See More Post

ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ্ অনেক বড় কিছু পেয়েছি যার কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবেনা।

 🌺🌺 জীবনের গল্প 🌺🌺

আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ও ভালো আছি।
আজ প্রিয় ফাউন্ডেশনের প্রিয় ভাই, বোনদের  সাথে আমি আমার জীবনের গল্পটা শেয়ার করতে আসলাম ।
আশাকরি সবাই ধৈর্য্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত  আমার জীবনের গল্পটা পড়ার অনুরোধ রইলো।

   
🌺প্রথমে কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে আমাকে এত সুন্দর পৃথিবীতে পাঠানোর জন্য।

🌿প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমার সশ্রদ্ধা  সালাম। যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য লাভ করেছি।

🌿সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার বাবা মায়ের প্রতি যাদের উছিলায় এই সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য হয়ছে আমার।


🌿  জীবন কখনোই মসৃণ হয় না। প্রতিটি জীবনই উত্থান পতনের মধ্য দিয়েই এগিয়ে যায়। যা আমরা গল্প আকারে বলি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।

🌿জন্মঃ
ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলা, পাঠাননগর ইউনিয়ন মধ্যেম শিলুয়া গ্রামে পাটোয়ারী বাড়িতে আমার জন্ম।

❤️ বাবা ❤️

আমার প্রথম ভালোবাসা ও আদর্শ আমার বাবা। বাবার আদর্শেই আজও  পথ চলার চেষ্টা করি। বাবা ছিলেন সৎ এবং পরোপকারী মানুষ। মানুষের সম্মান এবং বিশ্বাস নিয়েই ছিলো বাবার পথচলা। বাবা সরকারী চাকুরীজীবি ছিলেন, (ভুমি অফিসার)। বাবা আমাদের ৫ ভাই, বোনকে লেখা, পড়া শিখিয়ে বড় করেছেন এবং বোনদের বিয়ে দিয়েছেন। কিন্তু বাবার জন্য আমাদের কিছুই করা হয়নি, মৃত্যুর সময় একবুক কষ্ট নিয়ে স্ট্রোক করে  বাবা দুনিয়া ছেড়ে,  আমাদের ছেড়ে চলে যান 😥 ২০২১ সালে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন) বাবাকে ভুলে থাকা ও বিষণ কষ্টের। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন🤲,  আল্লাহ্ যেনো আমার বাবাকে জানাতের উচ্চ মর্যাদা দান করেন,  আমীন।

💖আমার প্রিয় মা💖

ইহকাল ও পরকালের জান্নাত আমার মা। আল্লাহর কাছে শুকরিয়া  আমার জান্নাত এখনো আমাকে ছায়া দিয়ে যাচ্ছেন। মা ছাড়া ধরণীর কেউ হয়তো সন্তানের কষ্ট বুঝেনা। তাইতো এখনো মা'ই ছায়া আছেন মাথার উপর। আল্লাহ্ আমার মমতাময়ী মা'কে সুস্থতার  সাথে নেক হায়াত দান করুক,, আমীন। সন্তান হয়ে মায়ের স্বপ্ন পূরণে কতটুকু সফল হবো জানিনা। আল্লাহ্ চাইলে সবি সম্ভব, আমি এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি। সবাই আমার মায়ের জন্য দোয়া রাখবেন🤲

💢 শৈশব ও কৈশোরঃ
৫ ভাইবোনের সবার ছোট  হওয়ার কারনে খুবই আদরের ছিলাম। ছোটবেলা থেকেই আমি ,  খুব দুষ্ট, বদ মেজাজী স্বভাবের ছিলাম যার জন্য সবাই আমাকে  নিয়ে  ভীষণ চিন্তিত থাকতেন। আমি গান পাগল অদ্ভুত সেই ছেলেটা ছিলাম, গায়ক হওয়ার অনেক ইচ্ছে ছিলো প্রিয় ব্যান্ড গুলো ওয়ারফেজ, ভাইকিংস, অর্থহীন, শিরোনামহীন,নগর বাউল, ফিডব্যাক, ডিপারেন্ট টাচ ইত্যাদি। তাদের  গান নিয়ে, কনসার্ট নিয়ে অনেক পাগলামি আছে।

