See More Post

আমার_আত্নকাহিনী_এবং_প্রাপ্তি


জীবনের গতিপথ জীবন হয়তো ফুরিয়ে যাবে কিন্তু কর্ম রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে নিজের বলার মতো একটা গল্প ,রূপকার Iqbal Bahar Zahid  স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতেছি যে,তিনি আমাদেরকে প্রতিদিন উদ্যোক্তা ও ব্যবসায়ী হওয়ার জন্য নিয়মিত ক্লাসগুলো দিয়ে যাচ্ছেন এবং স্যারের ক্লাস গুলো থেকে অনুপ্রাণিত হয়ে  একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণের বিভিন্ন দিকনির্দেশনা তিনি নিয়মিতভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছেন,......

আজকের বিষয় হলোঃ-
#আমার_আত্নকাহিনী_এবং_প্রাপ্তি
আমার পরিবারে আমার আম্মু আব্বু ছিলো এবং আমরা তিন ভাই এর মধ্যে, আমি সবার বড় ছিলাম। আমি আমার আব্বুকে অত্যান্ত ভালোবাসতাম, আব্বু চলার পথে মাঝে মাঝে
এমন কিছু শিক্ষা দিয়েছেন যে তা কোনো দিন
ভুলার নয়।যেমনটা আমাদের প্রান প্রিয় শ্রদ্ধেয়ের স্যার Iqbal bahar zahid sir
বাবার মত শিখিয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত নিঃসার্থ ভাবে। আমি যখন ক্লাস অষ্টম শ্রেনীতে অধ্যয়ন করেছিলাম তখন আমার আব্বু হঠাৎ করে এই দুনিয়া থেকে চিরদিন এর জন্য বিদায় নেয়😥😥
তখন যেন আমার মাথার উপরে আসমান বেঙে পড়লো, সেই সময় আমার পরিবারে ইনকাম করার কেউ ছিলো না।সেই সময় আমার পরিবার টা একা হয়ে পড়ি,অসহায় হয়ে পড়ি। তখন থেকেই আমার লেখাপড়া আর হলো না বন্ধ হয়ে গেলো। ঠিখ তখন থেকেই নিজের জন্য পরিবারের জন্য কিছু করার জন্য লেগে গেলাম রাজ মেস্ত্রী হেলপার এর কাজে, খুবী কষ্ঠের পায়ের নিচে ছুলে গিয়েছে তারপরে ও একটান ছয় মাস যাবৎ
কাজ করে আমি আর পারছিনা।পরে একমাস
পরে আমি নিজে ইচ্ছায় একটি চাকরী যোগার
করলাম আমাদের শহরে রড,সিমেন্ট, ও টিন এর দোকানের।চাকরী তিন মাস পরে আমাকে দায়িত্ব দেওয়া হয় দোকানের সব কিছুর ষ্টক থেকে ডেইলি হিসাবের একধরনের ম্যানাজার
দোকানের। যেই বেতন পাই সেই বেতন দিয়ে
সংসার মোটামুটি ভালো চলছে সেই বেতন থেকে কিছু কিছু জমিয়ে দির্ঘ্য সাত বছর জব করার পর মোটামুটি ভালো কিছু টাকা হাতে হলো। তখন মালদ্বীপ অবস্হান করছিলো আমার মামাতো ভাই, আমি উনার সাথে মোবাইল এর মাধ্যমেই যোগাযোগ করে কনফার্ম করলাম। এক সপ্তাহ পরে আমার জব থেকে রিজাইন দিলাম। পরে পাড়ি জমাই ২৯ ডিসেম্বর ২০১০ সাল।
#প্রবাস_মালদ্বীপ
প্রথমে আমার চাকরি হয় মালদ্বীপ একটি
প্রাইভেট কম্পানি তে,যার নাম niayz pvt.Limited যার বেশিরভাগ কর্মরত ছিলেন
ইন্ডিয়ান। যারা অনেকেই বাংলাদেশি ভালো চুখে দেখতনা,তারা চাইত না বাংলাদেশি রা ভালো কিছু করুক। তারপরে ও আমি নিজেকে  তেরী কারার চেষ্টা করতাম, নিজেকে ভালো মানুষ হিসাবে তেরী করার জন্য লেগে থাকতাম
ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতাম। যেটি আমাদের আমাদের প্রিয় মেন্টর
শ্রদ্ধেয়ের স্যার -ইকবাল বাহার জাহিদ  সসবসময় বলতেন,পজেটিবি চিন্তা করা।
তারপর চার বছর pvt.Limited  থাকার পরে ট্রান্সফার করা হয়। Page Lights জব শুরু করি।
বর্তমানে আমি আছি page Lights নামের একটি দোকানে কাজ সাত বছর।
তার মধ্যে নিজের ফ্যামিলি চালানো ধার করা টাকা শোধ করতে হিমশিম খেতে হয়,তখন চিন্তা করতাম চাকরির পাশাপাশি যদি কোনো কিছু একটা করতে পারতাম।তাহলে লাইফটা চেঞ্জ হয়ে যেতো যেমনটা আমাদের প্রিয় মেন্টর সবসময় বলেন যে,চাকরির পাশাপাশি
কিছু করার জন্য ৯-৫টা ভুলে যেতে হবে। কিন্তু
তখন যদি নিজের বলার মতো একটা প্লাটফর্ম
পেতাম তাহলে এতদিন বিদেশ করা লাগতো না।এখন আমার প্রবাসী জীবন ১১ বছর চলছে ইনশাল্লাহ দেরিতে হলে ও একটি পজেটিভ প্লাটফর্ম পেয়েছি। ইনশাল্লাহ এই প্লাটফর্ম আজীবন আঁকড়ে ধরবে।
বিদেশে আছি এখন উদ্দোক্তা হওয়ার হাল এখনো ছাড়ি নাই।সবসময় আইডিয়া  খুঁজতাম, যেখানে উদ্দোক্তা হওয়ার জন্য সাহায্য করে।
এইভাবে দেখতে দেখতে যখন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি, ঠিখ তখনি করোনা নামক লকডাউন চলতেছে, মোবাইল ইউটিউব দেখতে দেখতে হঠাৎ স্যার এর একটি লাইভ দেখি। স্যার কথা গুলো আমার মন চুয়ে যায়।তখন থেকেই আমি জীবনের নতুন আশার আলো পাই।ঠিখ তখন থেকে আমার পথচলা
এই প্রিয় প্লাটফর্মে।

