See More Post

এই দিন টি আমার জীবনের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 


🤲প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে সেরা আশরাফুল মাখলুকাত ও আখেরী নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এখনো সুন্দরভাবে সুস্থ ও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। 


💖লাখো সালাম ও দরুদ আখেরী নবী হযরত মুহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি।💖 


💖❤️🥰কৃতজ্ঞতা ও  ভালোবাসা জানাই আমার মা বাবার প্রতি যারা আমাকে মায়া মমতা ভালোবাসা দিয়ে  বড়ো করে তুলেছেন।  তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা । রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা । 


💚প্রিয়  মেন্টর ও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যার অক্লান্ত পরিশ্রমের ফলে এতো সুন্দর একটি ভালোবাসার প্ল্যাটফর্ম পেয়েছি। পেয়েছি হাজারো ভালো মানুষের পরিবার আলহামদুলিল্লাহ । 


♥️যেভাবে আমি এই ফাউন্ডেশনের সন্ধান পেয়ে যুক্ত হলাম :

              

            ফেসবুক স্ক্রল করতে করতে  আমি জনাব ইকবাল বাহার জাহিদ স্যার এর একটি পোস্ট দেখতে পাই। পোষ্ট টি পড়ে আমার খুব ভালো লাগে । খুব আগ্রহ নিয়ে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে প্রবেশ করি আর কিছু পোষ্ট পড়ি । খুব বেশি ভালো লাগে সাথে সাথে যুক্ত হয়ে যাই গ্রুপ এ। তখন ২২ তম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে।  আমি তখন  একটা পোষ্টএর কমেন্ট এ লিখি  কিভাবে ২২ তম ব্যাচ এ রেজিস্ট্রেশন করতে পারি । তখন আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন অদম্য টাঙ্গাইল জেলা টিম এর একজন কমিউনিটি ভলান্টিয়ার মাহবুবুর রহমান ভাইয়া । আমাকে সর্বাত্মক সহযোগিতা করে ২২ তম ব্যাচ এ রেজিস্ট্রেশন করিয়ে দেন এবং কোর ভলান্টিয়ার ইবনে সায়েম রানা ভাইয়া আমাকে অদম্য টাঙ্গাইল জেলা টিম এর মেসেঞ্জার গ্রুপ এ যুক্ত করে দেন  আলহামদুলিল্লাহ । অনেক বেশি কৃতজ্ঞতা মাহবুবুর রহমান ভাইয়া ও ইবনে সায়েম রানা ভাইয়ার প্রতি । 


💗শুরু হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমার পথ চলা:  


           প্রথম সেশন থেকেই আমি  সেশন চর্চা ক্লাস করি এবং ফাউন্ডেশন এ খুব এক্টিভ থাকি । খুব ভালো লাগে । উদ্যোক্তা বিষয়ক অনেক  সুন্দর সুন্দর পরামর্শ পাচ্ছি, কিভাবে নিজের ব্র্যান্ডিং বাড়ানো যায়, কিভাবে একজন ভালো মানুষ হয়ে সমাজে বিচরণ করা যায় আরো অনেক কিছু প্রনিয়ত শিখছি । খুব আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভাইয়া আপুদের মাধ্যমে এগিয়ে যাচ্ছি হাটি হাটি পা পা করে ।  এভাবে চলতে চলতে আমার এক্টিভ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল এক লক্ষ ৪৭ হাজারেরও বেশি । ফাউন্ডেশন এ সুপার এক্টিভ মেম্বার হিসেবে সবার মধ্যে পরিচিত লাভ করি ।  খালেদ ইকবাল সিদ্দিকী ভাইয়া আমার অ্যাক্টিভিটি দেখে সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিম এ যুক্ত করে দেন  স্যার এর প্রতিনিধি হয়ে কাজ করার জন্য ।এরই মধ্যে  ফাউন্ডেশনে একটা পোষ্টের মাধ্যমে জানতে পারলাম টানা ২০০০তম সেশন  চর্চা ক্লাস উদযাপন উপলক্ষে  একটা উদ্যোক্তা সম্মেলন এর কথা ।সাথে সাথে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম  টিকেট বুক করে ফেললাম ।কারণ আমাদের প্রিয় মেন্টর উপস্থিত থাকবেন , উপস্থিত থাকবেন দায়িত্বশীল ভাইয়া আপুর এবং আজীবন সদস্যবৃন্দ। স্যার কে সামনে থেকে দেখবো , কথা বলবো ,ছবি তুলবো  এ সুযোগ হাত ছাড়া করতে চাইনি আমি ।  


