See More Post

আমার গল্পটা শুরু হয় ২০২২ সালের জুন মাসে আর গল্পটা স্বপ্নে রুপ নেয় সেই বছরের শেষ দিকে অর্থাৎ ২০২২ সালের ০৭ অক্টোবর।

আমার স্মৃতিকথা❣️❣️❣️

আদাপ/নমস্কার
🌷🌷প্রথমেই কৃতঙ্গতা প্রকাশ করছি পরম করুনাময়ের প্রতি যার অশেষ কৃপায় সৃষ্টির সেরা জীব হিসাবে জন্মগ্রহণ করেছি। পৃথিবীর আলো দেখেছি। যার কৃপায় মাথা উচু করে বাঁচতে শিখেছি। যার আশীর্বাদে সুস্থ আছি।
🌷🌷তারপর কৃতঙ্গতা প্রকাশ করছি আমার বাবা মায়ের প্রতি। যাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি।
বাবা মা হচ্ছে সন্তানের জীবনের পরম সম্পদ। বাবা মায়ের পরম যত্নে ছোট থেকে বড় হয়ে উঠেছি।

🌷🌷আমি আরো কৃতঙ্গতা প্রকাশ করছি আমাদের প্রাণের ফাউন্ডেশন, ""নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের,"" প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান,লাখ তরুণীর পথ প্রদর্শক। আমাদের জীবনের আইডল, হতাশাগ্রস্থদের আশার আলো প্রদানকারী প্রিয় মেন্টর
জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে আমাদের প্রাণের ফাউন্ডেশন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মত হাজার তরুন তরুণী এগিয়ে যাচ্ছে তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে। প্রিয় মেন্টরের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পেয়েছি হাজার ভাইবোন। একটা বিশাল ভাল মানুষের পরিবার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতঙ্গতা প্রিয় মেন্টর।

