See More Post

এই জানিস কাল দারুণ একটা জিনিস আবিষ্কার করলাম।

❤️গল্পে গল্পে সেল পোস্ট ❤️

আসসালামু আলাইকুম

দুই বান্ধবীর কথোপকথন -----

মিলা-- এই জানিস কাল দারুণ একটা জিনিস আবিষ্কার করলাম।
মেলিসা-- কি রে আমাকে বল।
মিলা-- তোকেই তো বলবো।আমি গতকাল বসে বসে একটা ভিডিও দেখছিলাম সেখান থেকে ব্র্যান্ড নিয়ে একটা কথা শুনলাম।আমরা সবাই তো বলি ব্র্যান্ডিং কত গুরুত্বপূর্ণ,কিন্তু সেটা কত সূক্ষ বিষয় বিবেচনা করে করা যায় এটা আমি জানতে পারলাম কাল।
👉একটি সম্মেলনে খুব নাম করা একজন ব্যবসায়ী গিয়েছিল,উনি বিখ্যাত এক ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা।উনাকে উদ্দেশ্য করে একজন স্পিকার চমৎকার একটা কথা বললো।উনি বললেন,আমরা তো ব্র্যান্ডিং নিয়ে সবাই জানি কিন্তু সেটা কতটা সূক্ষ্ম বিষয় এ খেয়াল রেখে করা যায় আমি উনাকে দেখে শিখলাম।হঠাৎ করে উনার পায়ের দিকে আমার দৃষ্টি চলে গিয়েছিলো তখন দেখলাম উনি আজকে যেই শো পড়ে এসেছেন সেটার সাথে যেই মোজা উনি পরেছেন সেটার কালার হলো উনার ব্র্যান্ডের লগোর কালার!!!ভেবেছেন বিষয় টা একবার?এখানে কতটা সূক্ষ্ম চিন্তার দরকার?উনার মোজা যদি কোন কারনে দেখা যায় তখন সেটা দেখেও যেন মানুষের চোখে উনার ব্র্যান্ড টা ভেসে উঠে!অ্যামেজিং না??👈
দেখেছিস কি চমৎকার চিন্তাভাবনা মানুষের?

মেলিসা-- এতো ছোট একটা বিষয় কে যে এভাবে চিন্তা করা যায় আমি তো কখনো ভাবতেই পারিনি।সত্যি অসাধারণ চিন্তাচেতনার মানুষ উনি।
মিলা-- এই জন্যই উনি আজ এতে বড় ব্র্যান্ডের মালিক।আমরা তো ঐভাবে চিন্তাই করতে পারিনা।আমাদের তো নিজেদের কে নিয়ে যে এভাবে ব্র্যান্ডিং করবো সেই সুযোগ ও নেই।আমরা কোথায় নিজেদের কে পরিচিত করাতে পারবো বল?
মেলিসা-- এইক্ষেত্রে আমি তোকে সাহায্য করতে পারি।
মিলা-- তাই নাকি?তুই কিভাবে সাহায্য করবি?
মেলিসা-- আমি তোকে এমন একটা প্লাটফর্ম এর সন্ধান দিতে পারি যেখানে তুই বাংলাদেশের ৬৪ জেলা সহ বিশ্বের ৫০টির ও বেশি দেশের মানুষের কাছে নিজের ব্র্যান্ডিং করতে পারবি।নিজেকে পরিচিত করে তুলতে পারবি সবার মাঝে।
মিলা-- তাই নাকি?এটা কি করে সম্ভব?মজা করার আর জায়গা পাও না তুমি না?
মেলিসা-- মিলা আমি তোর সাথে কোন মজা করছি না।তোকে আমি অনেক দিন আগেই একটা প্লাটফর্ম এর কথা বলেছিলাম তোর হয়তো মনে নেই,কারন তখন তোকে হাজার বুঝালেও তুই বুঝতে চেষ্টা করিসনি,আজকে এগুলো নিয়ে নিজে থেকে বললি তাই তোকে আবার বললাম।আমাদের #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন যেখানে তুই এই সুযোগ টা পাবি তাও সম্পূর্ণ ফ্রি তে।২৮১কে সদস্য আমাদের।এতো বিশাল এক ফাউন্ডেশনে তুই চাইলেই নিজেকে তুলে ধরতে পারবি।এটা কি তোর কাছে কম মনে হচ্ছে?
মিলা-- কি বলছিস তুই?সত্যি বলছিস?
মেলিসা-- হে সত্যি বলছি।তুই এখান থেকে এমন কিছু নেই যেটা শিখতে পারবি না।সকল কিছু, সকল কিছু শিখতে পারবি।আমি তোকে সব বুঝিয়ে দিব।তোর শুধু আগ্রহ টা প্রয়োজন।
মিলা-- আমি এমন সুযোগ ই তো খুঁজছি।তুই আমাকে যুক্ত করে দে প্লিজ।
মেলিসা-- ওকে আমি তোকে আজকেই যুক্ত করে দিব। আর সব বুঝিয়ে দিব।তুই শুধু নিজেকে তারপর ব্র্যান্ডিং করে যাবি।