🌿🌺শিক্ষা জীবন :
পড়ালেখায় আমি ছিলাম একেবারেই অমনোযোগী,  আমি ব্যাস্ত থাকতে পছন্দ করতাম গান, সিনেমা, ঘুরতে  এসব নিয়ে, সাইকেল চালিয়ে কোথায় থেকে কোথায় চলে যাইতাম, নিজেও জানতামনা। বাবার অধিক সুনাম এবং সম্মান থাকায় সে সুবাদে এলাকায় খুবই পরিচিত ছিলাম। আমার নামে সবসময় বাবার কাছে অভিযোগ জমা থাকতো, স্কুল থেকেও স্যাররা অনেক অভিযোগ করতো বাবা অনেক শাসন ও করতেন। কিন্তু কিছুতেই আমাকে ধরে রাখতে পারতেন না। যার ফলাফল আমি প্রথম বার এস,এস,সি তে ফেল করে বসি😒। অনেক বকা শুনতে হলো। দ্বিতীয়বার পরিক্ষা দিয়ে কোনোরকম পাস করি।  ফেনী সরকারি কলেজে ভর্তি হলাম। কলেজ রাজনীতিতে জড়িত ছিলাম ,  কিন্তু হঠাৎ করে  আমি পড়ালেখায় মনোযোগী হয়ে গেলাম,  তার কারণ ছিলো আমি ভীষণভাবে একজনের প্রেমে পড়ে গেলাম। কারো কথা না শুনলেও, তার কথা শুনতাম,  ফলাফল প্রথমবারে  এইচএসসি পাশ করতে সক্ষম হই, এবং  বি,এস,এস এ  ভর্তি হই ফেনী কলেজে। আগে জানতামনা কাউকে ভালবাসলে নিজেকে এতটা পরিবর্তন করা যায়। হঠাৎ অনেকদিন তার সাথে যোগাযোগ নাই,😢  একদিন ফোন করে বলল, তার বিয়ে হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিতে তাকে ভুলে যেতে।আসলে অনেক উত্থান পতন মধ্য দিয়ে গেছে আমার জীবন।
একটা মানুষই পারে একটা জীবন পাল্টে দিতে, তেমনটি আমার জীবনটা ও পুরোপুরি পাল্টে গেলো। ১ম দিকে ভালো  আর পরবর্তিতে সব পাল্টে গেলো। ভালোবাসা, বিশ্বাস, ভরসার জায়গাটা হারিয়ে গেলো আমার ভিতর থেকে। নিজেকে আর চাইনি এমন মায়ায় জড়াতে, যা শুধু কস্টই দেয়।

তারপর জীবনটা অন্যদিকে মোড় নিলো,  কলেজে আর যাওয়া হলোনা😔 চরম হতাশা যা কাউকে কিছুই বলতে পারিনি। পরিবারের প্রিয় মানুষগুলো আমাকে নিয়ে আবারও চিন্তিত হয়ে পরলো।

🌿🌻 নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে আমি ব্যবসা শুরু করলাম, শহীদ হোসেন বিপনী বিতানে "চেঞ্জ ফ্যাশন" নামে একটা গার্মেন্টসের পোশাক নিয়ে শো-রুম দিলাম।
সময় ২০০৯ - ২০১৩ এই চার বছর পর ব্যবসা হিসেব নিকেশ করে দেখি পায়ের নিচে মাটি নেই😢।

তারপর সিদ্ধান্ত নিলাম বিদেশ যাওয়ার। যা আজ আমার জীবনে আরেকটা ভুল ছিলো 😔।  যদি নিজের বিজনেসটার ভুল গুলো কোথায় ছিলো সেইগুলো  ইম্প্রুভ করে আবার শুরু করতাম এবং লেগে থাকতাম তাহলে আজকের এইদিন আমায় হয়তো দেখতে হতোনা😢। তবুও একটা কথাতো থেকেই যায় ভাগ্যের লিখন না যায় খন্ডন,, আমার নিয়তি আমায় টেনে নিয়ে গেলে " সাউথ আফ্রিকার মতো একটি দেশে যেটা আমার জন্য শুধুই কাল ছিলো😥।

যাইহোক "সাউথ আফ্রিকায় বড় ভাই থাকায় সেখানে পারি জমালাম। আলহামদুলিল্লাহ্ ভালোই চলছিলো সবকিছু, অতীতের সবকিছু ভুলে ঐদেশে ব্যবসা সহ সময়টা উপভোগ্য করার মতো কাটছিলো। নিজেকে ২০১৩- ২০২০ এর মধ্যে অনেক পরিবর্তন করেছিলাম।  ভাগ্যের কি নির্মম পরিহাস সুখ আমার বেশিদিন কপালে সইলো না😥।

২০২০ সালের ২ ফেব্রুয়ারি ঘটে গেলো আমার জীবনের সবচেয়ে  অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি😢😭
নিগ্রো ডাকাত দল আমার দোকানে হামলা করলো, আমি মাত্র মাগরিবের নামাজ পড়ে দোকান খুলে দাঁড়ালাম তারা একটার পর একটা গুলি করতে থাকে আমার গায়ে😢😭 ৪টি বুলেট আমার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেললো আমার শরীরকে,, 😢😭
কখনো ভাবিনি আবার সবার সামনে আমি আমার এই ঘটনাটি তুলে ধরতে পারবো। আল্লাহর অশেষ রহমতে আমাকে হাসপাতালে পাশের লোকজন নিয়ে যায়। হয়তো আল্লাহ্ হায়াত রেখেছেন তাই জানে বেঁচে গেছি। কিন্তু আমার স্পাইনাল কড মারাত্মক ভাবে ইনজুরি হয়, আমার দুই পা প্যারালাইজড হয়ে যায়।😭 দীর্ঘদিন রিহেবিলিটেশন সেন্টারে থেকে,  আমি দেশে ফিরি,  দেশে ৩ মাস সি,আর, পি চিকিৎসা নিয়ে তারপর ইন্ডিয়া যাই। কিছু ইম্প্রুভ হইছে, কিন্তু কাংক্ষিত ইম্প্রুভমেন্ট হয়নি।এখনো চরম আশা নিয়ে বেছে আছি, আমি আবার আগের   জীবনে ফিরে আসবো। 🤲

