#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
#খাগড়াছড়ি_জেলা_টিম
ঈদ পুনর্মিলনী মিটআপ
প্রতি বছরের ন্যায় এবছরও খাগড়াছড়ি জেলা টিমের সকল দায়িত্বশীল ও আজীবন সদস্যদের চমৎকার উপস্থিতিতে অনেক সুন্দর ও প্রানবন্ত একটা মিটআপ সম্পন্ন করলাম।
মিটআপের শুরুতে আমাকে ফুল দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত মডারেটর হিসেবে।
সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া কামনা করি,
আমি যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি।
তারপর খাগড়াছড়ি জেলার নিয়মিত সেশন চর্চা ক্লাসের মার্চ ২৩ মাসের সর্বোচ্চ উপস্থিতিদের বই দিয়ে পুরষ্কৃত করা হয়।
মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সফল উদ্যােক্তা ও স্বনামধন্য ব্যবসায়ি তাপস দত্ত দাদা।
সবশেষে উপস্থিত সকলের চমৎকার অনুভূতি, আলোচনা ও জেলা সমন্বয়ক প্রিয় কাওসার আলম ভাইয়ের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়।
তারিখ ২৪-০৪-২০২৩ ইং
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।