See More Post

অত্যন্ত সুন্দর ও চমৎকার উপস্থিতিতে হয়ে গেল গুলশান জোনের অফলাইন মিট আপ।

#গুলশান_জোন কর্তৃক আয়োজিত অফলাইন মিটআপ (চা আড্ডা)

আয়োজনে ---ক্ষিলক্ষেত থানা।

            

💅তারিখঃ ১৭/০৬/২০২৩ইং

💅রোজ শনিবার  


💦★* শুরুতেই  কৃতজ্ঞতা ও ধন্যবাদ  জানাই আমাদের সবার প্রিয় শিক্ষক মেন্টর এ শতাব্দীর সেরা জীবন্ত কিংবদন্তি, আমাদের সকলের অনুপ্রেরণার মানুষ Iqbal Bahar Zahid  স্যার এর প্রতি।যিনি আমাদেরকে এত সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন। 


💦উক্ত মিটআপটি   অত্যন্ত চমৎকারভাবে শেষ হলো।শত কর্ম ব্যাস্ততার মাঝেও যারা এসেছেন সময় দিয়েছেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের মিট আপ টিতে। আগামী ২০০০তম দিন উৎযাপন উপলক্ষে আমরা গুলশান জোন ইনশাআল্লাহ সক্রিয় ভাবে কাজ করে যাবো।


আজকের এই অফলাইন মিট আপটি আয়োজন এবং পরিচালনা করি আমি Marzia Sultana ক্ষিলক্ষেত থানা এম্বাসেডর।

 

উপস্থিত ছিলেন গুলশান জোন এম্বাসেডর Md Salauddin Jibon ভাইয়া।


ভাটারা থানা এম্বাসেডর MD Mizanur Rahman ভাইয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন 

Chandon Das Chandon Das ভাইয়া, Nurul Hossain ভাইয়া Md Juwel Rana ভাইয়া Sayful Chowdourry ভাইয়া Rony Hasan ভাইয়া Selina Binta Ibrahim আপু 

সবার প্রতি আবারো অনেক অনেক কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে গুলশান জোন কে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ❤️❤️❤️



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।