See More Post

অনেকক্ষন ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম আমার বাল্যকালের কথা স্কুল জীবনের কথা

____স্বপ্ন সবাই দেখে,, তবে সবার সব স্বপ্ন পূরণ হয়না!কিছু মানুষ তার স্বপ্নের লক্ষ্য চুড়ায় পৌঁছাতে পারে! স্বপ্ন পূরণ করতে পারেন?
আর কিছু মানুষ  স্বপ্ন লক্ষ্য চুড়ায় পৌঁছাতে পারেনা, অধরাই থেকে যায় তাদের  স্বপ্ন। ______

     ___________কেন জানেন??__________
_____কারণ তারা স্বপ্ন দেখেছে ঠিকই কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেনি ! সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে কাজ করেনি,তারা স্বপ্ন দেখে খুশিতে ঘুমিয়ে পড়েছে! ঘুম থেকে উঠে দেখে ভোর হয়ে গেছে!  ভোর হওয়ার সাথে সাথে তারা  তাদের স্বপ্ন ভুলে গেছে!_______

_______আর যারা সত্যিকারের স্বপ্ন দেখে, তাঁরা মনের রঙের  তুলিতে! মনের ক্যাম্বাসে তার ছবি আঁকে, সেই স্বপ্ন ছবিকে বাস্তবে রূপান্তরিত করা পর্যন্ত, তারা ঘুমাতে পারেনা, সেই স্বপ্ন তাদেরকে ঘুমাতে দেয়না,,স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখি________

_______স্বপ্ন হচ্ছে সেটা যেটার মধ্যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্য পৌছানো পযন্ত আমাদের স্থীর থাকতে দেয় না, সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রমে ছুটে চলি নিদিষ্ট গন্তব্যের উদ্দেশে। 
আর, যে কোন স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য, পূরণে, সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হচ্ছে, শিক্ষা, জ্ঞানে গুনে, চরিত্রে, সততায়, বিশ্বস্ততায় কঠোর পরিশ্রমে  নিজেকে গড়ে তোলা।________ 

_______একজন___ইকবাল___বাহার-____

""আমার দেখায় এমন এক আয়না--
 যার প্রতিচ্ছবি তার প্রতিটা শিক্ষা সেশন গুলো হৃদয়ে ধারন করলে, নিজের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিভার বিকাশ সাধন করা যায়। এবং সফলতার চিত্র বিচিত্র নিজের ভেতরে দেখা যায়, এবং অনুধাবন করা যায়।

______একজন___ইকবাল___বাহার _____

""যার তুলনা ও গভীরতা মাপা যাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ১ থেকে ৯০ টি সেশন।
ইউ টিভি লাইভ সেশন,উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস প্রশিক্ষণ,
সুশিক্ষা, সু-সমাজ গঠন করা, উদ্যোক্তা তৈরি, অনলাইন ভিত্তিক ১০টা স্কিলস, ভলেন্টিয়ারিং, ইতিবাচক মানুষ, পজেটিভ মানুষ, মানবিক কাজ, মানবতার পক্ষে লড়াকু সৈনিক।
জনাব "ইকবাল বাহার জাহিদ স্যার"।

________একজন__ইকবাল__বাহার_____

""যিনি তৈরি করেছেন এমন এক প্ল্যাটফর্ম যেখানে ভালো মানুষের চর্চা হয় প্রতিনিয়ত। ভালো মানুষের চর্চায় প্রগতিশীল মঞ্চে সকলের সামনে বুক ফুলিয়ে বলতে পারে যে আমি একজন ভালো মানুষ।

