#একটা_সময়ে_এমনও_আপনার_মনে_হতে_পারে_যে_এই_কাজে_আর_সফল_হওয়া_সম্ভব_নয়। #তখন_আবার_নতুন_কোন_স্বপ্ন_নিয়ে_শুরু_করবেন__কিন্তু_স্বপ্ন_দেখা_বন্ধ_করা_যাবে_না_কখনো।
প্রিয় স্যার প্রতিদিন আমাদের জন্য সেশন দেন যাতে আমরা সেই সেশন থেকে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
তেমনি স্যারের একটা সেশনের এই অংশ থেকে যে শিক্ষা পেয়েছি তা বুকে ধারন করেছি।
প্রথমে উদ্দোক্তা জীবনে পা রাখি মার্কেট থেকে কিছু থ্রি-পিছ এনে কিন্তু সুবিধা করতে পারছি না। যেহেতু অফ লাইনে সেল করি সেহেতু গ্রামের মানুষ মনে করে বাজার থেকে কমে দেই বলে আমার পন্যের চেয়ে বাজারের গুলো ভালো। আর যারাই নেই টাকা দেয় আস্তে আস্তে আমি এখনো আমার চালানের টাকাই উঠাতে পারি নাই। এই অবস্থা দেখে চিন্তা করলাম এটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে শুরু করতে হবে। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম যেই কাজ আমি নিজে যানি সেই কাজের উপরে পণ্য নিয়ে। শুরু করার পর আমি আমার শরীয়তপুরের জন্য অফার দিলাম যে শরীয়তপুর সদরে হলে ডেলিভারি চার্জ ফ্রি এবং যে প্রথম নিবে তার কাছ থেকে আমার কস্টিং ছাড়া কোন লাভ নিবো না।
তো কিছুদিনের মধ্যেই একটা হিজাবের ওর্ডার পেলাম যে ওর্ডার করেছে সে এই ফাউন্ডেশনেরই সদস্য এবং কি আমি নিজেই তাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিয়েছিলাম। সে এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকেই আমার সাথে মুটামুটি ভালো সম্পর্ক।
ক্রেতাঃ আপু আপনার কাছে যে কয়টা হিজাব আছে আমাকে ছবি দেন।
আমিঃ আচ্ছা, পাঠিয়ে দিয়ে ওকে মেসেজ করলাম।
ক্রেতাঃ আপু এস কালারের দুইপাশে কাজ যেটা, সেটা আমাকে দিবেন।
আমিঃ আচ্ছা, তুমি কবে নিবা?
ক্রেতাঃ আপনি যেদিন দেন সেদিনই নিবো। আচ্ছা আপু আপনার বিকাশ নাম্বার দিন টাকা পাঠিয়ে দিচ্ছি।
আমিঃ আরে এখন টাকা দেওয়া লাগবে না,যখন হাতে পাও সেদিনই দিও।
ক্রেতাঃ বল্লো আপু না আগে টাকা দিয়ে দিবো পরে যেদিন নেই নিবো। এই বলে টাকা পাঠিয়ে দিলো।
আমিঃ তার কিছুদিনের মধ্যেই সদরে গেছি,যাওয়ার আগের দিন ওকে নক করলাম যে আমি কালকে সদরে আসতেছি যদি পারো মিট কইরো।
ক্রেতাঃ আচ্ছা আপু আপনি কল দিয়েন চেষ্টা করবো।
আমিঃ আমি একটা কাজে গেছি যাওয়ার সময় সাথে হিজাব নিয়ে গেছি, ওর বাসার পাশেই কাজ ছিলো ওকে কল করলাম তুমি আসো।
ক্রেতাঃ আপু আপনি বাসায় আসেন, আমি একটু ব্যস্ত আছি। লাঞ্চের সময় আসেন ১ কাজে ২ কাজ হয়ে যাবে, লাঞ্চ করে যাবেন।
আমিঃ না বোন আমি তো কাজে আসছি সাথে লোক আছে আসতে পারবো না।
ক্রেতাঃ আচ্ছা আপু কাজ করেন, অন্য দিন নিবো সমস্যা নাই।
আমিঃ আচ্ছা শুক্রবার কল দিবো সময় পেলে আইসো।
ক্রেতাঃ আচ্ছা আপু।
আমিঃ শুক্রবার সকালে ওকে কল করলাম।
ক্রেতাঃ আপু আমি তো বেরাতে আসছি আজ পারবো না।
আমিঃ তার পরের সপ্তাহে বৃহস্পতিবার কল করলাম, আমি কালকে আসতেছি।
ক্রেতাঃ আচ্ছা আপু দেখা হবে।
আমিঃ শুক্রবার সকালে কল করলাম।
ক্রেতাঃ আপু আমি মার্কেটে আছি আপনি ওখানে আসেন।
আমিঃ না বোন তুমি কলেজের সামনে আসো, আমার সাথে দেখা করতে কলেজে একটা আপু আসবে তাই পারবো না।
ক্রেতাঃ আচ্ছা আপু, আপনি পরিক্ষা শেষ করেন আমি ঠিক ৫ টায় কলেজ গেইটে থাকবো।
আমিঃ পরিক্ষা শেষ করে মোবাইল ধরেই দেখি কল দিছিলো। পরে আমি আবার কল দিলাম।
ক্রেতাঃ আপু আমি তো কলেজ গেইটে আছি।
আমিঃ আচ্ছা দাড়াও আসতেছি।
ক্রেতাঃ আচ্ছা আপু।
আমিঃ গিয়েই দেখি দাড়িয়ে আছে যদিও মুখ বাধা তবুও চিনতে ভুল হয় নাই।
ক্রেতাঃ আসসালামুয়ালাইকুম আপু,কেমন আছেন?
