See More Post

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা টিমের ৭ম ফিজিক্যাল মিটআপ সফল ভাবে অনুষ্ঠিত হলো।

আলমডাঙ্গা উপজেলা টিম কর্তৃক আয়োজিত ৭ম ফিজিক্যাল মিটআপ সফল ভাবে সম্পন্ন হলো।


স্যারের নির্দেশনা অনুযায়ী আলমডাঙ্গা উপজেলা টিম প্রতি মাসে মাসিক মিটআপ, সদস্য এড, সামাজিক ও মানবিক কার্যকর অব্যাহত রেখেছে।


তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো ৭ম ফিজিক্যাল মিটআপ। আলহামদুলিল্লাহ ২৫+ সদস্য নিয়ে আমরা আজকের মিটআপ সম্পন্ন করেছি।


মিটআপে উপস্থিত ছিলেন সম্মানিত মডারেটর ও জেলা এম্বাসেডর তারেক হোসেন। জেলা এম্বাসেডর ফারহানা শিউলি,  মামুন মিয়া। উপজেলা এম্বাসেডর সুমন রহমান, তৌহিদুর রহমান।কমিউনিটি ভলান্টিয়ার হেলেন আক্তার কামনা সহ আজীবন সদস্য সাদিকুর রহমান রূপক, রিপন,ফারহানা আফরোজ মালা,ইপ্তি,তন্নী,মায়া মনি,মিতা, তহমিনা,আউলিয়া, শাহিনুর আরও অনেকে।


আজকের মিটআপের ভেনু ছিল ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট, আলমডাঙ্গা।এর সাথেই অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত দর্শনীয় স্থান কুমারী জমিদার বাড়ি।আজকের মিটআপে জেলা, উপজেলা প্রতিদিন,  কমিউনিটি ভলান্টিয়ার সহ আজীবন সদস্য উপস্থিত ছিল।


সকলের আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে আলমডাঙ্গা উপজেলা টিম সামনে আরও এগিয়ে যাবে এবং স্যারের শিক্ষা কার্যক্রম সমস্ত গ্রাম পর্যায়ে পৌছিয়ে যাবে ইনশাআল্লাহ। 


পরিশেষে শ্রদ্ধেয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সম্মান জানায় আজ স্যারের শিক্ষা নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারছি।স্যারের জন্য মন থেকে সব সময় দোয়া থাকবে এবং নিজেও শেখার জন্য আজীবন লেগে থাকব।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।