See More Post

চট্টগ্রাম জেলার দায়িত্বশীলদের ফিজিক্যাল মিটআপ

চট্টগ্রাম জেলার দায়িত্বশীলদের ফিজিক্যাল মিটআপ সম্পন্ন হয়েছে।
আজকের মিটআপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার কোর ভলান্টিয়ার ও মডারেটর khairul ভাইয়া, Md Noor ভাইয়া, Nur Nabi Mehadi Rubel ভাইয়া। জেলা প্রতিনিধি Tareqe Mahmud ভাইয়া, Md Tarek Uddin Noman ভাইয়া, Reaz Kamal Heron নানা ভাই, মোঃ মুরশিদ মির ভাইয়া, শাহাদাত ভাইয়া, মেশকাত শরিফ ভাইয়া সহ জোন এ্যাম্বাসেডর, উপজেলা এ্যাম্বাসেডর, ক্যাম্পাস এ্যাম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য।
সকলের সুন্দর উপস্থিতিতে প্রাণবন্ত একটা মিটআপ ছিল। আজকে চট্টগ্রাম জেলাকে এগিয়ে নিতে সবার পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য।

ইনশাআল্লাহ সবার সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে এগিয়ে যাবে প্রানের চট্টগ্রাম জেলা। সকলের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। চট্টগ্রাম জেলা কে আরো বেশি প্রানবন্ত করার জন্য এই ধরনের মিটআপ আরো বেশি কামনা করি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।