See More Post

আমাকে খুশি রাখার দায়িত্বটা আমার।তাই কষ্টগুলোকে মুছে ফেলার দায়িত্বটাও আমার

 পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।যিনি আমারদের জান ও মালের মালিক।আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।


প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাভরে স্মরন করতে চাই আমাদের সবার প্রিয় ভালোবাসা মানুষ আমাদের মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যার কে।যার নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা আমাকে নিজেকে নিয়ে ভাবতে শিখিয়েছে।

আমার ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।


****”এক লিটার বোতল আর এক ফোটা পানি”****


গতকাল রাতে এক প্রবাসী ভাইয়ের সাথে কথা হচ্ছিল। মাঝে মাঝে কথা হয় আমাদের। “নিজের বলার মতো একটি গল্প” ফাউন্ডেশন মাধ্যমে পরিচয়।ভাইকে যতটুকু আমি চিনি তিনি একজন সদালাপি,শান্ত ও বিচক্ষন একজন লোক।কিন্তু বেশ কিছুদিন ধরে ভাইয়ের আচরনে পরিবর্তন দেখতে পাচ্ছি। উনার কথা ও কমেন্টে উনার Frustration ও impatient বুঝা যাচ্ছিল।

গতকাল উনাকে জিগ্গ্যেস করলাম ভাই এক লিটার বোতলে কতটুকু পানি জায়গা হয়?

উনি বললেন এক লিটার পানি।

আমি আবার প্রশ্ন করলাম বোতলে এক লিটার পানি ভরার পর যদি আরও এক ফোটা পানি দেই তখন কি হবে?

উনি উত্তরে বললেন অতিরিক্ত একফোটা পানি বোতল উপচে পড়ে যাবে।

আরও একটি প্রশ্ন করলাম যদি আপনার বোতলটি খালি হতো আর আপনি একফোটা পানি দিতেন তখন কি হতো?

উত্তরে বললেন বোতলে যে পানি আছে তা বুঝা যেত না।


আমাদের সবার একটা ধর্য্য ক্ষমতা থাকে। সহ্য করার একটা সীমা থাকে। আমরা যদি এটাকে উপরের ঐ এক লিটার পানির বোতলের সাথে তুলনা করি তখন অর্থটা এই দাঁড়ায় যে যখন আমাদের ধর্য্যের বোতল ভরে যায় তখন একফোটা সহ্য করাও অনেক বেশি মনে হয়ে । আবার যখন বোতল খালি থাকে তখন একফোটা কেন দশফোটাও খুব সামান্য মনে হয়।


মানুষ হিসেবে আমরা কষ্ট পাবো,আশাহত হবো,যা চাই তা হবে না বা পাবো না এটা স্বাভাবিক। আমাদের ধর্য্যের বোতল ভরে যাবে এটাই নিয়ম।মন খারাপ হয়া ,উদাস থাকা,কোন কিছু ভালো না লাগা স্বাভাবিক।তবে এ সবের মাঝে তলিয়া যাওয়া স্বাভাবিক নয়।

আমাদের মনে রাখতে হবে আমাদের এই বোতলে অল্প অল্প করে অসংখ্য লোক কষ্ট দিয়ে ভরেছেন। কেউ একফোট কেউ ১০০মি:লি:। কিন্তু সবচেয়ে বড় অন্যায় আমরা যেটা করে সেটা হচ্ছে সর্বশেষ যে একফোটা কষ্ট দেয় তার উপরই আমরা সবচেয়ে বেশি ক্ষেপি।কারন ঐ একফোটা বোতল উপচে বের হয়ে যায়।

আমাদের সবার সাথে কি এমন হয়নি, যে কোন এক সময় আমাদের সামন্য একটি কথায় আমাদের আপনজন এত বেশি React করেছেন যে আমরা নিজেরাই অবাক হয়েছি আর নিজেকে প্রশ্ন করেছি “আমি কি এমন করলাম?”

উত্তরটা মনেহয় আজ পেয়ে গেলেন। এ সবই ভরা বোতলের উপচে পড়া একফোটা পানি।


এখন কথা হলো আমাদের এই ভরে যাওয়া বোতল আমরা কি করে খালি করবো?

আমাদের সবার যার যার নিজস্ব একটা প্রক্রিয়া আছে। আমাদের কেউ কেউ একা একা সময় কাটিয়ে বোতল খালি করি।আবার কেউ কেউ আপনজনের উপর রাগ চেচামচি করে বোতল খালি করি।কেউ কেউ আপনজনের কাছে কষ্টগুলো শেয়ার করে বোতল খালি করি।কেউ কেউ বিধাতার সাথে কথা বলে বোতল খালি করি।

কারো সময় কম লাগে কারো বেশি।আমরা যত তাড়াতাড়ি বোতল খালি করতে পারবো তত তাড়াতাড়ি নিজেকে কষ্ট দেয়া থেকে বেঁচে যাবো।আমরা যখন প্রিয়জনকে কষ্ট দেই তখন প্রিয়জন পায় একটা কষ্ট আর আমরা পাই দুইটা কষ্ট।

আপনার প্রতি অনুরোধ থাকবে নিজেকে নিয়ে একটু ভাববেন।আপনি কোন প্রক্রিয়ায় আপনার ভরে যাওয়া কষ্টের বোতল খালি করেন সেটা জানা আপনার জরুরী। কারন সেটা যখন জেনে যাবেন তখন কষ্টের বোতলটা খালি করা সহজ হবে। তবে অন্যকে কষ্ট দেয়ার প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে।

আমার মতে নিরবে নিবৃত্বে বিধাতার সাথে কথা বলে কষ্টের বোতল খালি করাটা সবচেয়ে উত্তম। এর চেয়ে ভালো কোন পথ আপনার জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন।


“আমাকে খুশি রাখার দায়িত্বটা আমার।তাই কষ্টগুলোকে মুছে ফেলার দায়িত্বটাও আমার।


"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৩৫

Date:- ১৯/০৫/২০২১




A K M Muhit

Country Ambassador UK

Registration number:11523

Batch no:09

District: Sylhet 

Current Location: London,UK

Email- abumuhit@live.co.uk

Mobile +447498324240

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।