শ্রদ্ধেয়ের স্যার একটি কথা আমার মনে গেতে আছে তা হলো" চাকরি করবো না চাকরি দিবো।
#আমার_প্রাপ্তি

আমার বড় প্রাপ্তি এখন ইকবাল বাহার জাহিদ
স্যারের মত একজন মেন্টর পাওয়া। আজ আমি এ নিজে বলার মত প্লাটফর্ম যোগদান হওয়ার পর থেকেই হতাশা হইনা।আমার সাথে আছে চার লাখ উপড়ে ভালো মানুষের পরিবার প্রিয় ভাই ও বোনেরা।ইনশাআল্লাহ স্যারের শিক্ষা অন্তরে লালন করে আমি এগিয়ে যাবো, ও এগিয়ে যেতে সক্ষম হবো।
সত্যিই খুবী আফসোস হয় কেন যে স্যার এর দেখা আমি আর ও আগে পেলাম, আজ থেকে যদি সাত বছর আগে
শ্রদ্ধেয়ের স্যার কে পেতাম তাহলে মনে হয় আমার  জীবনটা আর ও সুন্দর হতো।এতদিন বিদেশ করা লাগতো না।
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ইকবাল বাহার জাহিদ স্যার। অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করছি আল্লাহু যেন আপনাকে নেক হায়াত দান করেন।

এতক্ষণ কষ্ট করে আমার এই লিখাটি পড়ার জন্য আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ।


"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৪
Date:- ০৫/০৬/২০২১

বিঃদ্র আমার লিখাতে কোন ভুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি মোঃ মোতালেব
ব্যাচ দশম
রেজিস্টারি ১৫৩৪৯
নিজ জিলাঃ মৌলভীবাজার
বর্তমানে আছি
মালদ্বীপ রেমিটেন্স যোদ্ধা।
ফোন ০০৯৬০৭৪৭৭৫১১

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।