See More Post

গল্পে গল্পে কিনতে চাই পোস্ট

☘️☘️গল্পে গল্পে কিনতে চাই পোস্ট☘️☘️

🤔🤔অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কেমন পোস্ট,আমরা সবাই কম বেশি গল্পে গল্পে সেল পোস্ট দেই, কিন্তু গল্পে গল্পে কিনতে চাই পোস্ট এখনো কেউ দেয়নি তাই আজকে আমার ভিন্ন মাত্রার গল্পে গল্পে কিনতে চাই পোস্টঃ-

🌴🌴আমার আজকের গল্পে গল্পে সেল পোস্ট দেওয়া কারণ হচ্ছে গতকাল আমি গল্পে গল্পে সেল পোস্ট দিয়েছিলাম আর সেই গল্পে নতুন মাত্র যুক্ত হয়েছে আর গল্পটাকে সাজাতেই আমার আজকের এই পোস্ট🌴🌴

🌷🌷গতকালের পোস্টটি যারা পড়েনি নিচে লিংক দেওয়া আছে পড়ে দেখবেন তবেই আজকের এই ভিন্নমাত্রার পোস্টটি খুবই সহজে বুঝতে পারবেন🌷🌷

✔️✔️যাই হোক কথা না বাড়িয়ে আসুন শুরু করি..... শুরু করার আগে নিচের দেওয়া লিংকে ক্লিক করে গতকালের পোস্টটি পড়ে দেখুন👇👇👇👇👇

https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1259086324562721/

🌴🌴রানা রহমান ভাই এবং করিম ভাইকে অনলাইনের ব্যবসা সম্পর্কে বুঝানোর পরে তারা অনলাইনের প্রতি বিশ্বস্ততা পান এবং রানাকে বলেন তারাও তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলা প্রথম বার অনলাইন থেকেই কেনাকাটা করবেন। যেহেতু রহমান ভাই এবং করিম ভাই প্রথম কেনাকাটা-টা অনলাইন থেকেই কিনবেন তাই রানা সীধান্ত নিলেন আমাদের গ্রুপ থেকেই ঈদের বাজারটা রানা তাদেরকে কিনতে চাই পোস্টের মাধ্যমেই কিনে দেবে🌴🌴🌴

রানাঃ কাকা আপনাদের কি বাজারের লিষ্ট সাথে আছে..??

রহমান ভাই এবং করিম ভাই এক সাথে হ্যাঁ ভাতিজা সাথেই আছে।।।।

করিম ভাইঃ এই নাও ভাতিজা আমার বাজারে লিষ্ট...

রহমান ভাইঃ ভাতিজা আমারটাও নাও...

💮💮রানা দুই জনেরই বাজারের লিষ্ট হাতে নিয়ে দেখতে শুরু করলেন কার বাজারে কি কি আছে এবং কি দুই জনের বাজারে কি কি মিল রয়েছে.... সেই গুলা ভালো করে দেখে💮💮

রানাঃ কাকা আপনাদের বাজারের লিষ্ট তো প্রায় সেইম

রহমান ভাইঃ হ্যাঁ ভাতিজা ঈদের বাজার বলে কথা..

রানাঃ আচ্ছা কাকা সমস্যা নেই, আমি দুই জনের বাজার এক সাথেই করে দিচ্ছি....

করিম ভাইঃ তোমার যেটা ভালো মনে হয় করে দাও বাবা। আমরা তো এতো কিছু বুঝিনা যে-ভাবে ভালো এবং সুবিধা হয় সেই ভাবেই করে দাও...

রহমান ভাইঃ আচ্ছা ভাতিজা আমার একটা কথা জানার ছিলো..??

রানাঃ জ্বি কাকা বলুন কি জানতে চান..?

রহমান ভাইঃ আমি তো যতোটুকু জানি তুমি গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করো আর আমাদের বাজারের তালিকায় তো ভ্যারাইটিজ বাজার আর আমরা যে বাজার করবো সেই গুলা তো তোমার কাছে নেই তাহলে কিভাবে আমাদের বাজার দেবে এই বিষয়টি কেমন যেন খটকা লাগছে...

করিম ভাইঃ রহমান ভাই তুমি দেখছি আমার মনের কথাই কইছো আমিও তো ঠিক বুঝে উঠতে পারছিনা বিষয়টি....

রানাঃ চিন্তার কোন কারণ নেই কাকা আমি আগে কনটেন্ট সাজিয়ে নেই তারপর আপনারা আপনা আপনিই বুঝতে পারবেন....

করিম ভাইঃকনটেন্ট এটা আবার কি ভাতিজা...

রানাঃ- কাকা আপনারা যে বাজারের তালিকা আমায় দিয়েছেন সেই গুলা সুন্দর করে সাজিয়ে একটা পোস্ট আকারে সাজানোজেই কনটেন্ট বলে কাকা...

আমি আগে সাজাই তারপর বুঝবেন....

করিম ভাইঃ আচ্ছা ভাতিজা.....

🎀🎀রানা তাদের দু'জনের বাজার সুন্দর করে সাজিয়ে তারপর রহমান ভাই এবং করিম ভাইকে দেখিয়ে বললেন দেখুন তো কাকা আপনাদের বাজারের লিষ্ট টা সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তবেই পোস্ট করে দেবো... 🎀🎀

রহমান এবং করিম ভাই এক সাথে কই ভাতিজা কই

রানাঃ- এই দেখুন কাকা.....👇👇👇👇

🌿🌿কিনতে চাই 🌿কিনতে চাই🌿কিনতে চাই🌿🌿

ঈদের বাজার প্রিয় এই প্লাটফর্ম থেকেই কিনতে চাই

নিচে ↓ ↓ বাজারে লিষ্ট দেওয়া আছে যারা দিবেন পারবেন কমেন্ট আপনার পন্যের ছবি এবং দাম উল্লেখ করে কমেন্ট করুন...

