See More Post

দইয়ের রাজ্য বগুড়া জেলা টিমের আলোচনা সন্ধ্যা।

দইয়ের রাজ্য বগুড়া জেলা টিমের আলোচনা সন্ধ্যা।।


আমি তাকে চিনতাম না

তার নাম ও জানতাম না।।


নেটওয়ার্ক হলো প্রাণের ফাউন্ডেশনের খুব ই শক্তিশালী হাতিয়ার।।


আজ আমাদের বগুড়া জেলা টিমের ডিসেম্বর মাসের কর্ম পরিকল্পনা মিটআপ ছিল,

উপস্থিত ছিলেন আমাদের সকলের সুপরিচিত বগুড়া জেলার গর্ব, ধানমন্ডি জোনের সক্রিয় ভলেন্টিয়ার, ঢাকা জেলা অ্যাম্বাসেডর ও  মডারেটর প্রিয় Imran Hossain ভাই। সুপার একটিভ ভলান্টিয়ার জেলা এম্বাসেডর ও মডারেটর Nasrin Islam Rita আপু।


গতকাল কথা হয়েছিল, ভাই বলছিলেন আপু রবিবার সারাদিন বগুড়া থাকবো,,,আমি বললাম ঠিক আছে ভাই রবিবার বিকেলে দেখা হবে ইনশাআল্লাহ।।


আজ সকালে দেখি জন্মদিনের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে মোবাইল ময় নেট দুনিয়ায় 💕💕 শুভ জন্মদিন


চারিদিকে নবান্নের উৎসবের আমেজে খুশি যেন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে।।


অবশেষে দেখা হলো, আমাদের বগুড়া জেলা টিমের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও হলো, সবার সাথে সুহৃদ সম্পর্কের বিস্তার লাভ করলাম, অনেক বেশি ভালোবাসা বগুড়া জেলা টিমের জন্য, আলহামদুলিল্লাহ।


অনেক বেশি কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid  স্যার। 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।