See More Post

আমি ঘুরে দাড়ালে হয়ে তো আরো পাচঁটা মেয়েকে ঘুরে দাড়াতে সহযোগিতা করবো।



পরম  করুনাময় আল্লাহর নামে শুরু করছি 


জীবনের গল্প ❤️❤️


আসসালামু আলাইকুম 🤝🤝

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন 🥰 

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি 🤲🤲


জীবনকে আমরা যত সহজ সরল ভাবি 

জীবনটা এতো সহজ নয়ে 😔😔


আমার ছোট বেলা থেকেই খুব ইচ্ছে ছিলো আমি কিছু একটা করবো 

কিন্তু ঐ ভাবে কখনও  সুযোগ হয়েনি 


আমার ছোট্ট পরিচয়: আমি মেহজাবিন বিনতে সাদিয়া নিজ জেলা বাগের হাট বর্তমান অবস্থান ঢাকা খিলগাঁও সবুজবাগ থানা কাজ করছি মেয়েদের থ্রি পিস হিজাব গাউন বাটিক থ্রি পিস এবং ওয়ান পিস নিয়ে 


আমার পারিবারিক জীবন : আমরা চার বোন দুই ভাই বোনদের ভিতর আমি ছোট 

২০১২ সালে বিবাহিত জীবনে পা রাখি 

আলহামদুলিল্লাহ  এখন আমার দুই ছেলে 


আমার শিক্ষা জীবন : বাগেরহাট জেলার শরনখোলা থানার বকুল তলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় আমার হাতে খড়ি হয়ে ওখানে ৫ শ্রেনি পর্যন্ত পড়া হয় এরপর ক্লাস Six এ ভর্তি হই স্থানীয় এক বিদ্যালয় যার নাম ছিলো তাফাল বাড়ি উচ্চ মাধ্যমিক স্কুল এ্যান্ড কলেজে  ২০১৪ তে ওখান থেকেই  S S C পাশ করি 


আমার উদ্যােক্ত জীবনে 


আমি যখন আমার বিসনেসটা শুরু করি তখন 

করনা টাইম 

বাংলাদেশ তখন করনার সাথে লড়ছে 

ঐ টাইমটা কি করবো বাসায় সারাদিন শুয়ে বসে দিন কাটে 

আর ভালো লাগেন এভাবে শুয়ে বসে দিন কাটাতে 


তখনও আমি ফেইজবুক ব্যবহার করি না 

ইউটিউবে খুজতে থাকি কি করা যায় 

পরিচিত কিছু আপুরা ছিলো তাদের সাথেও আলাপ করি কি করা যায় 


একটা আপু পরামর্শ দিলো 

সে আমাকে বললো আপু আপনি কাপড় নিয়ে কাজ করতে পারেন এটা আপনি বাসায়ে বসে করতে পারবেন বাহিরে যেতে হবে না 

এবং কি ভাবে করবো আপু বুঝিয়ে দিলো 


এর পর এলো জামাইকে রাজি করানোর পালা 

যাই হোক একবার বলাতেই সে রাজি হয়ে যায়ে 


খুবই অল্প টাকার কিছু কাপড় আনি আমি 

এখন এটা সেল করার একটা মাধ্যম তো চাই 

তখন আমি ইমো গ্রুপ খুলি এবং পরিচিত সকল আপু / ভাবি দের কাছে আমি আমার কাজে কথা বলি 


কেউ এটাকে পজেটিভ নিয়েছে আবার অধিকাংশ লোকই এটা নেগেটিভ নিয়েছে 


এখন শুরু হলো চার দিক থেকে নেগেটিভ কথা 

এটা কি শুরু করেছি, এটা আমার সাথে যায় না, 

মানুষ বলতে বলতে এক সময়ে বলেই ফেললো 

আমার এই কাপড় নিয়ে কাজ করাটা নাকি ছোট লোকি 

নিজের কাছে এতোটাই খারাপ লাগতে শুরু করলো ভেবেছি না আর করবো না এটা ছেড়ে দিবো 

ঐ সময়েটাতে আমার হাজব্যান্ড আমাকে ১০০তে ১০০ সাপোর্ট দিয়েছে 


কি ভাবে লড়াই করে টিকে থাকতে হয়ে তার কাছ থেকে শিখেছি 


আমি যদি সে দিন আমার হাজব্যান্ড কে পাশে না পেতাম তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না 


