See More Post

টানা ২০০০তম দিন রেকর্ড উদযাপন জাগো নরসিংদী

জাগো নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের একটানা প্রশিক্ষনের ২০০০ তম দিন এবং নবনিযুক্ত উপজেলা এম্বাসাডর গনের বরন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে উদযাপিত হয়ে গেল।


নতুন দায়িত্ব প্রাপ্ত সকল লিডারগনকে আন্তরিক অভিনন্দন। 

অনেকেই অসুস্থ থাকা সত্বেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সমৃদ্ধ করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।


সম্মানিত কোর ভলান্টিয়ার  Sumon Bhuiyan ভাইয়ার উপস্থিতিতে আমরা চমৎকার একটা ক্লোজিং উপহার পেয়েছি।সমৃদ্ধ করেছি নিজেদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় এবং নেটওয়ার্কিং এ।


শ্রদ্ধেয় জেলা এম্বাসাডর Saiful Islam Mahabub ভাইয়ার সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় আজকের এ আয়োজন সফল হয়েছে।কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।


আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় এম কে ইসমাইল হুসাইন ভাইয়া, নব নিযুক্ত মডারেটর এবং উপজেলা এম্বাসাডর রায়হানুর রহমান ভাইয়ার আন্তরিকতা, সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের অনুষ্ঠান টিকে অলংকৃত করেছে।


এছাড়াও অন্যান্য শ্রদ্ধেয় লিডারগন এবং সম্মানিত স্পন্সর উদ্যোক্তাগনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। আপনাদের একান্ত প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা ২০০০ তম দিনের মত একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে পেরেছি।


Adv Sabikun Nahar Sanaullah Sani Md Masum Alam Arif Mia Sajjad Hossain Bhuiyan ও আরও অন্যান্য সবাই যারা উপস্থিত হয়ে এবং অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সকল সহযোগিতা করে আমাদের অনুষ্ঠান টিকে স্বার্থক করে তুলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 


শ্রদ্ধেয় কোর ভলান্টিয়ার   Shabbir Bhuiyan ভাইয়া, প্রিয় সদর উপজেলা এম্বাসাডর Rasal Ahmed Bhuiyan  ভাইয়া, নবনিযুক্ত উপজেলা এম্বাসাডর প্রিয় Abdullah Rony ভাই, সম্মানিত নারী জেলা এম্বাসাডর Roni Akter, প্রিয় নারী উপজেলা এম্বাসাডার Tajrin Chowdury Champa,  সহ আরও যে সকল প্রিয় সহযোদ্ধাগন বিভিন্ন ব্যস্ততায় উপস্থিত হতে পারেননি, আপনাদের সাময়িক এ শূণ্যতা আমাদের ব্যথিত করেছে।


আমাদের আগামীর পথচলা হোক আরও স্বচ্ছ, সুন্দর ও সমৃদ্ধ। সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল। 


তারিখ ১৪-০৭-২৩ শুক্রবার 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।