উদ্যোক্তা জীবনের বড় প্রাপ্তি
আজকের দিনটা আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঠিক ঈদের মত.অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মেন্টর" ইকবাল বাহার জাহিদ" স্যারের প্রতি .যিনি আমাদের কথা ভেবে ঈদের আগ মুহূর্তে সাতদিনের জন্য "Live sell post "ও অনলাইন হাট এর ব্যবস্থা করে দিয়েছেন .
🍀🍀আসলে গল্পে গল্পে সেল পোস্ট বললে ভুল হবে.আজকে আমি আপনাদের সাথে আমার উদ্যোক্তা জীবনের বড় প্রাপ্তির কথা শেয়ার করতে এসেছি.
🌳🌳আমি অনলাইনে ব্যবসা শুরু করি প্রায় 7 মাস হল.প্রথমে ভেবেছিলাম এত এত ব্যবসায়ীর ভিতরে কি টিকে থাকতে পারব?তার উপর আমার পুঁজি ছিল মাত্র 3 হাজার টাকা.তাই প্রডাক্ট ও কম ছিল.কিন্তু আমি নিজের কাছে কমিটমেন্ট ছিলাম অল্প প্রডাক্ট হলেও কাস্টমারকে সেরা কোয়ালিটির পণ্য দিব.আলহামদুলিল্লাহ ধীরে ধীরে গ্রুপে সময় দিতে লাগলাম.সবার সাথে পরিচয় হতে লাগলাম.গ্রুপে সেল পোস্ট দিতে লাগলাম.একরকম বললেই চলে ব্যবসার পরিধি কাস্টমারের চাহিদার কারণে বাড়াতে হয়েছে.যেহেতু সামনে ঈদ তাই কিছু ঈদের জন্য গ্রাউন,থ্রি পিস ও পাঞ্জাবি নিয়ে এসেছিলাম.প্রতিনিয়ত সেল হচ্ছে.আলহামদুলিল্লাহ.
🌿🌿হঠাৎ গত 4-5 দিন আগে এক ভাইয়া আমাকে মেসেঞ্জারে নক করলেন.
🍂ভাইয়া🍂 :আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?
🍃আমি🍃:আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই.আপনি কেমন আছেন?
🍂ভাইয়া🍂:আলহামদুলিল্লাহ.আপু আপনার কাছে ছবি দেওয়া এই দুটি গ্রাউন ও একটি থ্রি পিস হবে.
🍃আমি🍃:জি ভাইয়া হবে.আমি দামসহ ভাইয়াকে ছবি পাঠালাম.
🍂ভাইয়া🍂:আচ্ছা আপু.আমি আমার স্ত্রীকে ছবি পাঠিয়ে দেখাচ্ছি.দেখি ও কি বলে?
🍃আমি🍃: আচ্ছা ভাইয়া ধন্যবাদ.
দুদিন আর কিছু বলেনি
🍂ভাইয়া🍂:গত শনিবার ভাইয়া আমাকে বললেন,আমাকে দুটি গ্রাউন ও দুটি থ্রি পিস আজকে 5 টার ভিতরে দেওয়া যাবে.তবে কুরিয়ারে না আপু.আমি ঠিকানা দিলে ওখানে দিয়ে আসতে হবে
🍃আমি🍃:চিন্তায় পড়লাম কি করব?যেহেতু আমি একটা কাজে বাহিরে ছিলাম.
🍂ভাইয়া🍂:প্লিজ আপু আজকে লাগবে খুব দরকার. 5 টার ভিতরে দিতে পারবেন.
🍃আমি🍃: যেহেতু ভাই এত করে বলছে.আমি বললাম ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ আমি পাঁচটার ভিতর দিয়ে আসব.এ বলে আমি ড্রেস নিয়ে বের হলাম.
🍂ভাইয়া🍂:ভাই বার বার ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন,আপু আপনি এখন কোথায় আছেন? আমার পাঁচটার পরে হলেও অসুবিধায় পড়ে যাব.
🍃আমি🍃:আমি যেহেতু ভাইয়াকে বলেছিলাম 5 তাই ভিতর দিয়ে আসব.তাই টাকা বেশি গেলেও আমি কথা রাখার চেষ্টা করেছি.রোজা রেখে পায়ে হেঁটে রিক্সায় যা পেয়েছে তা দিয়ে যত দ্রুত সম্ভব কমিটমেন্ট রক্ষা করার জন্য 5 টার ভিতরে আপুর কাছে ড্রেস গুলো গুলো দিয়ে আসতে পেরেছি.
👉👉এখানে একটা কথা বলে রাখি,ভাই প্রবাসে থাকেন তাই উনি বলেছিলেন প্রোডাক্ট আপুকে দিয়ে চলে আসতে আপুর কাছ থেকে যেন কোন টাকা না নি .উনি পরে আমাকে টাকা পাঠিয়ে দিবেন.আমি প্রোডাক্ট দিয়ে চলে এসেছিলাম,কিন্তু বাসায় আসার মত আমার কাছে তেমন টাকা ছিলনা.চিন্তা করলাম ভাইয়া যদি ফোন রিসিভ না করে তাহলে তো আমি টাকা পাবো না.তারপরও বিশ্বাস ছিল কারণ আমি সৎ পথে ব্যবসা করছি.
