See More Post

চট্টগ্রাম জেলার খুলশি ও সীতাকুণ্ড জোনের যৌথ ফিজিক্যাল মিট আপ।

চট্টগ্রাম জেলার খুলশি ও সীতাকুণ্ড জোনের যৌথ ফিজিক্যাল মিট আপ।
আলহামদুলিল্লাহ সপ্তাহের বন্ধের দিনে একত্রিত হয়েছে চট্টগ্রামের দুটি অন্যতম একটিভ জোন। যদিও বেশিরভাগ উপস্থিতির সংখ্যা নতুন ছিল। কিন্তু কারোর আন্তরিকতা একটুও কমতি ছিল না। সবাই নিজেদের ভালোবাসা দিয়ে উপস্থিত থেকে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে তা আসলেই অবাক করার মতো ছিল। ফাউন্ডেশনের সম্পর্কে জানা এবং শিখার প্রতি তাদের আগ্রহ
ছিলো ব্যাপক।
চট্টগ্রামে দায়িত্বশীল মধ্যে ব্যস্তাতার মাঝেও উপস্থিত ছিলেন জেলা এম্বাসেডর Tareqe MahmudShahadat Hossain ভাইসহ আমি এবং ফেনীর উপজেলা এম্বাসাডর J M Faruk ভাই।
আজকের মিট আপ যেহেতু নতুনদের সংখ্যক বেশি তাই নিজেদের মধ্যে পরিচিত হওয়াটা মই ছিলো প্রধান লক্ষ্য। সেই সাথে তাদেরকে ফাউন্ডেশন কিভাবে ভলেন্টিয়ারিং করবে ও তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে দায়িত্বশীলগণ। আমরা নিজেরা একে অপরের সাথে পরিচিত হওয়াসহ নিজ উদ্যোগকে সবার সামনে প্রচার করেছি।
খাবারের ব্যাপক আয়োজন যে কাউকেই লোভ সামলাতে বেগ পেতে হবে তার কারণ ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। ফাউন্ডেশনের নতুন বোনদের কাছ থেকে এমন অতিথিয়েটা বিশেষকরে নতুনদের কাছ থেকে মেহমানদারিত্ব কেউ সহজে ভুলতে পারবেনা। আমি সিদ্ধান্ত নিয়েছি পর্যায়ক্রমে যারা মিট আপে খাবারের স্পন্সর করেছে তাদেরকে প্রমোটিং করবো ইনশাআল্লাহ।
বিশেষ ধন্যবাদ জানাই জোহরা দিলশাদ আরা আপুকে। নিজের অফিসকে সাজিয়ে গুছিয়ে রেখেছে যেন আমরা সবাই একসাথে একই ছাদের নিচে বসে সুষ্ঠুভাবে মিট আপ করেত পারি সেই সাথে নিজের অফিসের কপি আর হাতে বানানো স্যান্ডউইচ টেস্ট এক কথায় অসাধারণ।

অনেক ধন্যবাদ উপস্থিতি সবাইকে আজকের আয়োজনকে সফল করার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্যে। কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার কে আমাদেরকে এমন একটি পরিবার দেওয়ার জন্য।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।