উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী_উপজেলার প্রথম ফিজিক্যাল মিটআপ অনুষ্ঠিত হয়
Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনায় চলছে বাংলাদেশর সকল উপজেলায় উপজেলায় অনলাইন/অফলাইন মিটআপ। তারই ধারাবাহিকতায় আজকে কুড়িগ্রাম জেলার #ভুরুঙ্গামারী_উপজেলায় আমাদের #প্রথম_ফিজিক্যাল_মিটআপ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে অনলাইনে যুক্ত ছিলেন
ইবনে সাইম রানা ভাই
৪/১৪৭৩
কোর ভলেন্টিয়ার ও মডারেটর
সমন্বয়ক উপজেলা ও থানা এম্বাসেডর টিম
আশাকরি আমাদের এই উদ্যোগ কনটিনিউ চলমান থাকবে। এগিয়ে যাবে কুড়িগ্রাম জেলা টিম।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।