See More Post

সৎ সাহস থাকলে সব কিছুই সম্ভব

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন

আজকে আমি একটি অন্যরকম টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম।
যেটা থেকে আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি।আমি ব্যক্তিগত ভাবেও এটা থেকে অনেক কিছু শিখতে পারছি।
বিষয় টি হচ্ছে, আমার একজন খুব কাছের পরিচিত মানুষ। তিনি একটি সুনামধন্য কোম্পানিতে ইনচার্জ হিসাবে কর্মরত আছেন,প্রতিমাসে ৪৫,০০০/- টাকা সেলারি পান,কিন্তু কোম্পানি টানা ৩ মাস সকল স্টাফদের বেতন আটকে রাখছে, তারউপর আবার উনার প্রতিদিন ৯-৫ টা পরাধীন ডিউটি করতে ভালো লাগেনা,সেজন্য বিজনেস করতে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু উনার কাছে এই মূহুর্তে ইনভেস্ট করার মতো বেশি টাকা ও নেই।আমি উনাকে এটা বুঝাতে সক্ষম হয় কোন কাজই ছোট না, সব কিছুই ছোট থেকে শুরু করতে হয়।যেমন আপনি পরালেখা শুরু করেছিলেন "প্লে" শ্রেণী থেকে আস্তে আস্তে একদিন মাস্টার্স কমপ্লিট করেছেন, ব্যবসা জিনিস টা ও ঠিক এমনই একদম ছোট থেকে শুরু করে শিখতে শিখতে উপরে উঠতে হয়।এবং তাকে প্রথমে অল্প কিছু প্রডাক্ট নিয়ে রাস্তার পাশে বিক্রয় এর জন্য অনুরোধ করি।
মাত্র ২ দিন সময় নিয়ে তিনি আমাকে সিদ্ধান্ত দেন এটা করতে তিনি রাজি আছেন।
এতো সহজে মাস্টার্স পাশ একজন মানুষ, বড়ো কোম্পানির অফিসার এটা করতে রাজি হয়ে যাবেন শুনে আমিও খুবই খুশি হই এবং তাকে সব ধরনের সাহায্য করতে প্রতিশ্রুতি প্রদান করি।

আর তার জন্য ১০,০০০/- টাকা দিয়ে একটি ভ্যান, ও ৪০,০০০ টাকার মেয়েদের জুতা কিনে দেই। ৩ মাসের মধ্যে তিনি আমার টাকা ব্যবসা করে রিটার্ন করবে বলেও প্রতিশ্রুতি দেয়,আমিও সাথে আরেকটা শর্ত জুড়ে দেই, আর সেটা হচ্ছে তিনি তার মতো অত্যন্ত পক্ষে আরেকজন উদ্যোক্তা তৈরি করবেন।

প্রীয় ভাই ও বোনেরা আমি নিজেও এখন পর্যন্ত সফল ব্যবসায়ী না।কিন্তু চেষ্টা করে যাচ্ছি সমার্থ অনুযায়ী সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে, একটু ইচ্ছা আর সৎ সাহস থাকলে সব কিছুই সম্ভব।

আর আমরা ও উনার কাছ থেকে শিক্ষা নিতে পারি ও অনুপ্রাণিত হতে পারি। কোন কাজই ছোট নয়,সকল কাজ সম্মানজনক।

কাজকে বড়ো করে দেখি, তাহলে আমরাও একদিন বড়ো হতে পারবো।


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 133

Date: 07.02.2020

আরিয়ান হাসান তানভীর
ষষ্ঠ ব্যাচ
রেজিষ্ট্রেশন -৪৬৫৯
ডিস্ট্রিক্ট - গোপালগঞ্জ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।