাসিডর , উপজেলা এ‌্যাম্বাসেডর সহ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ এক্টিভ সদস্যবৃন্দ ও গ্রুপের আজীন মেম্বারবৃন্দ।

প্রানবন্ত অনেক আলোচনার মধ্যে ফোকাস পয়েন্ট হলোঃ

 * সাতক্ষীরা জেলা এগিয়ে নেয়ার দিকনিদ্দেশনা

 * ফিজিক‌্যাল মিট আপ বৃদ্ধির পরামর্শ।

 * ব্যবসায়িক আইডিয়া শেয়ার।

 * ইউনিক একটা পাটনার ব্যবসা নিয়ে আলোচনা


   পরিশেষে বিশাল এক রসনাবিলাসী লাঞ্চের মাধ্যমে আজকের ঈদপূনর্মিলনী অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


সর্বশেষ সকলের কুশল বিনিময় ও বিদায়ী সম্ভাষনের মধ্যদিয়ে আগামীর পরিকল্পনা কে বাস্তবায়নের স্বপ্ন দেখায়.......

সকলে ঈদ মোবারক।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।