See More Post

★******প্রিয় প্লাটফর্মে যুক্ত হওয়ার গল্প *****★


"""""""""""আসসালামু আলাইকুম """""""


✒️✒️যেভাবে যুক্ত হলাম ঃ আজ থেকে  প্রায় চার মাস আগের কথা কথা। তখন পনেরতম ব্যাচ এর অল্প কিছুদিন চলছিল হয়তো। এর কিছুদিন আগে থেকে যুক্ত হলেও, সেদিন ই প্রথম একটা পোস্ট দেখতে পেলাম যে,এই গ্রুপের নাকি রেজিষ্ট্রেশন চলছে। 

আমি ভাবলাম এটা আবার কি অহামরি গ্রুপ?? যে আমাকে রেজিষ্ট্রেশন করতে হবে?? না আমার মনে হয় এদের উদ্দেশ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। 

আবার এটাও ভাবছি শুধু রেজিষ্ট্রেশন ই তো। কি এমন কাজ, এটাতে তো আমার কোন ক্ষতি হচ্ছে না।বা আমার কোন টাকাও লাগছে না। যাই হোক রেজিষ্ট্রেশন টা করেই ফেলি। যাই হোক নিজে নিজে অনেক চেষ্টা করলাম রেজিষ্ট্রেশন করতে। কিন্তু পারলাম না কিছু খুঁজেই পাচ্ছিলাম না। অনেক অনেক চেষ্টা করলাম কিছুতেই কিছু হচ্ছিল না। আমি অনেক টা ক্যান্ত আর হতাশ হয়ে পড়ি। আমার নিজের এবং ফোনের  উপর অনেক রাগ হতে শুরু করছিলো। মাঝে মাঝে আশেপাশের লোকজনের উপরও রাগ হতে শুরু করলে খুব কষ্টে তা নিজের মধ্যেই ঢেকে রাখি। কাউকে কিছু বুঝতে না দিয়ে পাশ কাটিয়ে যাই।

হঠাৎ করে আমি একটা পোস্ট করলাম যে, আমি এই গ্রুপে রেজিষ্ট্রেশন করতে চাই। 

তো নাটোরের প্রবাসী একভাই আমাকে খুব সাহায্য করলো। দুঃখিত শ্রদ্ধেয় ভাইয়ের নামটা এই মুহূর্তে মনে নাই। কিন্তু ভাইেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবসময়। 

যাই হোক আমি ফেসবুক লিংকটা ভাই কে শেয়ার করতে পারছিলাম না।  ভাই আমাকে ফোন করলেন, এবং এতোটা বিনয় আর সুন্দর করে সব গুছিয়ে বললেন। আমি পুরোই মুগ্ধ হয়ে গেলাম। আমার ভিতরের ধারণা বদলাতে শুরু করলো। মনে হলো এটা হয়তো অতোটা খারাপ গ্রুপ না। বা এদের উদ্দেশ্য হয়তো কিছুটা হলেও ভালো। 

যাই হোক রেজিষ্ট্রেশন শেষে ভাই আমাকে পোস্ট দিতে বললেন।

যেন আমি নিজ জেলা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারি। 

যাই হোক সেদিন আর যুক্ত হতে পারিনি জেলা মেসেঞ্জার গ্রুপ এ। 

পরদিন এক আপু (জেসমিন আক্তার জুই) এর মাধ্যমে জেলা মেসেঞ্জার গ্রুপ এ যুক্ত হতে পারি। 

কিন্তু এর ভিতরেই একটা ভুল করে বসি। আমি আমার রেজিষ্ট্রেশন নাম্বারটা ভুলে যাই। 

আবার মন খারাপ হয়। কিন্তু হতাশ হই না। 

আমি নিজে নিজে আবার রেজিষ্ট্রেশন করি এবং এইবার প্রথমবারেই আমি সফল হই। আমি আর ভুল করি না।

খাতায়, মস্তিষ্কে, এবং নিজের হৃদয়ে খুব যত্ন করেই সেভ করে নেই প্রিয় (৭৩২৭৭) রেজিষ্ট্রেশন নম্বরটি।