যাই হোক যা হয়ে ভালোর জন্যই হয়ে আমি মনে করি 

আশেপাশের মানুষ গুলো যখন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে ব্যস্ত তখন আমি চেষ্টা করতে ছিলাম কিভাবে আমি আমার বিজনেসটার প্রচার করবো 

তখনই মাথায়ে আসে ফেইসবুক 


এর পর ফেইসবুকে  আমি আইডি / পেইজ খুলি 

আস্তে আস্তে আমার যাত্রা  শুরু হয়ে 


তবে আমার অবাক লাগে 😲😲

যারা এক সময়ে আমাকে ছোট লোকের সাথে তুলনা করেছে 

তারাই আজ আমার কাছে পরামর্শ চাইতে আসে 

কিভাবে তারা শুরু করবে 


আজ আমি এখানে এসেছি খুব বেশি দিন হয়েনি 

এই অল্প সময়ে আমাকে দেখে দুজন বোনও শুরু করেছে এবং আমার কাছে যখন যেভাবে পরামর্শ চেয়েছে আমি তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি 


আমি জানি আমার একটা পরিচয়ে আছে 

আমি অমুকের ওয়াইফ তার সাথে যদি আরো একটা পরিচয়ে হয়ে যে আমি একজন বিজনেস ম্যান 

তাতে সমস্যা কোথায়ে 

আমি মনে করি আমি ঘুরে দাড়ালে হয়ে তো আরো পাচঁটা মেয়েকে ঘুরে দাড়াতে সহযোগিতা করবো 

এভাবেই একদিন বাংলাদেশ ঘুরে দাড়াবে 


তবে কোন কাজ কে কেউ কখনও  ছোট করে দেখবেন না কোন কাজই ছোট নয়ে 

মানুষ ছোট থাকেই বড় হতে শেখে 

আমার শুরুটা মোটেই ভালো ছিলো না কিন্তু আমি টিকে থাকার জন্য যথেষ্ট লড়াই করেছি 

লড়াই করেছি বলেই আজ টিকে আছি 


অনেক ঝড় অনেক গুলো খারাপ দিনকে পার করে এসেছি এখনও মনে পড়লে ভাবি মানুষ এতো খারাপ কথা কি ভবে বলে 

আমি কি এতোটাই খারাপ কাজ করেছিলাম কি জানি তারা তখন কি মনে করে এতো কথা শুনিয়ে ছিলো 


আসলে জীবনে ভালো কিছু পেতে হলে অনেক গুলো খারাপ দিনকে পার করে হয়ে 

আমিও তাই করে ছিলাম, করছি 

ইনশাআল্লাহ করবো 


অনেক কিছু লিখে ফেলেছি যদি কোন ভূল হয়ে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন  


এই প্লাটফর্মে আমার যুক্ত হওয়া : Syeda Tania  আপুর মাধ্যমে ভালোবাসার এই প্লাটফর্মে আমি যুক্ত হই অনেক অনেক জাযাকাল্লাহ খাইরান আপুকে এতো সুন্দর একটা প্লাটফর্মে আমাকে যুক্ত করে দেয়ার জন্য। শেখার কোন শেষ নেই এই প্লাটফর্মে যুক্ত হয়ে অনেক কিছু শিকতে পেরেছি কথা বলার জড়তা কুমেছে আমার ব্যান্ডিং করার সুযোগ হয়েছে এবং আমার অনেক নেটওয়ার্ক বেড়েছে বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। 

আর এই সব সম্ভব হয়েছে জনাব Iqbal Bahar Zahid  স্যারের জন্য 

স্যার জন্য দীর্ঘায়ু কামনা করছি 


আমার লেখার মাঝে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯৬০


Date:- ০৩/০৯/২০২৩ইং  


ভালোবেসে যুক্ত হয়েছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে ২২ তম ব্যাচ থেকে আমার রেজিষ্ট্রেশন নং১১৭৯৯৫

মতিঝিল জোন




ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।