______একজন__ইকবাল__বাহার____ 

""শত হতাশার মধ্যেও আশার আলো জাগিয়ে তুলতে পারে। ঘুমন্ত স্বপ্নকে উজ্জীবিত ও প্রস্ফুটিত করে বাস্তবে তার প্রতিফলন ঘটাতে পারে। জীবনে চলার পথে সাফল্য অর্জনের যে দুর্গম পথ পাড়ি দিতে হয়। সেই পথে থাকে নানা বাধা, ঝুঁকি ও অনেক পিচ্ছিল পথ, যেই পথে যেই মিশনে ঝরে যায় হাজার হাজার লক্ষ তরুণ-তরুণী। কেউ কেউ ব্যবসায় লস খেয়ে নিঃস্ব হয়ে যায়, যেনো জোয়ার এর গভীরতায় ও সাগর শুকিয়ে যায়। যেখানে আশার আলো নিভে গিয়ে ভীরু মন মানসিকতা তৈরি হয়। যেখানে হতাশার মাঝে জীবনের গল্পটি অন্ত ও সমাপ্তি টানে এবং রাতের আধারেও নিজেকে লুকায়। সেই সমস্ত তরুণ-তরুণীদের জন্যই আলোকবর্তিকা হয়ে এসেছেন।অজানাকে জানাতে অচেনাকে চেনাতে ও অদেখাকে দেখাতে, জীবন্ত কিংবদন্তি আজকের স্যার ইকবাল বাহার।

__________গল্পটাই_____প্রেম_______

দেখছি শিখছি আরো শিখবো -
এই প্লাটফর্মে যুক্ত হওয়ার আগে নিজের চলার ক্ষেত্রে দাম্ভিকতা, উগ্রতা, বদমেজাজী, ইগো ছিলো আমার প্রধান বৈশিষ্ট্য। যাদের সাথে আমি চলাফেরা করতাম তারা সব সময় আমার কথার দ্বিমত পোষণ করতে পারত না, আমি যা বলতাম এটাই ঠিক। আমার বিপক্ষে কেউ কোন কিছু বললে তার জবাব টা নেগেটিভ ভাবে দিতাম । এতে কি তার কষ্ট হবে সেটা চিন্তা করতাম না। তবে যারা আমাকে বুঝতে পারত তারা নিজেকে মানিয়ে নিতো। কিন্তু যারা আমাকে বুঝতে পারত না তাদের সাথে আমার ঝগড়া হয়ে যেত।

 ______একজন _ম্যাজিকম্যানের_ শিক্ষায়_  আমার  জীবনের _অনেকটা _পরিবর্তনের গল্প__

"রেট--লক-ডাউনে যখন ঘড়বন্ধি,হাজার বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ,নিহর ভাবনায় হিম-সিম খাচ্ছি, একান্ত সচরাচর বন্ধু  হাতের ফোনটা নিয়ে ঘাটাঘাটি,,হঠাৎ চোখ পড়ল আমার পোষ্টের একটা   কমেন্টের এর উপর। আমারএক জন বান্ধবী  আমার উদ্যোক্তা জীবনের  প্রংশসনীয়  সাধুবাদ জানিয়ে খুব সুন্দর একটা কমেন্ট করেছে,তার কমেন্টের  ভাষাগুলো পড়ে আনন্দে যেনো আমার চোখে পানি এসে গেল। আসলে বাবা-মায়ের বন্ধু  বান্ধবীদের অবদান আমার জীবনে সব চাইতে বেশি।

অনেকক্ষন  ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম আমার বাল্যকালের কথা স্কুল জীবনের কথা। স্কুলে  লেখা পড়া অবস্থায়  আমি উদ্যোতার  অনেক ধাপ পারিয়ে এসেছি,,কিছু  কষ্টে কিছু আবেগ,অনেকটা ভালো লাগা, মন্দলাগা সব কিছুর সংমিশ্রণ মনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে বুকের ভেতর টা নড়েচড়ে উঠলো,আনন্দে মুখরিত হয়ে চোখের কোনো পানি এসে গেল, আমার জীবনের সেরা মানুষ, আমার সেরা পথপ্রদর্শন, আলোর পথ দেখানোর শিক্ষকের মুখ-খানিআমার সামনে ভেসে উঠল। 

