See More Post

>বদলে যাওয়ার গল্প >>ঘুরে দাঁড়ানো গল্প ♦পর্ব০৪-(শেষ পর্ব)♦

"আসসালামু আলাইকুম"
♥ইকবাল বাহার জাহিদ স্যার♥
♥নিজে বলার মত একটা গল্পের ভাই/বোনেরা সবাই কেমন আছেন?
সবাইকে অনেক ধন্যবাদ জানাই
যারা শুরু থেকে আমার বাস্তব জীবন থেকে নেওয়া এই ৪পর্বের গল্পের সাথে ছিলেন,
সবার জীবনে একটা গল্প থাকে
সেই গল্পে থাকে সুখ,দুংখ,হাসি,কান্না,
একপেশে গল্প খুব কম মানুষেরই হয়.
>>>মূল বিষয়
..গত পর্ব থেকে শুরু..
২য় বার যখন জ্ঞান ফিরে পাই তখন ইর্মাজেন্সিতে নাকে মুখে পাইপ অক্সিজেন হাত পা ব্রেডের সাথে বাধা
পরে জানতে পারি বেচারা রিক্সাওলা সহ তিন জনই এ প্রথিবীতে নেই,
আমি স্বাভাবিকভাবে বাঁচতে পারবো এমন বিশ্বাস ছিলোনা অনেকের,
সত্যি বলতে আমি নিজেও ভেবে নিয়েছি এ বুঝি আমার অসহায়ত্ব জীবন শুরু
অনেকটা বাংলা সিনেমার গল্পের মত
অবহেলা আর করুনার জীবন কেমন হবে এ দৃশ্য জেনো আমার চোখে মুখে ভেসে উঠছে
সেইসাথে চাপাকান্না নিজের ভেতরটা তচনচ করে দিচ্ছে,
শুরুটা তেমন না হলেও সময়ের ব্যবধানে কল্পনার অশুভ বাস্তবতার কাছে নিজেকে
হারমানতে হয়েছে আরো কঠিন শব্দে,
আপন পর কেউ বাদ যায়নি এই সরে যাওয়ার মিছিলে যোগ দেয়নি
এ জেনো অপরিহার্য হয়ে গেছে সবার নিজেকে আড়াল করে নেওয়ার,
সময়ের সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ
তাই নিজেকে সেই সময় আবেগী নয়,
বাস্তব মেনে নেওয়া জন্য
কঠিন চেলেঞ্জ মোকাবেলায় মনকে শক্ত রেখে নিজের দৃঢ়রূপে ফিরে আসার চেষ্টায় লড়াই করে গেছি অবিচল,
আলহামদুলিল্লাহ
সেই দুইমাস বাচা মরার লড়াই করার পর
আজ পযন্ত আমি সুস্থ
(বড় ধরেনের বিপদআপদ আমার হয়নি)এরপর আর পিছু ফিরে তাকাইনি শুধু ছুটে চলেছি এগিয়ে যাওয়ার পথে,
ইতিমধ্যে ৫ বছরের সংসারজীবন (৩১মাসের) এক সন্তানের (ছেলের)বাবা আমি,
এখনো অনেকে দেখে বলে তুমি ঠিক আছো? কোনো সমস্যা নেই তো?
আমি হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ দরবারে শুকরিয়া আল্লাহ আমাকে শুধু বাঁচিয়ে রাখেনি
বাঁচার মত বাঁচিয়ে রেখেছেন,
আমার মাধ্যমে আমি সহ ৫জনে কর্মসংস্থান করার তৌফিক দিয়েছেন,
এখন শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে হবেনা
সন্তানের জন্য কিছু করে যেতে চাই,
আর সেই ভাবনা থেকে এ গ্রুপের মাধ্যমে নতুন কিছু নিয়ে আগামীতে সবার মাঝে আসবো ইনশাআল্লাহ।
(এ গল্প এখানেই সমাপ্ত করছি
সবাই দোয়া করবেন)


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 128 Date: 02.02.2020
মো:ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজিষ্ট্রেশন নং-২৯৫৫
শ্রীপুর -গাজীপুর
জন্মস্থান কুমিল্লা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।