 
                   বিসমিল্লাহির রাহমানির রাহীম
বিসমিল্লাহির রাহমানির রাহীম
 জীবনের গল্প
জীবনের গল্প 
 আসসালামু ওয়ালাইকুম। আশা নয়, বিশ্বাস  করি আল্লাহ্  এর রহমতে যে যার যায়গা থেকে অনেক অনেক ভালো আছেন? আমিও আল্লাহ্  এর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি,সুস্থ আছি আলহামদুলিল্লাহ্।
আসসালামু ওয়ালাইকুম। আশা নয়, বিশ্বাস  করি আল্লাহ্  এর রহমতে যে যার যায়গা থেকে অনেক অনেক ভালো আছেন? আমিও আল্লাহ্  এর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি,সুস্থ আছি আলহামদুলিল্লাহ্।
 শুরুতেই মহান আল্লাহ তায়ালার উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে চাই আমি যে আজ এই পৃথিবীতে সুস্থ -সুন্দর জীবন যাপন করতে পারছি তার জন্য আল্লাহর উপর লাখো কোটি শুকরিয়া। (আলহামদুলিল্লাহ)
 শুরুতেই মহান আল্লাহ তায়ালার উপর পূর্ণ বিশ্বাস রেখে বলতে চাই আমি যে আজ এই পৃথিবীতে সুস্থ -সুন্দর জীবন যাপন করতে পারছি তার জন্য আল্লাহর উপর লাখো কোটি শুকরিয়া। (আলহামদুলিল্লাহ)
 অপরিসীম কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেন্টর,শিক্ষক, উদ্যােক্তা তৈরী করার পথ প্রদর্শক জনাব #ইকবাল বাহার  স্যারের প্রতি।
অপরিসীম কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেন্টর,শিক্ষক, উদ্যােক্তা তৈরী করার পথ প্রদর্শক জনাব #ইকবাল বাহার  স্যারের প্রতি।  জীবনের মূল গল্প
  জীবনের মূল গল্প 
 জন্ম ও পরিবার :- বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলায় আমার জন্ম। চার ভাই- বোনের মাঝে পরিবারের বড় সন্তান আমি। বাবার চাকরির  জন্য  বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির সুযোগ হয়েছে।
জন্ম ও পরিবার :- বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলায় আমার জন্ম। চার ভাই- বোনের মাঝে পরিবারের বড় সন্তান আমি। বাবার চাকরির  জন্য  বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির সুযোগ হয়েছে।
 ২০০৭সালে এস, এস,সি পাশ করলাম। কিন্ত কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। আমাদের পরিবারের ভালো থাকা এবং সামনে এগিয়ে যাওয়া পরিচিত জনদের  খুব ভালো লাগতো না। খুব কাছের মানুষগুলোর এমন ভাব ছিলো যে মেয়েদের এত পড়ালেখা করে কি হবে? অবশেষে আমার মায়ের প্রবল চেষ্টায় আমি সফল হই। ভর্তি হই কলেজে।
২০০৭সালে এস, এস,সি পাশ করলাম। কিন্ত কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। আমাদের পরিবারের ভালো থাকা এবং সামনে এগিয়ে যাওয়া পরিচিত জনদের  খুব ভালো লাগতো না। খুব কাছের মানুষগুলোর এমন ভাব ছিলো যে মেয়েদের এত পড়ালেখা করে কি হবে? অবশেষে আমার মায়ের প্রবল চেষ্টায় আমি সফল হই। ভর্তি হই কলেজে। 


 অনেক কষ্ট করে আরেকটা যুদ্ধ জয় করে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারি। তখন থেকেই একটাই স্বপ্ন দেখি একটা চাকরি নিতেই হবে। অনার্সে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। শুরু হয় নতুন যুদ্ধ।  তখন পড়ালেখা চালিয়ে নেওয়াটাই যেখানে কষ্ট হয়ে যায় সেখানে চাকরির প্রস্তুতি কি করে সম্ভব? তবুও চাকরীর বই কিনে ফাঁকে ফাঁকে পড়তাম। এর মাঝে আমার একমাত্র মেয়ের জন্ম হয়।