,____আমার __প্রাণের __শিক্ষক______
 ___জনাব __Iqbal -Bahar- Zahid__  স্যার___

""অন্তরের অন্তস্তল থেকে জানাই শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর সীমাহীন ভালোবাসা,,,,আমি তো আমার শিক্ষা জীবনে, প্রবাস জীবনে,কর্মজীবনে  অসংখ্য শিক্ষক,,অনেক সফল ব্যক্তিবর্গ  পেয়েছি তাহলে এতো  আপন মানুষ  থাকতে কেন আপনার নাম টি ভেসে আসল স্যার?কেনো আপনার কথা মনে পড়তে আমি আবেগ প্রবণ হয়ে যাই? মনচায় আপনার  সামনে  দারিয়ে একটা  স্যেলুট করি।আপনার কাছে আমারা ঋণী তবে ঠিক কতখানি ঋণী তা হয়তো আমারা  কোনদিন  আপনাকে   বুজিয়ে  বলতে  পারবনা

জীবনে  অনেক  কিছু  অর্জন  করেছি, সবার ভালোবাসা উৎসাহ অনুপ্ররেণা  মোটামুটি গ্রহণযোগ্য ছিলো বটে। তবে জীবনে চলার জন্য একজন আর্দশবান মানুষ হবার জন্য মানসিক /মানবিক শিক্ষার কোন বিকল্প নেই। আর সেই মহান শিক্ষাটা আপনার কাছ থেকে পেয়েছি প্রিয় শিক্ষক Iqbal Bahar Zahid স্যার।
আপনার সহনীয়তা  না পেলে হয়ত জানাই হতো না জীবন টা কতো রঙিন হতে পারে। ৯০ দিন টানা অনলাইন এ  আপনার সেশন ফলো করেছি,  প্রতিদিন ১/ থেকে  দেরঘন্টা আপনার  সেশন  নিয়ে আলোচনা    পরযোচলনা  করেছি,, আপনার ৬/৭ টা সেশন ই জীবনের মোড় গোড়ানোর জন্য যথেষ্ট ছিলো। আপনি আমাদের  কাছে একটা  বিষেস power যা এতোটা ই শক্তিশালী হতে পারে তা হয়ত আপনাকে   ভাষায়  লিখে  নবুঝানো দায়। আপনি আমাকে জীবন টাকে ভালোবাসতে শিখিয়েছেন, জীবনে নিজের প্রয়োজনীয়তা বুঝতে শিখিয়েছেন। আমার আজ আর  বলতে দ্বিধা নেই,  জীবনের সঠিক সংজ্ঞাটা    সহজ পথচলা  আপনি শিখিয়েছে স্যার।আমার কথা একটু বলি স্যার,হতাশার, স্রোতে হারিয়ে যাওয়া মানুষের দলে গা ভাসিয়ে দিয়েছিলাম,স্যার, সেখান থেকে এখন  ফিরে এসেছি আপনার  স্রোতের অনুকূলে টেনে নিয়ে আসা ক্ষমতার জোরে। একদল স্বপ্নবাজ  স্বপ্নহারা মানুষের দলে কে আপনি এক হাতে বয়ে নিয়ে যাচ্ছেন,সফলতার  দিকে,,,,,আপনার কোন সাপ্তাহিক/মাসিক/বাৎষরিক ছুটি নেই। আপনি আলোর মশাল হাতে আমাদের নিয়ে ছুটে চলছেন,  চিরচেনা  পথধরে ,,,এতো ঋণের বোঝা কোথায় রাখব স্যার। আপনি এতোটাই মহান যে আপনি কোন বিনিময় চান না। আমি অবাক হই  মাঝে  মাঝে  চরম বিনিময় প্রথার যুগে আপনার মতো নিস্বার্থ মানুষ ও আছে?দিনশেষে যার একটাই     চাওয়া   আমারা  যেন উদ্যোগতা  হই,,,নিজেদের  একটা  পরিচয়  তৈরীকরি,, অন্যের গোলামী ছেড়ে দিয়ে  নিজের  মনের শক্তি দিয়ে  নিজের  অবস্থান  তৈরী  করি,,আমাদের সঠিক  গন্তব্যে পৌঁছিয়ে দেওয়াই আপনার প্রাপ্তি............

