See More Post

চমৎকার আমাদের বগুড়া জেলা টিমের আজ মাসিক মিটআপ ও পণ্য প্রদর্শনী |

আলহামদুলিল্লাহ
আমরা আছি থাকবো,
সবাই মিলে দইয়ের রাজ্য কে
বিশ্বের দরবারে সুপরিচিত
করবো ইনশাআল্লাহ।।
মনোমুগ্ধকর আয়োজনে, দায়িত্বশীল সহ বগুড়া জেলা টিমের গর্বিত আজীবন ভাই বোনের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ও নান্দনিক পণ্য প্রদর্শনীর মাধ্যমে সুসম্পন্ন হয়েছে ফিজিক্যাল মিটআপ টি,
সেল ও হয়েছে।
জম্পেশ খাওয়া দাওয়া
উদ্যোক্তাদের নানা চরাই উতরাই পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের শিক্ষা কে অন্তরে লালন করে লেগে থাকার প্রত্যয়ে নিজের উদ্যোগ কে সবার সাথে পরিচিতি করতে নানা বিষয়ে আলোচনা করা হয়।
আমাদের সন্মানিত কোর ভলেন্টিয়ার ও মডারেটর প্রিয় Selina Akter আপুর
সুপরামর্শে বগুড়া জেলা টিমের আমরা সবাই মিলে এক সাথে কাজ করে যাচ্ছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার , কৃতজ্ঞতা

বগুড়া জেলা টিমের সকল আজীবন মেম্বার দের প্রতি অনেক ধন্যবাদ মিটআপে উপস্থিত থেকে প্রাণবন্ত একটি আয়োজন উপহার দেয়ার জন্য।।আর ব্যস্ততার কারণে যারা আসতে পারেননি, তাদের জন্য অফুরন্ত ভালোবাসা 💜 দেখা হবে ফের।।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।