🌷🌷স্বপ্নঃ🌷🌷
আমরা ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয়।বরং জেগে থেকে যা দেখি সেটাই স্বপ্ন। একটি স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় অনুপ্রেরণা। একটা প্রকৃত স্বপ্ন আমাদের ঘুমাতে দেয়না। আমাদেরকে জাগিয়ে রাখে স্বপ্নপূরণের পথে চলতে।
🌷🌷আমি আজ তেমনি একটা স্বপ্নের গল্প করব যার সাথে আমার কখনো পরিচয় ছিল না। প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু বিষয় থাকে যা তার ভাবনাতেও কখনো থাকে না। কিন্তু হঠাৎ করেই তৈরি হয়ে যায়।
আমার গল্পটাও ঠিক তেমনি। গল্পটা শুরু হয় ২০২২ সালের জুন মাসে আর গল্পটা স্বপ্নে রুপ নেয় সেই বছরের শেষ দিকে অর্থাৎ ২০২২ সালের ০৭ অক্টোবর।
🎄🎄এখন আসা যাক মূল গল্পে। সেসান জটে পরে ২০১৬ সালের মাস্টার্স কমপ্লিট করি ২০১৮ সালে। আমার বর আমাকে অনেক বার চাকরির কথা বলেছে কিন্তু আমি বাচ্চার কথা চিন্তা করে চাকরি করিনি। ভালই দিন কাটছিল। কিন্তুু হঠাৎ করে ২০২১ সালের ৩১ মে জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। পায়ের নিচের মাটি সরে গেল। আজকের মত সেই দুঃখের কথায় আর যাচ্ছি না।
জীবনে নেমে এলো হতাশা। ধীরেধীরে ডিপ্রেশনে পরে গেলাম। কোথাও যেতাম না, কারো সাথে কথা বলতাম না। এভাবে কাটে একটি বছর। এলো ২০২২ সালের জুন মাস আমার ছোটবোন আমার বাড়ি আসল। সে আমাকে একটা পেইজ খুলে দিয়ে বলল তুই ঘরে বসে অনলাইনে কাজ কর ভাল লাগবে। আমি শুরু করলাম রিসেলিং করা। কিন্তু তাতেও কোন আনন্দ খুজে পাচ্ছিলাম না।
🎍🎍১১ সেপ্টেম্বর ২০২২ রাতে আমার ছোট কাকা আমাকে ফোন দিয়ে বলল একটা গ্রুপ আছে" নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " সেখানে রেজিস্ট্রেশন কর দেখবে তোমার সেল বেড়ে যাবে।
১৩ সেপ্টেম্বর ২০২২ করে ফেললাম রেজিস্ট্রেশন। কিন্তু কিছুই বুঝলাম না। আবার কাকার কাছ থেকেই জানতে পারলাম ৭ অক্টোবর টাঙ্গাইলে উদ্যোগতা সম্মেলন হবে। এখন প্রশ্ন কোথায় হবে, কিভাবে যাব সেখানে। তখনো আমি জেলা বা উপজেলা মেসেঞ্জারে যুক্ত হইনি। একদিন দেখলাম সম্মেলনের টিকিট উদ্ভোধন নিয়ে আমাদের সম্মানিত কোর ভলেন্টিয়ার ইবনে সাইম রানা ভাইয়ের লাইভ। সেখান থেকে ভাইয়ার নাম্বার নিয়ে ভাইয়াকে ফোন করে টিকিট কাটলাম।
❣️❣️চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ।
৭ অক্টোবর ছিল অদম্য টাঙ্গাইল জেলার উদ্যোগতা মহাসম্মেলন। সম্মেলনে গিয়ে আমি প্রথম ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারি। ভেবে ছিলাম এখানে কাউকে চিনি না সারাটাদিন খুব বোরিং কাটবে। কিন্তু না হলো ঠিক তার উল্টো। অনুষ্ঠান খুব ভাল লাগল। সম্মেলনে সেরা পাওয়া ছিল প্রিয় মেন্টরের হাত থেকে লটারীর পুরস্কার নেওয়া। তখন থেকেই আমার স্বপ্নের সুচনা হয়।
তার কিছুদিন পর জানতে পারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাউন্ডেশনের মহা সম্মেলন। এই খবরটা যখন জানতে পারি তখন এতটাই আনন্দিত হয়েছিলাম যা বলে বুঝাতে পারবনা। অনুভূতি প্রকাশ করার মত না। বা বলে বুঝানোও যাবেনা।
যেদিন থেকে জানতে পেরেছি ১৪ জানুয়ারি হতে যাচ্ছে মহা সম্মেলন। সেইদিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছিলাম সুুন্দর একটি দিনের জন্য। চমৎকার কিছু মুহুর্তের জন্য। অপেক্ষা করছিলাম সেই মাহেন্দ্রক্ষণের জন্য।
আমি সম্মেলন নিয়ে এতটাই উচ্ছ্বসিত ছিলাম যা বলে বুঝানো যাবেনা। যেদিন আমাদের প্রিয় মেন্টর সম্মেলনের টিকিট উন্মোচন করেন। সেই দিনটা ছিল হাতে চাঁদ পাওয়ার মত। টিকিট উন্মোচন করার পর সেইদিন রাতেই সম্মেলনে যাওয়ার জন্য নিজের টিকিট কনর্ফাম করি। তারপর থেকে সম্মেলনে যাওয়ার আগ পর্যন্ত পরিচিত সকলকে টিকিট কনর্ফাম করার জন্য বারবার উৎসাহিত করি। আমি আমার কাকাকে সম্মেলনে নিয়ে যাওয়ার জন্য নিজে টিকিট পর্যন্ত কানর্ফাম করে দেই। এতটাই আনন্দিত ছিলাম।