তার কয়েকমাস পর-------

মিলা-- মেলিসা শুন,তুই আমার কত বড় উপকার করেছিস আমি তোকে বলে বুঝাতে পারবো না রে।অনেক অনেক ধন্যবাদ দোস্ত।আজকে তোর জন্য আমার নেটওয়ার্ক টা এত বড়,এত গুলো ভালো মানুষের সাথে আমার পরিচয়।তোকে আমি কি বলে ধন্যবাদ জানাবো বল?
মেলিসা-- আলহামদুলিল্লাহ ❤️❤️।তুই যে আমাদের প্লাটফর্ম সম্পর্কে বুঝতে পেরেছিস,নিজেকে নতুন করে তুলে ধরতে শুরু করেছিস এটাই অনেক বড় পাওয়া আমার কাছে।তুই খুব ভালো কাজ করছিস।নিজের নতুন বিজনেস নিয়ে ও দেখি দারুণ কাজ করছিস।তোকে অভিনন্দন বন্ধু।
মিলা-- আমি তো নতুন তুই তো আমার আগে থেকে অনেক ভালো করছিস।তোর থেকেই তো অনুপ্রেরণা পাই আমি সব সময়।স্যারের সেশন গুলো শেষ করে উদ্যোক্তা হওয়ার ইচ্ছেশক্তি টা দারুণ বৃদ্ধি পেল।তাই শুরু করলাম।অনেক সাহস নিয়ে শুরু করা,তবে এতো সার্পোট পাবো কখনো ভাবিনি রে।সবাই এতো ভালো, তুই কম বলেছিলি আরো অনেক বেশি ভালো এখানের সবাই।
তবে আমি শুধু বিক্রেতা না,আমি সকল কিছু এখন এই প্লাটফর্ম থেকে ই কেনার চেষ্টা করি।ঈদ উপলক্ষে ৭দিনের হাট থেকে আমি কাল থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি।আর আমার থেকেও অনেকে কিনছে।কি যে ভালো লাগছে আমার তোকে কি বলবো।🥰
মেলিসা-- এই ভালো লাগাটা আমার ও সব সময় কাজ করে।আমিও অনেক কিছু কিনেছি আমার পরিবারের জন্য।সব গুলো জিনিস এতো ভালো,সবাই খুব পছন্দ করেছে।আমরা শুধু মুখে বলি ভালো মানুষ সেটা নয়,আমরা সবাই কাজে প্রমান করি আমরা ভালো মানুষ।
মিলা-- ঠিক বলেছিস রে।আর শুন আজকে আমি হাট থেকে আমার শাড়ির সাথে ম্যাচিং করে গহনা নিবো।কার থেকে নেওয়া যায় বল তো।
মেলিসা-- গহনা নিবি সেটা আগে বলবি তো।আমাদের গ্রুপের একজন আপু আছে এতো চমৎকার তার কাজ,তুই হয়তো চিনতে পারবি নাম বললে। Hijab Imtiaz Sayma আপু।আপুর থেকে নিতে পারছ।আপুর পেইজ প্রিয়ণিকা-prionika তে দেখ।
মিলা-- আমিও আপুকে চিনি।আপুর কথায় তোকে বলতাম,সব গুলো গহনা আমার দারুণ পছন্দ।কোনটা রেখে কোনটা নিব ঠিক করতে পারিনা।তুই আমাকে একটা চয়েস করে দে প্লিজ।সাথে একটা পায়েল ও নিবো,পায়েল গুলো যা সুন্দর দোস্ত 🥰।আর তোকে গিফট দিব আপুর বানানো পায়েল।
মেলিসা-- আচ্ছা ঠিক আছে আমি তোকে একটা ডিজাইন দেখাই যেটা আমার খুব বেশি ভালো লাগে।একদম অন্য রকম একটা গহনা।সেটার সাথে ম্যাচিং পায়েল ও আছে।তুই সেটা নিতে পারছ।আর পায়েল আমার জন্য লাগবে না।আমি অলরেডি নিয়েছি ২টা পায়েল আপুর থেকে🥰🥰।
মিলা-- ওকে তাহলে তুই আমাকে ছবি গুলো পাঠিয়ে দে,আমি আপুর থেকে নিব।আমার শাড়ির কালার তো তোকে দেখালাম।
মেলিসা-- তোর শাড়ির সাথে দারুণ মানাবে আপুর বানানো "#কুহেলিকা" সেট টা।তুই সেটা নে।আমাদের   জাকিয়া মুন আপু ও ওটা নিয়েছিলো,আপুকে যা সুন্দর লাগছিলো।
মিলা-- ওকে তাহলে এটাই ফাইনাল।আমি তোর পছন্দেই নিব।এখন যাই আমিও সেল পোস্ট করি।পরে কথা হবে বন্ধু।দোয়া করি আমার জন্য।আল্লাহ হাফেজ।
মেলিসা-- সব সময় দোয়া করি তোর জন্য।ভালো থাক।আমি ছবি পাঠিয়ে দিচ্ছি।আল্লাহ হাফেজ।

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৬
Date:- ০৫/০৫/২০২১

আমি হিজাব ইমতিয়াজ সায়মা
ক্যাম্পাস এম্বাসেডর
ব্যাচ-১২
রেজি-৩৮২৮২
জেলা-ময়মনসিংহ
কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে
পেইজ---- প্রিয়ণিকা

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।