যেহেতু খুচরা কেনাকাটা করবো সেক্ষেত্রে অবশ্যই দাম উল্লেখ করে কমেন্ট করবেন....

↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓

             ➡️বাজারের তালিকা সমুহ⬅️
                   ✔️  মুদি বাজার ✔️

১) পোলাও চাউল ৫ কেজি
২) মশারী ডাউল ২ কেজি
৩) খেশাড়ি ডাউল ২ কেজি
৪) মুগ ডাল ২ কেজি
৫) চিনি ৩ কেজি
৬) জিরা ১ কেজি
৭) এলাজ ২০০ গ্রাম
৮) দারচিনি ২০০ গ্রাম
৯) আলা ১ কেজি
১০) রসুন ১ কেজি
১১) লাচ্চা সেমাই ৪ প্যাকেট
১২) কিসমিস ২৫০ গ্রাম
১৩) লবন ২ কেজি

                 ✔️ফ্যাশান আইটেম✔️

১) পাঞ্জাবী ১ পিস (কুমিল্লার বিখ্যাত খাদি )
২) জিন্স প্যান্ট ২ পিস ( ৩২ সাইজ )
৩) শাড়ি ১০ পিস
৪) লুঙ্গি ১০ পিস
৫) থ্রি পিস ৫ পিস

এবং মিষ্টি ১০ কেজি কিনতে চাই............

মুদি পন্যর সব আইটেম যেকোনো এক জনের থেকে এবং ফ্যাশন আইটেম অন্য এক জনের হতে হলে ভালো হয়..

তবে এই সব পোডাক্ট গুলা যদি আমাদের টাঙ্গাইল জেলার কোন ভাই এবং বোন দিতে পারেন তাহলে ভালো হয়।।

আর হ্যাঁ যে হোম ডেলিভারি দিতে পারবেন তাকে অগ্রাধিকার দেওয়া হবে...

বিক্রেতাদের অপেক্ষায় 🙋‍♂️,

👷মোঃ সোহেল রানা
ক্যাম্পাস এম্বাসেডর (NPI University Of Bangladesh)
সদস্যঃ ক্যাম্পাস অর্গানাইজ টিম
টপ_২০ ক্লাব মেম্বার।
ব্যাচ ৮ম,রেজিঃ৫০০২
জেলাঃ টাংগাইল
বর্তমান অবস্থানঃ গাজীপুর
ব্যবসায়ী পেজঃ https://www.facebook.com/ekhaneache.com.bd/

রহমান ভাইঃ ভাতিজা এই পোস্টের মাধ্যমেই আমাদের সমস্যার সমাধান হবে.??

রানাঃ হ্যাঁ কাকা হবে ইনশাআল্লাহ।।

রহমান ভাইঃ এটা তো দেখছি একদম ইজি একটা কাজ.. না যেতে হবে বাজারে, না থাকতে হবে লাইনে দাঁড়িয়ে দাওয়ার সাথে সাথেই পাওয়া।।

রানাঃ হ্যাঁ কাকা হ্যাঁ, অনলাইনের কার্যক্রমই এমন....

করিম ভাইঃ ভাতিজা আমরা তো অনলাইনে থেকে প্রথম কেনাকাটা করছি এতো কিছুই বুঝিনা তবে আমরা বাজার থেকে ১০ টা পন্য দেখে ভালো মন্দ যাচাই বাচাই করে কেনাকাটা করি এ ক্ষেত্রে আমরা তো কোন যাচাই করতে পারবো না। অনলাইনে শুনেছি খারাপ পন্য দেয়..

রানাঃ কাকা আমাদের গ্রুপে কেউই খারাপ পন্য দিতে পারেন না, কেননা আমাদের গ্রুপে রয়েছে একদম শক্তিশালী হাট মনিটরিং টিম তাই তাদের চোখ ফাকি দিয়ে খারাপ পন্য বা সেবা দেওয়া তো দুরের কথা কেউ খারাপ পন্য বা সেবা দেওয়ার চিন্তা ভাবনাও করেন না।

তারপরও যদিও কেউ দেয় তাহলে তাকে আমাদের এই বিশাল ২ লক্ষ্য ৮১ হাজারের পরিবার থেকে তাকে চিরতরে বাদ দিয়ে দেওয়া হবে....

রহমান ভাইঃ তাহলে তো কোন ভয়ই নেই ভাতিজা...

করিম ভাইঃ ভাতিজা কে কি পন্য দিচ্ছে কিংবা কেমন পন্য দিচ্ছে আর দাম কেমন রাখছে সেটা দেখার কি কোন পদ্ধতি আছে...

রানাঃ হ্যাঁ কাকা আছে তো এই যে কমেন্ট বক্সে দেখুন অনেকেই কমেন্ট করা শুরু করে দিছেন পন্যের ছবি সব..  রহমান কাকা আপনিও এদিকে এসে দেখুন..

রহমান ভাইঃ কই ভাতিজা কই......

রানাঃ- কমেন্ট বক্সে নরজ রাখুন..........


স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫২৬
Date:- ০৫/০৫/২০২১

মোঃ সোহেল রানা
ক্যাম্পাস এম্বাসেডর (NPI University Of Bangladesh)
সদস্যঃ ক্যাম্পাস অর্গানাইজ টিম
টপ_২০ ক্লাব মেম্বার।
ব্যাচ ৮ম,রেজিঃ৫০০২
জেলাঃ টাংগাইল
বর্তমান অবস্থানঃ গাজীপুর
ব্যবসায়ী পেজঃ https://www.facebook.com/ekhaneache.com.bd/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।