🌷 শিমুল তুলার বালিশ 🌷
গল্পে গল্পে সেলস পোস্ট
শ্বশুর বাড়ি থেকে বার বার ফোন করতেছে যাইতে হবে তাদের বাড়ি।সে জন্য বউ বার বার এসে ডাকতেছে।
বউঃ কি গো শুনছো উঠো রেডি হও ।
আমিঃ পাববো না।ঘাড় মাথা ব্যাথা করছে।
বউঃ হ্যা এখন তো কতো কি ব্যাথা করবে। আমার বাবার বাড়ি যাওার কথা আসলে যতো কথা আসে তোমার।😠😠
আমিঃ আবার ঝগড়া শুরু করলা।
বউঃ আমি কিছু বললে সেটা ঝগড়া হয়ে যায়।
আমিঃ কি করবো সারা রাত ঘুমাইতে পারি না। কি যে একটা বালিশ কিনলাম শুয়ে আরাম পাই না।
বউঃ হবেই তো সব কিছু নিয়ে তোমার গাফিলতি। কম দামে বালিশ কিনো আরো।😠😠
সেই সময় বোন এসে হাজির হলো
বোনঃ কি এতো চিৎকার শুরু করলি তোরা?
বউঃ আপা দেখেন আব্বা বারবার ফোন করছে ওনাদের বাড়ি যাওয়ার জন্য আর আপনার ভাই কি শুরু করছে😔😔
বোনঃ কি করে কি হইছে যাচ্ছিস না কেন?
আমিঃকি করবো আপা বলো প্রচুর ঘাড় মাথা ব্যাথা করছে😰
বোনঃ হঠাৎ করে ঘাড় ব্যাথা কেনো তোর?🥺🥺
বউঃ আপা আপনার ভাইয়ের নাকি বালিশের জন্য সারা রাত ঘুমাইতে পারে না।সারা রাত না ঘুমাই মেজাজ খিটখিটে হবে আর আমার উপর সেটা ঝাড়বে 😣
আমিঃ কয়েক মাসে কয়টা বালিশ কিনলাম কিন্তু কোনটাতে আরাম পাচ্ছি না।কয়েক দিন পরে শক্ত হয়ে যায়।
বোনঃ আচ্ছা এই কথা!! তোর দুলাভাই এর ও এমন হইছিলো তারপর To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation গ্রুপের IBU Print & Fashion এর থেকে শিমুল তুলার বালিশ কিনেছে। এখন আর সমস্যা নেই।চাইলে তুইও নিতে পারিস।
আমিঃ কি বলো আপা!!! কিন্তু তুলা কি সত্যি শিমুল তুলা?
বোনঃ হ্যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তুলা সংগ্রহ করে সেই তুলা দিয়ে তারা বালিশ বানায়।
আমিঃ দাম কতো শিমুল তুলার বালিশের?
বোনঃ দাম বেশি না (১৮" × ২৪") ২কেজি ৮০০ গ্রাম তুলার বালিশ মাত্র ৮০০ টাকা। আর ঈদ উপলক্ষে তারা ডেলি চার্জ নিচ্ছে না।
আমিঃ কিভাবে কিনবো বলে দাও আপা
বোনঃ তোকে সব কিছু লিখে দিচ্ছি সেখানে যোগাযোগ করলেও পাবি অথবা এখানে বললেও কিনতে পাবি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩০
Date:- ০৯/০৫/২০২১
মোঃ ইয়াসির আরাফাত জিহাদ
ক্যাম্পাস এম্বাসেডর
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ব্যাচঃ ১২তম
রেজিঃ ৪৭২৭৭
জেলাঃ রংপুর
ফাউন্ডার
IBU Print & Fashion
পেজ লিংকঃ
https://www.facebook.com/IBU-Print-Fashion-101859044497832
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।