💢❤️ ফাউন্ডেশন থেকে পাওয়া : খুব কাছের একজন মানুষ থেকে এই ফাউন্ডেশনের খোঁজ পাওয়া,  তারপর এখানে যুক্ত হওয়া,  প্রথমদিকে বিরক্ত লাগতেছিলো,  তারপর যখন দেখলাম প্রিয় Iqbal Bahar Jahid স্যারের অসাধারণ সেশন গুলো, সেশন ভিডিও,  UTV লাইভ, ফাউন্ডেশনে ভালো মন মানসিকতা চর্চা,  এবং অনেক পজিটিভ মানুষ, সত্যি অবাক হয়েছিলাম।  কারন জীবন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে,  যেখানে পরিবার সমাজ সব কুলুষিত,  সেখানে একটা ফাউন্ডেশনে এতগুলো ভালো মানুষ পাওয়া,  অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। আর স্যারের সম্পর্কে আমি কি শব্দ ব্যবহার করব জানিনা,  শুধু এটুকু বলবো প্রিয় স্যারের মত মানুষ বর্তমান সমাজ, দেশের জন্য খুবুই প্রয়োজন। কারণ  অন্যকে নিয়ে চিন্তা করার মানুষের সংখ্যা আসলে খুবই কম।  স্যারের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করি। 🤲🤲

🌹🌹 ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ্ অনেক বড় কিছু পেয়েছি যার কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবেনা।  জীবনের এই দূর্বোহ দুঃসময়ে একজন মানুষ পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ্🤲।।।  আমার এই বিশেষ পাওয়া এই ফাউন্ডেশন থেকেই, যাকে পেয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। প্রিয় Iqbal Bahar Zahid  স্যারের কাছে আবার ও বিশেষ কৃতজ্ঞতা জানাই এই ভালো মানুষের পরিবার উপহার দেওয়ার জন্য, যার মাধ্যমে আমিও একজন ভালো মানুষ পেলাম জীবনসঙ্গী হিসেবে। ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা ❤️ প্রিয় Sajeda Khanam আমার জীবনে আশার জন্য💖 আসলেই  এই গল্প আলাদা করে লিখতে হবে  কয়েকটা লাইনে এর অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। তবে দুইজনেরি খুব ইচ্ছে ফাউন্ডেশন কে এগিয়ে নিতে কাজ করা,  সবাই আমাদের জন্য দোয়া করবেন।

🌱 উদ্যোক্তা/ ব্যবসা : দীর্ঘদিন হাসপাতালে থাকার কারণে আমি একটি খাবারের সাথে পরিচিত হই। আর সেটা হলো অর্গানিক খাবার বা "" নিরাপদ খাদ্য"" আর সেই সম্পর্কে আমি পুরোপুরি ধারণা পাই শ্রদ্ধেয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার এর কাজ থেকে। জানতে পারি নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে  আমরা অনেক স্বাস্থ্য সমস্যা সমাধান এবং নিরাপদ সুন্দর জীবন যাপন সম্ভব। কারণ বেশিরভাগ মানুষই অসুস্থ জীবন যাপন করছে, তার মূল কারণ হচ্ছে অনিরাপদ খাদ্য গ্রহণে। আলহামদুলিল্লাহ্ এটা নিয়ে কাজ করতে পেরে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। আলহামদুলিল্লাহ অফলাইনে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। কারকুমা ব্র্যান্ডের  সবগুলো পন্য আমার কাছ থেকে নিতে পারবেন। অন্য প্রোডাক্ট এবং আরো বিস্তারিত জানতে আমার পেইজ ভিজিট এর অনুরোধ রইলো  👉 Safe food - নিরাপদ খাদ্য।

🌿🌿🏵️ভবিষ্যৎ পরিকল্পনা: স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করা এবং মানুষ কে আরো  স্বাস্থ্য সচেতন করে তোলা,  মানুষের পাশে থাকা, ফাউন্ডেশনকে যেভাবে এগিয়ে নেয়া যায়, সে মোতাবেক কাজ করে যাওয়া। অগোছালোভাবে কিছু কথা লিখলাম সবাই ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলের কাছে আর্জী আমার জন্য দোয়া করবেন  সুস্থ থেকে যেনো মানুষের জন্য কাজ করতে পারি🤲।

সকলের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার গল্পটা পড়ার জন্য। ভালো থাকবেন আমার প্রিয় ভাই, বোনেরা❤️❤️


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯৬৯
তারিখ ১২-১১-২০২৩ ইং


কাফিল উদ্দিন পাটোয়ারী
ব্যাচ : ২০/১০১২৭১
জেলা : ফেনী।
উপজেলা : ছাগল নাইয়া।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।