See More Post

জয়পুরহাট জেলার ঈদ পূর্ণমিলনী ও মাসিক মিটআপ।

ঈদের দ্বিতীয় দিন জয়পুরহাট  জেলা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও মাসিক মিট আপ আয়োজন অত্যন্ত চমৎকার ও সাফল্যমন্ডিত ছিল আলহামদুলিল্লাহ। 



উক্ত মিট আপে পন্য প্রদর্শনী ছিল এবং নিরাপদ খাবার পরিবেশন, চমৎকার একটা গেম এবং পরিশেষে দুপুরে লাঞ্চ মধ্য দিয়ে আমাদের ঈদ পূর্ণমিলনী ও মাসিক মিটআপের সমাপ্তি হয়। 


 উক্ত মিটআপে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি নতুনরাও অনেক উৎসাহিত হয়েছে আলহামদুলিল্লাহ  


 অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, "নিজের বলা মত একটা গল্প ফাউন্ডেশন"ওনার জনাব, Iqbal Bahar Zahid প্রিয় মেন্টর প্রতি। এতো সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য। প্রিয় মেন্টর আমাদের জয়পুরহাট জেলার সকল উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি আপনার সহযোগিতা ও উৎসাহ একান্ত্যকাম্য।


 উক্ত মিটআপকে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি, ওয়াহিদা খানম আপু ও দেওয়ান গোলাম মওলা,সদর উপজেলা এম্বাসাডর মো:মনিরুজ্জামান ও ঝর্না আকতার এবং পাঁচবিবি উপজেলা এম্বাসাডর সালমা খাতুন আপু এবং নতুন ও পুরাতন সদস্যগন সকলের প্রতি অশেষ ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞ। সকলের সফলতা কামনা করছি। 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।