যেদিন প্রথম আপনার   লাইফ ভিডিও  দেখতে পাই   যেদিন  থেকে  সেশন  গুলো  পড়তে শুরু  করি,,সেদিন থেকে নিজের ভেতরের  অদ্ভুত একটা পরিবর্তন টের পাই,,,এমন  দিনছিল যে স্বপ্ন পূরণ তো দূরের কথা স্বপ্ন দেখা টাই ভুলে গিয়েছিলাম    আজ সে স্বপ্ন পূরণের  শক্তি  সাহস সফলতা খুঁজে পাই আপনার সাহচর্যে এসে।   সবার  আগে  নিজেকে  যে ভালোবাসতে হবে তা বুঝতে পারি আপনার শিক্ষা থেকে,, আর ও বুঝতে শিখে জীবনের পজিটিভ থাকতে  হবে সবসমই........!

""আপনি তো আমাদের  প্রত্যেকের জীবনের ম্যাজিকম্যান। শুধু আমার নয় আমারই মতো লক্ষ তরুন -তরুণী স্বপ্ন যোগান দেন আপনি। আমার বিশ্বাস আপনার নিজ হাতে গড়া স্বপ্ন পূরণের ভুবন একদিন বিশ্বময় হবে। আপনার গড়া স্বপ্ন ভুবন নিয়ে আমরা আলোকিত হবো বিশ্বময়।এ প্লাটফর্ম এ যুক্ত হবার পর থেকে আপনার দেখানো পথে হেঁটে চলছি আর তৈরি করছি নিজের একটা পরিচয়। সাহস করে শুরু করে দিয়েছি উদ্যোক্তা জীবন, লেগে আছি আর বিশ্বাস একদিন সফলতা আসবে। হুম চলার পথে পড়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি তবে পরাজয় কে ভয় পাচ্ছি না।  কারণ আপনি সাহস,ভরসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে আপনি যে মানবিক কাজের দৃষ্টান্ত দিচ্ছেন তা বোধহয় ইতিহাসে বিরল, সাথে সাথে আমাদের ও তৈরি করছেন মানবিক বোধ সম্পন্ন মানুষ।  আসলে আপনাকে নিয়ে যতই লিখি না কেনো সে লেখা কখনো পরিপূর্ণ হবে না। 

 ___আজ লিখতে বসলাম ১২ তম ব্যাচের ৫২ তম সেশন নিয়ে প্রেম করে সময় নষ্ট না করে, কাজে মন দেন।৯/৫ টা ভুলে যান তাহলেই সফলতা আশবে।____

_________একজন__ইকবাল__বাহার______

আমার অনুপ্রেরণার আরেক নাম ইকবাল বাহার জাহিদ স্যার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে, স্বীকার করছি । "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি ভালোবাসার মলাটে সুরক্ষিত ও নিরাপদ আশ্রয়ে।

আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের প্রিয় স্যারকে। আল্লাহ্ যেনো আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ রাখে ভালো রাখে সবসময়।
সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।

Date:- ০৩/০৩/২০২১
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭৫


আমি মোঃ ইসহাক মিয়া
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন একজন গর্বিত সদস্য।
ব্যাচ: নং- ১২
রেজিঃ নং-৩৭৫৬২
উপজেলা: সদর
জেলা: কুমিল্লা
বিভাগ: চট্টগ্রাম
ব্লাড গ্রুপ:AB+
বর্তমান অবস্থান: লেবানন।
একজন রেমিটেন্স যোদ্ধা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।