🍁অবশেষে  টানা ২০০০ তম দিন উদযাপন :

           ১৫/০৭/২০২৩ শনিবার ৯টায় রেডি হয়ে আমার হাসব্যান্ড সহ পৌঁছে যাই কাওরানবাজার টিসিবি অডিটোরিয়াম এ । অনেক ভাইয়া আপুরা আমার আগেই পৌঁছে গিয়েছিলেন আবার আমার পরেও কেউ কেউ  এসেছেন । সবার আন্তরিকতা ভালোবাসা দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম ।  আমি সম্পূর্ণ অপরিচিত একজন মেয়ে তাদের কাছে অথচ ভাইয়া আপুরা সবাই আমাকে এতো আন্তরিকতা ,ভালোবাসা ,মায়া দেখিয়েছেন কখনো এই কথা আমি ভুলতে পারবো না। যথা সময়ে প্রোগ্রাম শুরু হয় খুব সুন্দর ভাবে । 


  💖দারুণভাবে প্রোগ্রাম উপভোগ করছি । এরই মাঝে উপস্থিত হয়েছেন আমার প্রিয় মেন্টর   জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।  আমি আবারও  আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম । স্যার অডিটোরিয়াম এ প্রবেশ করলেন হাসি মুখে । প্রতিটা মানুষের সাথে মত বিনিময় করে তারপর তিনি আসন গ্রহণ করলেন ।কি অমায়িক কথা , কি সুন্দর ব্যাবহার মাশাআল্লাহ । স্যার কে দেখার আগে যতটা কল্পনা করেছি তার চেয়ে আরো অনেক বেশি বিনয়ী । স্যার কে না দেখলে কথা না বললে বুঝার উপায়  নেই যে একজন মানুষ কতো টা ভালো আর বড়ো  মনের  মানুষ হতে পারেন ।

আলহামদুলিল্লাহ 


♥️ অপেক্ষা স্যার কখন আমাদের উদ্দেশে কিছু বলবেন ; 


          অপেক্ষার অবসান ঘটিয়ে স্যার মঞ্চে উঠে এলেন এবং আমাদের সকলের উদ্দেশে বক্তব্য শুরু করলেন । আমি মন্ত্রমুগ্ধ হয়ে স্যারের কথা শুনে যাচ্ছি । স্যার এর প্রতি টা কথা ছিল খুব গুরত্বপূর্ন আমাদের জন্য। এতদিন শুধু ভিডিও দেখেছি আর আজ স্যারকে সামনাসামনি দেখছি , স্যারের কথা শুনছি সে এক অন্য রকম অনুভুতি  এসেছে বলে প্রকাশ করা যাবে না । সব শেষে আবারও স্যার এর সাথে কিছু কথা বলি ছবি তুলি । এতটা সময় স্যার আমাদের সাথে ছিলেন সব সময় তিনি হাসি মুখে আমাদের সাথে কথাবলেছেন কোনো বিরক্তি দেখিনি আমি ।  


🌿স্মৃতির পাতায় : এই দিন টি আমার জীবনের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমি স্যার এর ২২ তম ব্যাচের ছাত্রী হতে পেরে গর্ববোধ করছি 

আলহামদুলিল্লাহ।  


🍀এতো অল্প সময়ের মধ্যে আমি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরি প্রতিষ্ঠান কে ভালবেসে ফেলেছি । আমি এই প্লাটফর্মে নিঃস্বার্থভাবে কাজ করে এগিয়ে যেতে চাই বহুদূর । সকলের কাছে আমি দোয়া প্রার্থী । 



📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৫২

তারিখ ২৬-০৭-২০২৩ ইং


🌹আমার পরিচয় ,,,


সৈয়দা রেহনুমা 

ব্যাচ ২২ 

রেজিঃ ১১৭৪১৫ 

গুলশান জোন ঢাকা

নিজ জেলা টাঙ্গাইল 

কাজ করছি সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিম এ ।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।