See More Post

আজ ফাউন্ডেশনের হাটবার। নিঃসন্দেহে বেচে নিতে পারে আপনার পছন্দের পণ্যটি।

❤❤❤আলহামদুলিল্লাহ ।প্রথমে শুকরিয়া আদায় করি আমার সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে এখনও সুস্থ রেখেছেন।❤❤❤

❤ ❤ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যারের প্রতি। যিনি টানা ৯০ দিন ধরে আমাদের উদোক্তা হবার সকল কলাকৌশল শিখিয়েছেন। শুধু তাই তিনি ভালো মানুষ হিসেবে কিভাবে বুক ফুলিয়ে চলতে হয় তা শিখিয়েছেন।আমাদের  একটা বিশ্বস্ত প্লাটফর্ম  দিয়েছেন। টানা ৯০ দিনের শিক্ষাকে কাজে লাগিয়ে যখন উদোক্তা হই তখন এই প্লাটফর্ম এ হাটবারের আয়োজন যেমন উদোক্তা দের জন্য আনন্দের তেমনি ক্রেতার বিশ্বাস যোগ্য একটি স্থান। ❤❤

   করোনা মহামারী চলাকালীন সময়ে উদোক্তারা তাদের পণ্যের সমাহার এত মানুষের মাঝে তুলে ধরতে পেরেছে। স্যারের নিঃস্বার্থ ভালোবাসায় সাজানো এই প্লাটফর্ম থেকে আসুন সবাই কেনাকাটা করি।

     ৷৷   আজ ফাউন্ডেশনের হাটবার। নিঃসন্দেহে বেচে নিতে পারে আপনার পছন্দের পণ্যটি।

🌿🌿গল্পে গল্পে সেল পোস্ট 🌿🌿

মেসেঞ্জার এ হঠাৎ  মেসেজ এল আপু আপনার কাছে কি ধরনের থ্রিপিস আছে?

আমিঃ ভাইয়া,আমার কিছু সুতি কালেকশন আছে। ইন্ডিয়ান ও পাকিস্তানি লোন,ডিজিটাল প্রিন্ট আর কিছু কাতান বেনারসি থ্রি পিস, জরজেট, কিছু নরমাল প্রিন্ট  এর ও আছে।

ভাইয়াঃ আপু আসলে আমি দক্ষিণ কোরিয়া থাকি। আমার গ্রামের বাড়ি বগুড়া।  সেখানে দেওয়া যাবে?

আমিঃ জি ভাইয়া, কুরিয়ারে দেওয়া যাবে। তবে ভাইয়া আমার এখানে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি করেনা।
ক্যাশ অন ডেলিভারি করতে গেলে আমাকে লক্ষ্মীপুর যেতে হবে এই সিচুয়েশনে আমিতো যেতে পারবোনা। আপনি অগ্রিম পেমেন্ট করলে আজকে দিয়ে দিব আপনি ঠিকানা টা দিন।

ভাইয়াঃ আপু পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না যেহেতু  আপনি নিজের বলার মত একটা ফাউন্ডেশনের সদস্য তাহলে এখানে নিশ্চিত ভাবে বেচা কেনা করা যায়।আমি নিচের ছবির দুইটা জামা পছন্দ হয়েছে। এগুলোর প্রাইস বলেন?

আমিঃ জি ভাইয়া, আমরা ভালো মানুষের গ্রুপে আছি, সব সময় সততা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।  এগুলোর  প্রাইস ২৬০০ টাকা আর কুরিয়ার চার্জ  ১৫০ টাকা।

ভাইয়া ঃ ওকে আপু আপনার বিকাশ নাম্বার দেন।  আপু যদি কিছু মনে না করেন, একটা চিরকুট লিখে দেওয়া যাবে। আসলে ড্রেসগুলো আমার হবু বউয়ের জন্য।

আমিঃ অবশ্যই।কেন নয়। টিকে থাকুক আপনাদের বন্ধন। আমার বিকাশ নাম্বার 

ভাইয়া ঃ অসংখ্য ধন্যবাদ।

আমিঃ ওকে ভাইয়া আমি তাহলে আজ বিকেলে কুরিয়ার করে দিব।

ভাইয়া ঠিকানা আর পেমেন্ট দিয়ে দিলেন। এত ভালবাসা ও বিশ্বাস এ প্লাটফর্ম এ সম্ভব।

"স্ট্যাটাস অব দ্যা ডে"-৫১৮
তারিখ :- ২৭.০৪.২০২১

খাদিজা আকতার
ব্যাচ ১২
রেজিষ্ট্রেশন ঃ ৪৮৯০৪
রায়পুর, লক্ষ্মীপুর।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।