#গল্পে _গল্পে_সেল_পোষ্টঃ
আমাদের দুই বান্ধবী গল্পঃ
#সুমি এবং আমি লুবাবা তুল জান্নাত।
আমি আমার বান্ধবী সুমি আমরা দুজনে একসাথে পড়াশুনা করতাম । হঠাৎ একদিন কফিসপে, দেখা হয়ে গেল সুমির সাথে, তারপর শুরু হলো না বলা জমে থাকা অনেক অনেক কথা। সুমি অতি আনন্দে কান্না করে দিল, বলতে শুরু করলো দোস তোমার ফেসবুক আইডিটা দাও। সবসময় যোগাযোগ রাখার জন্য আমার ফেসবুক ফ্রেন্ড হয়ে নিল সুমি। কিছু সময় আনন্দ আড্ডা শেষ করে বাসায় ফিরে আসি । তারপর ও আমার ফেসবুক প্রোফাইল দেখে অবাক হয়ে গেলো সুমি। আমাকে জিজ্ঞাসা করলো ,লুবাবা তুমি কি কোন চাকরি করো? তোমার ফেসবুক দেখি, নিজের বলার মতো একটা ফাউন্ডেশন লেখা অনেক ভালো লাগলো এবং একটু ভিন্ন রকম দেখলাম,কমিউনিটি ভলেন্টিয়ার, তোমার ফেসবুক প্রোফাইল দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম, এগুলো
দেখে মনে হলো তুমি মনে হয়, অনেক বড়ো একটা চাকরি করো। তারপর আমি বললাম,না আমি চাকরি করি না। বাট আমি একজন উদ্যোগতা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের
শিক্ষা নিয়ে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শুরু হয়। এবং আমি একজন ভালো মানুষ হয়ে বেচে থাকার প্রতিজ্ঞা করছি এবং অনেক কিছু শিখতে পারছি। প্রিয় স্যারের
সফতনামা প্রতিদিন একবার পড়ি। আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এমন একটি শিক্ষনীয় ফাউন্ডেশন যা কখনো বই পড়ে শিখা যায় না।
সুমিঃ জিজ্ঞেস করলো,
আচ্ছা লুবাবা, ব্যাবসা করো তাইতো,
আর উদ্যোক্তা কি?
আমি,লুবাবাঃ
উদ্যোক্তা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এমন পণ্য বা সেবা তৈরি করেন যে বিষয়ে আগে কেউ কখনো ভাবেনি। পুরানো কোনো ব্যবসাও নতুন আঙ্গিকে শুরু করাকে এবং নতুন কোনো পণ্য বা সেবাকেই মূলত আমরা উদ্যোগতা বলি।
সুমিঃ আচ্ছা লুবাবা তোমার তো সব কিছুই আছে, দুলাভাই সরকারি চাকরিজীবি তাহলে তুমি এখন উদ্যোক্তা হতে চাও কেন?
লুবাবাঃ আমাদের প্রতিটি মেয়েদের জীবনে ছোট পরিসরে হলেও উদ্যোক্তা হওয়া ভালো । যেখানে নিজের পরিচয়ে পরিচিত হওয়া যায়। নিজেকে মানবসেবার
পাশাপাশি একজন গর্বিত উদ্যেগতা বলে তুলে ধরা যায়।
সুমিঃ আচ্ছা লুবাবা তোমার এই উদ্যোগ কতো দিন ধরে এবং তুমি কি, কি নিয়ে কাজ করো ?
লুবাবাঃ উদ্যেগতা স্বপ্নটা সেই ছোট বেলা থেকেই, যেখানে
মায়ের সাথে নকশী কাঁথার হাতের কাজ শিখি। আমার স্বপ্নের শুরু নকশী কাঁথা এবং মেয়েদের পোশাক আইটেম নিয়ে কাজ করি।
সুমিঃ আচ্ছা লুবাবা তুমি এই প্রোডাক্ট গুলো কিভাবে বিক্রি করো,
লুবাবাঃ বর্তমান ডিজিটাল যুগে আমার দেখা অন্যতম একটি ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে, সেখানে ৫ লাখ ভালো মানুষ আছে ।
সেখানেই রয়েছে আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা।
সুমিঃ আচ্ছা লুবাবা তোমার ওই ফাউন্ডেশনে কি, কি
সুযোগ সুবিধা রয়েছে। আমি কি একটু জানতে পারি?