 অনেক কষ্ট করে আরেকটা যুদ্ধ জয় করে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারি। তখন থেকেই একটাই স্বপ্ন দেখি একটা চাকরি নিতেই হবে। অনার্সে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। শুরু হয় নতুন যুদ্ধ।  তখন পড়ালেখা চালিয়ে নেওয়াটাই যেখানে কষ্ট হয়ে যায় সেখানে চাকরির প্রস্তুতি কি করে সম্ভব? তবুও চাকরীর বই কিনে ফাঁকে ফাঁকে পড়তাম। এর মাঝে আমার একমাত্র মেয়ের জন্ম হয়। পরিক্ষার সময় মেয়েকে বোনদের কাছে রেখে অনেক কষ্টে অনার্স - মাস্টার্স শেষ করলাম। বেশ কয়েকটা চাকরীর আবেদন করলাম। ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়াটাও কষ্ট হয়ে যায়। যদিও চাকরির রিটেন হলো ভাইবাতে বাদ পড়লাম
পরিক্ষার সময় মেয়েকে বোনদের কাছে রেখে অনেক কষ্টে অনার্স - মাস্টার্স শেষ করলাম। বেশ কয়েকটা চাকরীর আবেদন করলাম। ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়াটাও কষ্ট হয়ে যায়। যদিও চাকরির রিটেন হলো ভাইবাতে বাদ পড়লাম

 ২০১৯ সাল :- ভয়াবহ এক এক্সিডেন্ট ঘটে যায়,
২০১৯ সাল :- ভয়াবহ এক এক্সিডেন্ট ঘটে যায়,  আমি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে প্রায় ছয় মাস ঘর বন্দী হয়ে যাই।
আমি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে প্রায় ছয় মাস ঘর বন্দী হয়ে যাই।

 যখন স্বাভাবিক জীবনে ফিরে আসি ততদিনে আমার চাকরির বয়স শেষ
 যখন স্বাভাবিক জীবনে ফিরে আসি ততদিনে আমার চাকরির বয়স শেষ
 এত পড়ালেখা করে চাকরি হলোনা বলে অনেকেই শেষ হাসিটা হাসলো। বুঝিয়ে দিলো আগেই বলেছিলাম এত পড়ালেখা করে কি হবে? আমি শুধু চুপচাপ কথাগুলো শুনলাম। কোন উত্তর ছিলো না আমার কাছে। এর মাঝেই শুরু  হয় করোনা।
এত পড়ালেখা করে চাকরি হলোনা বলে অনেকেই শেষ হাসিটা হাসলো। বুঝিয়ে দিলো আগেই বলেছিলাম এত পড়ালেখা করে কি হবে? আমি শুধু চুপচাপ কথাগুলো শুনলাম। কোন উত্তর ছিলো না আমার কাছে। এর মাঝেই শুরু  হয় করোনা। ২০২০ সাল : -উদ্যােক্তা জীবন শুরু করি। রান্না আমার খুব পছন্দের একটা কাজ। ভালো লাগতো। এটা দিয়েই শুরু করি। ফাস্টফুড,কেক বানিয়ে বিক্রি করতাম। একটা দোকানেও দিতাম, মোটামুটি চলতো। কিন্তু প্রয়োজনীয় সাপোর্ট পাইনি বলে বেশি দিন চালাতে পারলাম না।
২০২০ সাল : -উদ্যােক্তা জীবন শুরু করি। রান্না আমার খুব পছন্দের একটা কাজ। ভালো লাগতো। এটা দিয়েই শুরু করি। ফাস্টফুড,কেক বানিয়ে বিক্রি করতাম। একটা দোকানেও দিতাম, মোটামুটি চলতো। কিন্তু প্রয়োজনীয় সাপোর্ট পাইনি বলে বেশি দিন চালাতে পারলাম না। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশানে রেজিষ্ট্রেশন করি ১১তম ব্যাচে। ফুড আইটেম দূরে পাঠানো যায় না বলে থ্রি-পিস  নিয়ে কাজ শুরু করি। নারায়নগঞ্জের বান্টি বাজার থেকে ফাউন্ডেশনের এক ভাইয়ার থেকে বাটিক থ্রিপিস এনে কাজ শুরু করি। কিন্তু আমিতো কাপড়ের ব্যাবসায় অভিজ্ঞ না। তাই ভালো ফলাফল পাচ্ছিলাম না। মন ভেঙে যায়। এর মাঝে আমার আইডিটা নষ্ট হয়ে যায়
নিজের বলার মতো গল্প ফাউন্ডেশানে রেজিষ্ট্রেশন করি ১১তম ব্যাচে। ফুড আইটেম দূরে পাঠানো যায় না বলে থ্রি-পিস  নিয়ে কাজ শুরু করি। নারায়নগঞ্জের বান্টি বাজার থেকে ফাউন্ডেশনের এক ভাইয়ার থেকে বাটিক থ্রিপিস এনে কাজ শুরু করি। কিন্তু আমিতো কাপড়ের ব্যাবসায় অভিজ্ঞ না। তাই ভালো ফলাফল পাচ্ছিলাম না। মন ভেঙে যায়। এর মাঝে আমার আইডিটা নষ্ট হয়ে যায়
 সব মিলিয়ে যা-তা একটা অবস্থা। সব কিছু থেকে বিরতি নিয়ে নিলাম। কিন্তু উদ্যােক্তা হওয়ার স্বপ্নটা মনেই রয়ে গেল।
 সব মিলিয়ে যা-তা একটা অবস্থা। সব কিছু থেকে বিরতি নিয়ে নিলাম। কিন্তু উদ্যােক্তা হওয়ার স্বপ্নটা মনেই রয়ে গেল। 
 প্রায় রাতই ঘুমাতে পারতামনা,এত যুদ্ধ করে পড়ালেখা করে কি পেলাম। আমিতো ব্যর্থ। এই কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে কি আমাকে দিয়ে হবে না? জীবন যুদ্ধে আমি কি হেরে গেলাম?
