NRB KUWAIT
শৃংখলায় একধাপ এগিয়ে…
#কুয়েত_টিমের মাসিক মিটআপ । কুয়েত সিটি “সুক
মিসিলা” গ্রাউন্ড ফ্লোরে অনুষ্টিত হয়ে গেল কুয়েত টিমের
মাসিক মিটআপ। এতে অংশগ্রহণ করেন কুয়েত টিমের
সকল দায়িত্বশীল,ভলান্টিয়ার ও সদস্যবৃন্দ ।
দায়িত্বশীল সকলে বক্তব্যে ও আলোচনায় কুয়েত টিমের
সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। প্রিয় মেন্টরের
শিক্ষা ও ফাউন্ডেশন কে কুয়েতের সর্বত্র পৌছাতে সকলে
নতুন উদ্যমে কাজ শুরু করার কর্মপরিকল্পনা করেন ।
পরিশেষে সকলে প্রিয় মেন্টরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা
প্রকাশ করেন। প্রিয় ফাউন্ডেশনের শিক্ষায় কুয়েত টিম
বিশ্বের সেরা টিম হিসেবে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।