লুবাবাঃ অবশ্যই দোস, আমাদের ফাউন্ডেশনে রয়েছে,
নিজের একটি সঠিক পরিচয়। সবার মধ্যে রয়েছে
একজন ভালো মানুষের পরিচর্যা, সেখানে কোন
নেগেটিভিটি নেই, আমরা সবাই পজেটিভ। প্রতি দিন
রয়েছে স্যারের একটি করে সেশন সম্পুর্ন বিনামূল্যে, যেখানে জীবন পাল্টে দেওয়ার মত কিছু লেখা থাকে, এবং রয়েছে জীবনে বুক ফুলিয়ে বেঁচে থাকার জন্য একটি সফতনামা।
সুমিঃ কি বলিস দোস এতো সুযোগ সুবিধা তোর কথা শুনেই আমি কিছু একটা পরিবর্তন তোর মধ্যে বুঝতে পারছি।
সুমিঃ আরো একটি বিষয় শুনলে তুই অবাক হবি,
আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের,
প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের উদ্যেগে
পৃথিবীর মাঝে সর্বপ্রথম, প্রতি মঙ্গলবার অনলাইন একটি হাট বসে, সেখানে আমরা সবাই দুর-দুরান্ত থেকে সবার
প্রোডাক্ট নিয়ে উপস্থিত হই। আলহামদুলিল্লাহ সেখানে সেল ও অনেক ভালো হয়।
সুমিঃ তোর কথা শুনেই আমার একটু হাসি পেল,
অনলাইনে হাট, আসলেই আমি অবাক, কিন্তু আমার হাসিটা এলো তোর এই খুশির সংবাদ শুনে। সেই ছোট বেলা থেকেই কেন জানি মতো হাটের আনন্দ ফিল করতে
কিন্তু আজ ও অব্দি যাওয়া হয়নি মেয়ে বলে।
লুবাবাঃ আরো জানিস, আমাদের হাট থাকে
সারাদিন, নেই হরতাল, নেই জড় নেই বৃষ্টি
যেখানে রয়েছে শুধু নতুন নতুন করে বেচাকেনার সৃষ্টি।
সুমিঃ আচ্ছা তাহলে তোদের হাটে কিভাবে যাব,
লোকেশন/ ইনফর্মেশন থাকলে একটু দিবি আমার ও
অনেক সখটা একটু ঘুরে দেখে পুর্ন করতাম। আবার অনেক দিন হয়ে গেল আমার ও কিছু থ্রিপিস কিনতে হবে। তোর দুলাভাই একদমই ব্যাস্ত থাকে বাহিরে যাওয়ার সময় উঠে না।
লুবাবাঃ আগামী ২৩/১১/২০২১ মঙ্গলবার
আমাদের হাটের দিন। বাসায় চলে আয়, আমার
বানানো কিছু থ্রিপিস ও দেখে যাবি এবং দুই বান্ধবী মিলে
একসাথেই হাটে ঘুরা ঘুরি করে আনন্দের সাথে কিনব।
সুমিঃ তুমি তো থ্রি পিস বিক্রি করো ? নকশী কাঁথা বিক্রি কর,এর পাশাপাশি শীতের আর কিছু আছে।
লুবাবাঃ হ্যাঁ আমি থ্রি পিস সেল করি এবং অনেকের অনুরোধে বাচ্চাদের শীতের পোশাক ও নিয়ে এসেছি।
আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি।
সুমিঃ তাহলে তো ভালোই হলো আমার বাহিরে থেকে
আর কেনাকাটা লাগলো না,তোমার থেকে সব কেনাকাটা করবো ঠিক আছে লুবাবা আমি আসবো।
লুবাবাঃ ওকে এসো তাহলে। তোমার দাওয়াত রইলো
দুই বান্ধবী আনন্দের সাথে খাওয়া দাওয়া করে
আমাদের মঙ্গলবার হাট থেকে কেনাকাটা করবো।
সুমিঃ আচ্ছা লুবাবা আসতে পারি আমার একটা কথা রাখতে হবে তোমার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আমাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে।
লুবাবাঃ আরে দোস কি বলিস, এটা আবার বলতে হয়।
তুই রেজিস্ট্রেশন করবি সেটা তো আমার জন্য আরো ভালো। দুজন মিলে একসাথে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থাকবো।
সুমিঃ আমার কি সব টাকা পয়সা নিয়ে আসতে হবে,
আরে দোস্ত না, পছন্দ হলে হাতে পেয়ে টাকা দিস।।
লুবাবাঃ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই ও বোনদের কাছে আমি ও আমার
বান্ধবী সুমির জন্য অনেক অনেক দোয়া চাই।
ভালবেসে যেন আজেকের হাট দুজন মিলে
আপনাদের সাথে সুন্দরভাবে উপভোগ করতে পারি।
এবং আজ থেকে আমার বান্ধবীকে নতুন করে
১৬ তম ব্যাচে রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারি।।
আমার গল্পটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন দুই বান্ধবীর
বন্ধুত্ব যেন অটুট থাকে সারা জীবন।
আবারো ধন্যবাদ সবাইকে ❣️।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৭৯
Date:- ২০/১১/২০২১ ইং
☘️লুবাবা জান্নাত
☘️কমিউনিটি ভলেন্টিয়ার
☘️ব্যাচ 14
☘️রেজিষ্ট্রেশন 65102
☘️জেলা ফরিদপুর
☘️কাজ করছি মেয়েদের বিভিন্ন রকম ডিজাইনার ড্রেস ও নকশিকাঁথা নিয়ে।
☘️আমার পেজ Needle Craft Faridpur
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।