প্রায় রাতই ঘুমাতে পারতামনা,এত যুদ্ধ করে পড়ালেখা করে কি পেলাম। আমিতো ব্যর্থ। এই কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে কি আমাকে দিয়ে হবে না? জীবন যুদ্ধে আমি কি হেরে গেলাম? ২০২৩ সাল: - আবার ঘুড়ে দাড়ানোর চেষ্টা।
২০২৩ সাল: - আবার ঘুড়ে দাড়ানোর চেষ্টা।  নতুন করে সাহস সঞ্চয় করি। স্যারের কথা মতো কাজে শুরু করি। দেখলাম কক্সবাজারের শুটকির চাহিদা আমাদের দেশে অনেক বেশি। শুরু হলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুড়ে ভালো শুটকির সন্ধান করা। তারপর শুটকি নিয়ে কাজ শুরু করলাম। তিনমাস পেরিয়ে যাবার পর  যখন সবার খুব ভালো সাড়া পাচ্ছি, তখন
নতুন করে সাহস সঞ্চয় করি। স্যারের কথা মতো কাজে শুরু করি। দেখলাম কক্সবাজারের শুটকির চাহিদা আমাদের দেশে অনেক বেশি। শুরু হলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুড়ে ভালো শুটকির সন্ধান করা। তারপর শুটকি নিয়ে কাজ শুরু করলাম। তিনমাস পেরিয়ে যাবার পর  যখন সবার খুব ভালো সাড়া পাচ্ছি, তখন আমার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। মেয়ে হয়ে একটা শোরুম দাড় করানো আমাদের সমাজে অনেক কঠিন। আজ সকলেই এই শোরুম দেখবে কিন্তু কেউ হয়ত জানবেই না আমার আজকের এই দিন দেখার জন্য কত বছর চলে গেছে জীবন থেকে। আমরা সবাই সফলতা দেখতে চাই পেছনের গল্পটা শুনার আগ্রহ হয়না কারো। আমি শুধু এটাই সবাইকে বুঝাতে চাই, পড়ালেখা করে চাকরি না হলেই জীবন থেমে যাবে না। চেষ্টা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আমি সফলতা পেয়ে গেছি বলছি না,তবে হয়ত সফলতা পাবার পথ তৈরী করতে পেরেছি।
আমার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। মেয়ে হয়ে একটা শোরুম দাড় করানো আমাদের সমাজে অনেক কঠিন। আজ সকলেই এই শোরুম দেখবে কিন্তু কেউ হয়ত জানবেই না আমার আজকের এই দিন দেখার জন্য কত বছর চলে গেছে জীবন থেকে। আমরা সবাই সফলতা দেখতে চাই পেছনের গল্পটা শুনার আগ্রহ হয়না কারো। আমি শুধু এটাই সবাইকে বুঝাতে চাই, পড়ালেখা করে চাকরি না হলেই জীবন থেমে যাবে না। চেষ্টা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে। আমি সফলতা পেয়ে গেছি বলছি না,তবে হয়ত সফলতা পাবার পথ তৈরী করতে পেরেছি। তবে,আমি বরাবরই একটু চাপা স্বভাবের। কষ্ট পেলেও কাউকে বলতে ইচ্ছে করে না। জোরে জোরে কাঁদতে পারি না। নিরবতাই আমার জীবনের একটা অংশ। জানি এতে কষ্ট অনেক বেশি হয়।
 তবে,আমি বরাবরই একটু চাপা স্বভাবের। কষ্ট পেলেও কাউকে বলতে ইচ্ছে করে না। জোরে জোরে কাঁদতে পারি না। নিরবতাই আমার জীবনের একটা অংশ। জানি এতে কষ্ট অনেক বেশি হয়।
 আমার লেখায় কোন ভুল- ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
আমার লেখায় কোন ভুল- ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। 
                       ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।