See More Post

ভালোবাসা এমন একটি জিনিস,

,, ভালোবাসা,,
ভালোবাসা এমন একটি জিনিস, আমরা যদি গভীর ভালোবাসা দিতে পারি যে কোন কিছুতেই সুফল পাবোই।
*(১)আমাদের স্যার, আমাদেরকে ভালোবাসেন,মন দিয়ে।তাই উনি আজ সব দিক দিয়ে সফল আল্লাহর রহমতে।
*(২)আমরা যাহা কিছু করবো,পড়া লিখা,ব্যবসা,যে কোন কাজ,অন্তর দিয়ে গভীর ভাবে ভালোবেসে করবো,সফল অবশ্যই হবো।
*(৩)ভালোবাসা এমন এক জিনিস, যত বেশি দিবেন,তত বেশি পাবেন,তবে ক্ষেত্র বুঝে।
*(৪)ভালোবাসা আর যত্ন পাশাপাশি চলমান,ভালোবাসাযত্ন সহকারে আপনি আমি যাহা কিছু করবো ইনশাআল্লাহ সফল হবোই।
*(৫)ভালোবাসার বিপরীত দিকে আছে হেয়ালি অবজ্ঞা,অবহেলা, এ হেয়ালি যে স্তানে আছে সেখানে ভালোবাসা বা সফলতা আশা করা বোকামি।
কারন *কাজকে ভালো না বেসে হেয়ালি করলে সুফল নাই।মা,বাবাকে হেয়ালি করলে ইহকাল পরকাল কোনটি নাই।আপনজনকে হেয়ালি করলে ভালোবাসা নাই।
সব দিকে বিশ্লেষণ করলে গভীর ভালোবাসায় নিহিত আছে সুখ শান্তি সফল জীবন।
(১) স্যারকে ভালোবেসে অনেক অনেক কিছু শিখতে বুঝতে পারলাম যাহা জীবনে কাজে আসতেছে আরও আসবে মরন পযন্ত।
(২)গ্রুপকে ভালো বেসে অনেক অনেক ভাই,বোন পেয়েছি।যদিও আমার তেমন কেহ ছিল না।
(৩)গ্রুপের মাধ্যমে ভালো নেটওয়ার্ক পেয়েছি যাহা ব্যবসা,আপদ,বিপদ,যে কোন প্রয়োজনে আশা করি কাজে আসতেছে আরও আসবে।
(৪)ভালোবেসে লেগে থেকে সেদিন সেরা লিখা হলো আমার।
(৫)গ্রুপকে ভালোবেসে গতকাল টপ ২০ তে ১৬ নং স্তান পেলাম।
গভীর ভালোবাসার সুফল আসবেই আসবে।।
প্রিয় স্যারকে অন্তর থেকে সালাম জানিয়ে অনেক অনেক দোয়া করি স্যারের সপরিবারের জন্য।
সহপাঠীদেরকে শুভেচ্ছা জানিয়ে ভুল ক্ষমা চেয়ে
ধন্যবাদ জ্ঞাপনে
আমি।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 138 Date:14/02/2020
Mn.karim.
স্যারের একনিষ্ঠ ছাত্র।
৫ম ব্যাচ,
রেজিষ্ট্রেশন নং ৮০৪*
চট্টগ্রাম।
Shahidulkarim29@gmail

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।