 🌍🌈🌈🌈🌈🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💠💠💠✅✅✅✅🖋️🖋️🖋️🖋️🖋️


আর এভাবেই পেয়ে যাই আমার দ্বিতীয় পরিবার নিজের বলার মতো একটা গল্প গ্রুপ। 


দ্বিতীয় পরিবার এবং প্রিয় মেন্টর এর শিক্ষা  ঃঃ

এখানে যত কিছু এই চার মাসে শিখতে পেরেছি তা আমি আমার বাকি জীবনে ও শিখতে পারি নি। এটা বলে বা লিখে শেষ করার মতো নয়। তবু্ও কিছু লিখছি,,

➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️

⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️

১। ভালো মানুষ হতে সবাই বলে। কিন্তু কিভাবে ভালো মানুষ হতে হয়?? এবং তা আজীবন ধরে রাখতে হয়। এটা আমার সর্বশেষ্ট এবংসবচেয়ে  প্রিয় একট শিক্ষা।  যা আমি এই প্রিয় গ্রুপ থেকে পেয়েছি।


২। পিতামাতাকে কি ভাবে ভালোবাসতে হয়?? মানুষকে কিভাবে ভালবাসতে হয়?? কিভাবে আপন করে নিতে হয়?? কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়?? তা নতুন করে উপলব্ধি করতে পেরেছি। 


৩। শুধু সরকারি চাকরিই সব না। আরও কত সুযোগ রয়েছে আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করার। কত সুযোগ রয়েছে মানুষের জন্য ভালো কিছু করার??  আর এখান থেকেই তো শিক্ষা পাই, মানুষের জন্য কাজ করলে জীবনে ভাতের অভাব হয় না।

↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️

৪। পৃথিবীতে দুটি জিনিস আমাদের পরিচয় বহন করে,  এক, যখন আমাদের কিছুই ছিলনা মানে টাকা পয়সা, অর্থ তখন আমাদের ধৈর্য আর যখন আমাদের টাকা পয়সা পাচুরয্য হবে  তখন আমাদের ব্যবহার। 

এই মহৎ শিক্ষা এই গ্রুপই তো আমাকে দেয়।


৫। আরও শিখি, নদীর মতো বয়ে চলে, সামনে এগিয়ে যাওয়া।  নদী কাজ যেমন এগিয়ে যাওয়া, সামনে কি পরলো না পরলো সেটা যত বড় পাথর ই হোক না কেন তা পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায়। তেমনি আমার জীবনে হয়তো অনেক বাধা আসবে। আমি আমার শক্তি, বৃদ্ধি দিয়ে মোকাবিলা করার চেষ্টা করব। যদি না পারি নদীর মতো পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। 


৬। একটা জাহাজ ততক্ষণে ডুবে না যতক্ষণ না তার ভেতরটা পানিতে ভর্তি হয়ে যায়।  তেমনি আমরাও ততক্ষণ ব্যর্থ হবো না যতক্ষণ আমরা আমাদের আশেপাশের লোকের কথায় কান দিবো। বা আমাদের ভিতর টায় নেগেটিভিটি ভর্তি না হবে। সেই পরনিন্দা গুলো যদি সাগর সমানও হয় তবুও আমরা জাহাজ এর মতো ভাসতে পারবো। কিন্তু আমাদের ভিতরে গেলে সর্বনাশ।  এই সব শিক্ষাতো এই গ্রুপেরই দেওয়া। 


৭। কোন কাজটি করে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো?? অবশ্যই যেকাজ টির জন্য আশেপাশের লোকজন আমাকে সবচেয়ে বেশি অযোগ্য মনে করে। 


৮। স্বপ্ন দেখার, সাহস করা এবং লেগে থেকে সফলতা অর্জন করার শিক্ষা তো প্রিয় গ্রুপ আর প্রিয় মেন্টর এর ই শিক্ষা। 


আমার জেলা মেসেঞ্জার গ্রুপ  এবং নিজের বলার মতো একটা গল্প গ্রুপ   সম্পর্কে অন্য কোনদিন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। 


⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️⤴️

ভুল ত্রুটি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনিতো ভাবে অনুরোধ করছি। 

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়ায় এবং আখিরাতের সর্বোচ্চ সফলতা দান করুক। 



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০১

Date:- ১৯/১২/২০২১ ইং

ইয়াকুব হাসান 

কাজিপুর - সিরাজগঞ্জ 

ব্যাচঃ ১৫

রেজিঃ ৭৩২৭৭

 সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।