See More Post

আন্তর্জাতিক_নারী_দিবসে সকল মা বোনদের জানাই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।

আমরা পুরুষ মানুষ স্বভাবতই নারীদের উপরের সিঁড়িতে দেখতে চাই না কারণ যদি নারী এগিয়ে যায় তবে পুরুষ যে পিছিয়ে যাবে হয়তো নির্যাতিত হবে কিন্তু একজন সত্যিকারের নারী কখনই পুরুষকে পিছিয়ে রাখতে পারিনা পুরুষের হাত ধরে এগিয়ে যেতে চায়।

🌼আমি আজ কাউকে নিয়ে বলছি না,শুধু বলছি আমার প্রিয় সহধর্মিনী Rukhshana Ferdousi  এর কথা।

🌼জীবনে চলার পথে বহু ভুল ভ্রান্তি, সিদ্ধান্তহীনতা, অপরাধ অনেক কিছুই করে ফেলেছি। অনেক ক্ষতি করেছি। ধিক্কার, বঞ্চনা, অপমানিত সবই হয়েছি। একটা সময় গেছে মনে হয় যেন বন্দিজীবন কাটিয়েছি। অভাব-অনটন অনুভব করেছি। সবকিছুর পরও আমার হাত ধরে একটি মানুষ দাঁড়িয়ে ছিল সে আমার সহধর্মিনী। বিপদের সময় সে যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক নারী স্বামীর সমস্যায় দূরে সরে চলে যায়, স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যায়, কিন্তু আমার সহধর্মিনী কখনো এমনটি করে নি। সময় অনেক বদলে গেছে, হয়ত পরিবর্তন হয়েছে। ভেতরের কলুষিত মন হয়তো ভুলটা শুধরে নিয়েছে। বিশ্বাসের জায়গাটা হয়তো এখনো বাকি রয়ে গেছে। তবুও কিন্তু একসাথে রয়েছি, বলতে চাই 

"ভালোবাসি সত্যি তোমাকে ভালোবাসি।"

🌼 কিন্তু যেমন মাকে সরাসরি বুকে জড়িয়ে বলা হয় না মা তোমায় ভালোবাসি, তোমাকেও ঠিক সেভাবে যেকোনো উৎসবের দিনে শুভেচ্ছা জানাতে নিজের মধ্যে লজ্জাবোধ করে, অপরাধী মনে হয়, নাটকীয়তা মনে হয়, তাই আজ নারী দিবসে আমার পূর্বের ঘটে যাওয়া দিনগুলো এবং তোমার সহযোগিতার হাত গুলো অনেক মনে পড়ছে। 
তাই তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা। 

🌼এভাবেই আমার হাতটি ধরে আজীবন থাকবে বিশ্বাস আমার।

🌼 সকল কাজে পারদর্শী তুমি। 
রান্নাবান্না, সংসার গুছানো, হাতের কারুকার্য, কোন অনুষ্ঠান পরিচালনা এবং সিদ্ধান্তে।

🌼 হয়তো আমার ভুল গুলোর জন্য, অপরাধের জন্য জেল হতে পারত, সুইসাইড করতে পারতাম, হয়তো দেশান্তরী হতে পারতাম। তুমি সাহস যুগিয়েছে, কষ্ট করেছ, সময় দিয়েছো তাই আজ ঘুরে দাঁড়িয়েছি।

🌼একজন মা হিসেবে, বোন হিসেবে, বৌমা হিসেবে, বান্ধবী হিসেবে তোমার ভূমিকা আমি দেখেছি। তুমি অতুলনীয়।

💝💝 #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর প্রিয় ফাউন্ডার Iqbal Bahar Zahid  স্যারের প্লাটফর্মে তোমার পরিচিতিও ভালো। নিজের গুণে তুমি সেটা অর্জন করেছ।
পরিশেষে বলতে চাই 

"তুমি নারী তুমি অনন্যা 
জেগে গেছো তুমি ভয় করো না।"


সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৭৮
Date:- ০৮/০৩/২০২১


Humayun Kabir Prodhan
#নিজের_বলার_মত_একটা_গল্প
🎀ব্যাচঃ৭ম
📝রেজি নংঃ১১১১
🏠স্থায়িঃদিনাজপুর
🏢বর্তমানঃভৈরব
☎+imo+Whatsapp ০১৭২৩৫৬৮২৯৬

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।