আমিঃ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ্, তুমি?
ক্রেতাঃ আলহামদুলিল্লাহ্, আপু আমি তো আপনারে কোনদিন দেখি নাই,তবুও চিনে ফেল্লাম।
আমিঃ হুম আমিও কেমনে চিনলাম?
ক্রেতাঃ আপু চলেন কিছু খাবেন?
আমিঃ না বোন আমার তো দেরি হয়ে যাবে, ৫ টা বেজে গেছে বাসায় যেতে যেতে ৭ টা বেজে গেছে।
ক্রেতাঃ আচ্ছা আপু আমারো কাজ আছে, অন্যদিন কথা হবে।
আমিঃ ধরো তোমার হিজাব, বাসায় গিয়ে দেখে বইলো কেমন হইছে?
ক্রেতাঃ আচ্ছা, আপু এই প্যাকেট টা ধরেন আপনার জন্য ছোট্ট গিফট।
আমিঃ কি আর করবো নিলাম, নিয়েই বিদায় নিলাম অন্য একদিন মিট করবো বলে।
ক্রেতাঃ আচ্ছা আপু আপনি আবার আসার আগে কল দিবেন দেখা হবে এবং কথা হবে।
আমার বিক্রি করেছি ঠিক কিন্তু অনেক আনন্দ পেয়েছি ক্রেতা আমাকে গিফট করছে। আমার হিজাব পেয়ে ক্রেতাও অনেক খুশি,বলছে আপু আপনার কাজ অনেক সুন্দর। সবাই আমার এবং আমার ক্রেতার জন্য দোয়া করবেন।
সর্বশেষ বলবো আমি যদি প্রিয় স্যারের এই ফাউন্ডেশন না পেতাম তাহলে প্রথমত তো শুরু করতে পারতাম না দ্বিতীয়ত শুরু করার পরে যখন ভালো সেল হচ্ছে না তখন দৈর্য হারিয়ে আমি আমার উদ্দোগ/ব্যবসা বন্ধ করে দিতাম।
স্যারের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। দোয়া ও ভালোবাসা প্রিয় স্যার। যাদের স্বপ্ন আছে কিছু করার শুরু করে দিন, শুধু শুরু করলেই হবে না, দৈর্য নিয়ে লেগে থাকুন স্যারের বানী গুলো বুকে ধারন করে। তবেই দেরিতে হলেও সফলতার মুখ দেখতে পাবেন।
আল্লাহ হাফেজ।।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২০/১১/২০২১ ইং
জান্নাতুল ফেরদৌসী
কমিউনিটি ভলান্টিয়ার
টপ ২০ ক্লাবের সদস্য
সোশাল মিডিয়া ফিডব্যাক টীমের সদস্য।
ব্যাচঃ১৩
রেজিনং-৫৪৭১১
সখিপুর,শরীয়তপুর।
কাজ করছি শাড়ি, থ্রি-পিছ, নিজস্ব ডিজাইনে নিজের হাতেই কাজ করা ওয়ান পিছ(কামিজ) এবং কাজ করা হিজাব নিয়ে।
ওনার ওফ:- Dream's Target.
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।