See More Post

ফরিদপুর জেলার মাসিক অনলাইন মিটআপ



"সোনালী আঁশে ভরপুর,ভালোবাসার ফরিদপুর।"

-এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া।

আজ ফরিদপুর জেলার মাসিক অফলাইন মিট আপ ছিলো

তারিখ- ২৭.১০.২৩ 

সময়-বেলা ৩.০০মিনিট

স্থান-ধলার মোড়।


দুপুরের পর পরন্ত বিকেল গড়িয়ে এক পলকে সন্ধ্যা হয়ে গেল এক ঝাক উদ্যোমি  তরুন উদ্যোক্তাদের সাথে পদ্মার পাড়ে ধলার মোড়ে,আসলেই অফ লাইন মাসিক মিটআপ এ না থাকলে কেউ বুঝবে না এর গুরুত্ব। 

সেশন চর্চা ক্লাসে সবার সাথে প্রতিদিন কথা হলেও মাসে একটা অফলাইন মিট আপ জরুরি। 

দিনটি ছিলো উপভোগ্য ও শিক্ষনীয়।


আলোচনার বিষয়বস্তু-

১.পরিচিতি পর্ব,

২.সংগঠনকে আরো গতিশীল করার দিকনির্দেশনা, 

৩.উদ্যোক্তা জীবনের নানা সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান।


আজ যারা ভালবেসে উপস্থিত হয়ে মিটআপকে প্রানবন্ত করে তুলেছিলেন সকলের কৃতজ্ঞতা এবং শুভকামনা। 

আশা রাখি আগামীতেও সবাই উপস্থিত থেকে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবেন।


Saiful Islam Maruf Md Muzahid Mina Asad Rahman KhaiRun NeSa Anik Ahmed Deloar Hossin Sultan Dowla Md Abul Khair Rafin Yasar Nayem Hosain Al-Amin

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।