See More Post

অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ডের পথে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন | টেকজুম

টেকজুম ডটটিভি  

Saturday, 15 July, 2023


অনলাইন শক্তিকে কাজে লাগিয়ে দেশজুড়ে বিনামূল্যে দুই হাজার তম উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে বিশ্বরেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এই প্লাটফর্মে ‘পণ্য নয়, বিশ্বাস বিক্রি’র প্রত্যয় নিয়ে দেশজুড়ে গড়ে উঠেছে ৬ লাখ মানবিক মানুষ ও ১ লাখ উদ্যোক্তা। প্রতি মঙ্গলবার নিজেদের অনলাইন প্লাটফর্মে কেনা-বেঁচা হয়েছে ১৫ কোটি টাকার পণ্য।


শনিবার রাজধানী ঢাকার কাওরান বাজারের টিসিবি মিলনায়তনের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হ্যালো ঢাকা এবং উদ্যোক্তা সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটি দেশের ৬৪টি জেলাসহ বিশ্বের ২৮টি দেশে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। ঢাকা জেলা টিমের আয়োজনে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের বলার মোত একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না। ভালো মানুষ, মানবিক মানুষ তৈরিতে কাজ করছি। বিনামূল্যে করলেও এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। সংগঠনের জন্য কাজ করলে রাতে ভালো ঘুম হয়।



কোটি টাকার ধারণা প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্য থেকেই ম্যাচ মেকিং এর মধ্যামে কোটি টাকার বিনিয়োগ পাওয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের অক্সিজেন খ্যাত প্রবাসীদের বেশি গুরুত্ব দেয়া হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে ৪ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ ৫দিন যাবত বন্ধ থাকায় সদস্যদের দুঃখ না পওয়ার আহ্বান জানিয়ে আবার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দেন মানবিক উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার।


অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ১০ নারী উদ্যোক্তা নিজেদের তৈরি পোশাক ও খাদ্য সামগ্রি নিয়ে একটি নান্দনিক ফ্যাশন শো প্রর্দশন করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে ফাউন্ডেশন উদ্যোক্তাদের মাথায় পাগড়ি পড়িয়ে দেয়া হয়। জানাগেছে, প্রতিষ্ঠার সাড়ে ৫ বছরে প্রশিক্ষণ নিয়েছেন ৬ লাখ ৭৫ জন উদ্যোক্তা।


নিউজ লিংক

==========

https://techzoom.tv/technology-news/details/71061/টানা-২০০০-তম-দিন-অনলাইনে-প/?fbclid=IwAR08eLny-cR4aj0H2jGAX-BfHZmYw3ai_26YJVJQ3wqWiRMgZroAsiEDCSs


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।