প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২১:৫৬ পিএম
সাড়ে ৬ লাখ তরুণকে বিনামূল্যে টানা দুই হাজারতম দিনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নজির গড়েছে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন (এনবিএমইজিএফ)। উদ্যোক্তা তৈরির এই কাজটি করে চলেছেন ইকবাল বাহার জাহিদ। বেকার তরুণদের কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে সাড়ে ৫ বছর আগে প্রতিষ্ঠা করেন প্লাটফর্মটি।
শনিবার (১৫ জুলাই) এই বিশেষ প্রাপ্তি উদযাপিত হয় ৬৪ জেলাসহ বিশ্বের ৩২টি দেশে। এদিন ঢাকা জেলা টিমের আয়োজনে রাজধানীর কাওরান বাজারের টিসিবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হ্যালো ঢাকা এবং উদ্যোক্তা সম্মেলন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল বাহার জানান, ‘চাকরী করবো না চাকরি দেবো’ এই ব্রত সামনে রেখে গত টানা ২০০০ দিন ধরে ১ দিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারি ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশন করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস– এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ২০০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।
তিনি বলেন, আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না। ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনামূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন।
যে কোন বয়সে যে উদ্যোক্তা হওয়া যায় ও ব্যবসা শুরু করা যায়– এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন। ইতিমধ্যে প্রায় ১ লাখ উদ্যোক্তা ও সাড়ে ৬ লাখ মানবিক মানূষ তৈরি হয়েছেন এই প্লাটফর্ম থেকে, যোগ করেন ইকবাল বাহার।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্য সামগ্রি নিয়ে একটি নান্দনিক ফ্যাশন শো প্রর্দশন করেন।
আগামী ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করতে অন্তত তিন লাখ উদ্যোক্তা তৈরির লক্ষ্য এনবিএমইজিএর।
নিউজ লিংক
==========
https://protidinerbangladesh.com/technology/54468/টানা-২০০০-দিন-অনলাইন-প্রশিক্ষণের-রেকর্ড?fbclid=IwAR2E4pehNfnwQKOFvHwJPQyVUWYdTpZEjeb1w_BMUBLkrUH7HLYqaJ-40-E
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।