আলহামদুলিল্লাহ ভাইয়াকে কিছুক্ষণ পরে আমি ফোন দিয়ে প্রোডাক্ট পেয়েছি কিনা জিজ্ঞেস করলাম.
🍂ভাইয়া🍂:ভাইয়া আমাকে জানালেন প্রোডাক্টটি উনার খুব পছন্দ হয়েছে এবং উনি পাঁচ মিনিটের মধ্যে আমার টাকাটা পাঠিয়ে দিচ্ছেন.
🍃আমি🍃:হঠাৎ দেখলাম আমার বিকাশে 5000 টাকা আসছে.আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো ভুলে 5000 টাকা পাঠিয়ে দিয়েছেন.
🍃আমি🍃:ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া আপনি মনে হয় ভুল আমাকে টাকা বেশি পাঠিয়ে দিয়েছেন.
🍂ভাইয়া🍂: ও আপু আপনাকে আরো বেশি টাকা দেওয়া দরকার ছিল.আপনি রোজা রেখে কষ্ট করে আপনার কথা রেখেছেন.এটা আপনার প্রাপ্য .ও আমাকে বিশ্বাস করে টাকা না নিয়ে ড্রেস গুলো দেওয়ার জন্য.তাছাড়া ড্রেস গুলোর ওর অনেক পছন্দ হয়েছে.
🍃আমি🍃:তখন টাকার থেকেও বেশি খুশি হয়েছিলাম একজন কাস্টমারে মুখে কথাগুলো শুনে.এটাই আমার ব্যবসার বড় প্রাপ্তি.
______অন্যদিকে আরেক প্রাপ্তি________
👉👉গত পরশু এক কাস্টমার ব্যবসা করার জন্য 50 পিস পাঞ্জাবি নিলেন.বললেন কোয়ালিটি ভালো হলে ও সেল হলে আরো নিবেন.
🌻কাস্টমার🌻:গতকাল রাত 9 টায় ফোন দিয়ে বললেন, আপু আপনাকে অনেক ধন্যবাদ.আসলে এটা আমার প্রথম ব্যবসা.ভয় পেয়েছিলাম পাঞ্জাবি গুলো ভালো না হলে আমার অনেক বড় লস হয়ে যেত.
🍃আমি🍃:কেন ভাই কাপড় কি ভালো পড়েনি?আমি তো সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি.
🌻কাস্টমার🌻:আপু পাঞ্জাবিগুলো কোয়ালিটি সত্যিই অনেক ভালো.আসলে ছবির থেকে বাস্তবে পাঞ্জাবি গুলো দেখতে আরো বেশি সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন.এরমধ্যে আমার 35 পিস সেল হয়ে গেছে পাঞ্জাবি.আপনি আমাকে আরো 50 পিস পাঞ্জাবি পাঠিয়ে দেন.আমি এখনই আপনাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ সহ.
🍃আমি🍃:আলহামদুলিল্লাহ.শুনে ভীষণ খুশি হলাম.
👉👉ব্যবসা করে নিজেকে আজ সার্থক মনে হচ্ছে.এখন বুক ফুলিয়ে বলতে পারি,,,,,,,,,,,,,,,,,,
"আমরা পণ্য বিক্রি করি না
বিক্রি করি বিশ্বাস"
👉👉আমরা খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি.
পাইকারি নিতে যোগাযোগ করুন নিচের পেজ এ 👇👇
জাহানারা সুলতান ট্রেডার্স
না হলে ফোন করুন👉👉👉01618-380362
👉🌷🌷👉প্রিয় গ্রুপের অবদান :
_____________________ আজকের আমার এই সফলতা অর্জন করতে পেরেছি শুধুমাত্র প্রিয় স্যারের প্রতিটি উক্তি নিজের মনে ধারণ করেছি.যার ফলে আমি কখনো হারতে শিখিনি হেরে ও আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি.ধৈর্য ধরে লেগে থাকার কারণে আজকে আমার এই সফলতা মুখ দেখতে পেরেছি.স্যারের কথা অনুযায়ী________
স্বপ্ন দেখুন ,সাহস করুন
লেগে থাকুন ,সফলতা আসবেই.
আলহাদুলিল্লাহ .আজকে আমি নিজের একটা গল্প তৈরি করতে পেরেছি.
💐💐অসংখ্য ধন্যবাদ প্রিয় মেন্টর " ইকবাল বাহার জাহিদ "স্যারকে .যিনি আমাদের জন্য এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন.
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৫
Date:- ০৪/০৫/২০২১
________ধন্যবাদান্তে
________আমি নাসরিন আক্তার প্রিয়া
________কমিউনিটি ভলান্টিয়ার
________ব্যাচ 11
________রেজিস্ট্রেশন 32 925
________জেলা লক্ষীপুর
________বর্তমান অবস্থান চাঁদপুর
--------কাজ করছি মহিলাদের নামাজি হিজাব, খিমার সেট ,পাঞ্জাবি ,কুমিল্লার খাদি পাঞ্জাবি গ্রাউন ও কসমেটিকস নিয়ে.
_________পেজ👇👇👇
"জাহানারা সুলতান ট্রেডার্স "
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।