মনে হচ্ছিল সময় আর যাচ্ছে না। সকলেই বলে অপেক্ষার ফল মিষ্টি হয়। কথাটি মনে হয় ঐ দিনি প্রমাণিত হল। এর মধ্যে আমার জেলার সকলের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়ে গেল।
🌷🌷ঘনিয়ে আসলে সেই মাহেন্দ্রক্ষণ। এক,দুই,তিন গুনতে গুনতে চলে এল সেই কাঙ্ক্ষিত মুহুর্ত। ১৪ জানুয়ারি সেই অপেক্ষার সমাপ্তি ঘটল।। ভোল বেলা রওনা দিলাম কাঙ্খিত স্থানের উদ্দেশ্যে।রাস্তায় অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পৌছে গেলাম সেই কাঙ্খিত মঞ্চে।
🌷🌷স্বপ্ন পূর্ণ হলো।
এতদিন ধরে যে দিনটিকে ঘিরে নিজের মনের মধ্যে নানান স্বপ্ন বুনে ছিলাম তার বাস্তবতা পেল ১৪ জানুয়ারিতে এসে। হয়তো বা স্বপ্নের চেয়ে অনেক বেশিই পেলাম।
🌷🌷 সম্মেলন থেকে প্রাপ্তিঃ
🌷🌷সম্মেলন থেকে প্রাপ্তির খাতায় যুক্ত হলো অনেক কিছু।যার সকল কিছু হয়তো লিখে প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। সম্মেলন থেকে পেয়েছি প্রিয় স্যারকে, আমার জীবনের আইডলকে আবার সামনে থেকে দেখার সুযোগ। সেই মানুষটাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি যার অনেক ত্যাগ মিশে আছে আমাদের ফাউন্ডেশনে। আমি বলছি চামেলী আপু, অর্থাৎ স্যারের স্বহধর্মীনির কথা। যিনি স্যারের কাছ থেকে প্রাপ্য সময়ের প্রায় সব টুকু সময় আমাদের কল্যাণে ত্যাগ করেছেন।যে সময়টা স্যার তার নিজের পরিবারের পিছনে দেওয়ার কথা ছিল। সেই সময়টা আমাদের দিচ্ছে। অশেষ কৃতঙ্গতা প্রকাশ করছি চামেলী আপুর প্রতি।
🌷🌷এই সম্মলনের মাধ্যমে দেখা হয়েছে হাজারো উদ্যোগতা ভাইবোনের সাথে। যাদের সাথে রক্তের সম্পর্কের বাইরে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে।আর এই সম্পর্কটি গড়ে দিয়েছে আমাদের প্রিয় ফাউন্ডেশন।
🌷🌷এই সম্মেলনে অনেক উদ্যোগতা ভাই বোনের গল্প শুনেছি। যা আমার মনে শক্তি জোগায়,সাহসের সঞ্চার করে। নিজেকে নিয়ে নতুন করে ভাবতে শিখায়।আমিও কিছু করতে পারি এই মনোবলটা তৈরি হয় এই সম্মেলন।
🌷🌷এই সম্মলনের মধ্যদিয়ে কত ভাই বোনের সহযোগীতা পূর্ণ মনোবলের পরিচয় পেয়েছি। যা ফাউন্ডেশন সম্পর্কে আমার আস্থা আরও ধৃর করেছে।
❣️❣️এভাবে এগিয়ে চলে প্রিয় ফাউন্ডেশনের সাথে আমার পথ চলা। অনেক সুন্দর মুহূর্ত আমিনপার করেছি এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে। ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পেরেছি। এভাবেই দিন যেতে লাগল ফাউন্ডেশনে সকলের সাথে পরিচয় বৃদ্ধি পেতে লাগল নেটওয়ার্কিং বাড়ল।
❣️❣️নিয়মিত সেসন চর্চা ক্লাস করতে করতে একদিন জানতে পারি আমাদের সেসন চর্চা ক্লাসের ২০০০ তম দিন উদযাপন করার কথা। অপেক্ষায় রইলাম আবার একটা স্মৃতিময় মুহূর্তের স্বাক্ষী হতে। চলে এলো সেই দিন। সকাল সকাল চলে গেলাম টাঙ্গাইল শহরে। সারাদিন খুব আনন্দ আয়োজনের মধ্য দিয়ে কাটল দিনটি।
❣️❣️এই ছিল ফাউন্ডেশনের সাথে গড়া আমার স্মৃতিকথা। আমি গর্বিত ইকবাল বাহার জাহিদ স্যারের গড়া ফাউন্ডেশনের ১৯ তম ব্যাচের একজন ছাত্রী হতে পেরে। কৃতঙ্গতা প্রকাশ করছি প্রিয় মেন্টরের প্রতি আমাদের এত সুন্দর একটা পরিবার গড়ে দেওয়ার জন্য।
❣️❣️ আমি সকলের কাছে আশীর্বাদ চাই। আমি যেন আপনাদের সকলের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারি। নিজের বলার মত একটা গল্প তৈরি করতে পারি।

আমি মুক্তা রায়
❣️প্রমোশন টিম মেম্বার
❣️২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার
❣️হাট মনিটরিং টিম মেম্বার
❣️১৯/১০৭০৭৮
❣️কালিহাতী, টাঙ্গাইল
❣️পেইজঃ চড়কি-


তারিখ ২৮-০৭-২০২৩

স্ট্যাটাস অব দ্যা ডে -৯৫৩

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।