See More Post

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা টিমের ৬তম ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হলো।

🕋আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ🕋


চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা টিমের ৬তম ফিজিক্যাল মিটআপ সম্পন্ন। 


মিটআপের স্থানঃ ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট, আলমডাঙ্গা। 


আজকের মিটআপে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মডারেটর ও জেলা এম্বাসেডর Tarek Hossain ভাই, 

উপজেলা এম্বাসেডর Touhidur Rahman ভাই, উপজেলা এম্বাসেডর Jannatul Ferdos Usha আপু,কমিউনিটি  ভলান্টিয়ার Helen Akter Kamona আপু,আজীবন সদস্য Md. Shadiqur Rahman Rupok ভাই, Farhana Afrose Mala Mala  আপু, Farzana Tonni আপু, IsratZahan Eifte আপু, Ehsanul Kabir Ripon ভাই সহ আরও অনেকে।


ফাউন্ডেশনের কার্যক্রম তরান্বিত করার জন্য আমরা আলমডাঙ্গা উপজেলা টিম সব সময় কাজ করে যাচ্ছি। 

আগামী দিন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে দিয়ে চায়।


সর্বশেষ অনেক কৃতজ্ঞতা জানায় Iqbal Bahar Zahid স্যারের প্রতি। স্যারের কল্যানে আমরা নিজেকে ব্রান্ডি, উদ্যোক্তা হওয়া ও ভালো মানুষ হওয়ার সুযোগ পেয়েছি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।