See More Post

বিনামূল্যে প্রশিক্ষনের ২০০০ তম দিন বিশ্বরেকর্ড উদযাপন সম্পন্ন করলো সৈকত সৌন্দর্যের বরগুনা জেলা টিম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম
🌍গতকাল ১৬ ই জুলাই রোজ রবিবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বিনামূল্যে প্রশিক্ষনের ২০০০ তম দিন বিশ্বরেকর্ড উদযাপন সম্পন্ন করলো #সৈকত_সৌন্দর্যের_বরগুনা_জেলা_টিম
অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধনী ও ঘোষণা করা হয়।উদ্ধোধনী ঘোষণা করেন Mansura Rina জেলা প্রতিনিধি ও মডারেটর।
🙋‍♂️🙋‍♂️ উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী তোফাজ্জল হক স্যার ডেপুটি চেয়ারম্যান বিসিক বরগুনা জেলা। আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলার কৃতি সন্তান দুবাই প্রবাসী ইউনিক দুবাই টিমের ২১ তম ব্যাচের গর্বিত সদস্য Ak Zaman ভাইয়া।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার সকল দায়িত্বশীল সহ কমিউনিটি ভলেন্টিয়ার ও আজীবন সদস্যবৃন্দ।
♦️অনুষ্ঠানের শুরু থেকে ও শেষ পর্যন্ত মনোমুগ্ধকর উপস্থাপনা করেন----
🧿 কেয়া মনি -উপজেলা এম্বাসেডার বেতাগী
🧿 Israt Nipa -সদস্য সদর।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টাল জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি স্যারের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রিয় স্যারের শিক্ষাকে বুকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে চলছে দক্ষিণ অঞ্চলের সর্বশেষ জেলা সৈকত সৌন্দর্যের বরগুনা জেলা।
আয়োজনকে সুন্দর ও সফল করার জন্য বরগুনা জেলা টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।