See More Post

পন্য নয় আমরা বিক্রি করি বিশ্বাস।

#গল্পে_গল্পে_সেল_পোষ্ট

আস্সালামু আলাইকুম

🌿🌿আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা 🌿🌿
☘️☘️ইকবাল বাহার জাহিদ স্যার☘️☘️
____________________________________________
         ________     _________      ________

গতকাল রাত ১১ টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পাথে রাস্তায় দেখা হয় বেষ্ট দুই বন্ধুর সাথে।
তখন তাদেরকে নিয়ে পাশের ছোট  একটা সুপার সপে গিয়ে  তিনজনের জন্য তিনটা কোল্ড ড্রিংক নিয়ে রাস্তার একপাশে দাড়িয়ে কিছুক্ষণ কথা বলার পর আসিফ বললো কিরে রুবেল,( আমাকে অনেকে রুবেল নামে জানে) তোমার বিজনেসের কি অবস্থা।
তারেক : কিরকম বিজনেস রুবেল?

আমি: তুমি জানো না! তোমার চাচা সফরে বাড়িতে যাওয়ার পর আমার থেকে ২ টা পান্জাবি ও ২ টি শার্ট এবং ১ টি পলো শার্ট অর্ডার   করে এবং তার পরের দিনই পন্য ডেলিভারি দিয়ে দিয়েছি।
আর আমার কাছে টি শার্ট, পলো শার্ট  পান্জাবি, দুধ,টেং ইত্যাদি নিয়ে অনলাইনে কাজ করতেছি।

তারেক : তুমি তো প্রবাসে বসে অনেক কিছু করতেছ।
কিভাবে এসব করতেছ, পরিচালনা কে করতেছে।

আমি: তারেক তুমি কি জানো না নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সাথে যুক্ত হয়ে আমি আমার বিজনেস শুরু করি।এবং এই ফাউন্ডেশনে টানা ৯০ দিন অনলাইন ক্লাস সহ ১০ টি স্কিল শিখানো হয় বিনামূল্যে।
স্যারের শিক্ষা আমাকে অনুপেরনা জোগায়,

তারেক : আচ্ছা রুবেল তুমি আমার জন্য টি শার্ট পাঠাতে পারবে ২ টা (১৪ বছর বয়সের)

আমি : কেন নয় অবস্যই তুমি শুধু আমাকে কুরিয়ার ঠিকানা, যে রিসিভ করতে যাবে তার মোবাইল নাম্বার দাও কালকেই কুরিয়ারে দিয়ে দেবো তুমি ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবে।

তারেকের অর্ডার দেখে আসিফ ও তার বড় ভাইয়ের জন্য একটা পান্জাবি ও ছোট ভাইয়ের জন্য ২ টা টি শার্ট অর্ডার কনফার্ম করে

আসিফ : রুবেল তোমার ইনবক্সে আগামি কাল সকালে এড্রেস দিয়ে দেবো।

ঠিক সকালে দুইজনেরই কুরিয়ার এড্রেস পেয়ে গেলাম।
এবং আজ বিকেলে ডেলিভারি দেওয়া হবে।

তারা পন্য হাতে পাওয়ার পর রিভিউ নিয়ে হাজির হবো আপনাদের সাথে।

কিন্তু এখানে একটা কথাই থেকে যায়, তারা আমার সাথে প্রাইজ নিয়ে কোন দামদর করে নি। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। যাতে তারা আমার রিপিট কাষ্টমার হয় সে দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে।

আমাদের স্যার সবসময় বলে থাকে বিজনেসে কত টাকা সেল হয়েছে আর কত টাকা লাভ হয়েছে সেটা না দেখে কত জন জন রিপিট কাস্টমার হয়েছে তা দেখার জন্য।

আমরাই দিচ্ছি সরাসরি গার্মেন্টস থেকে ক্রয় করে
কম দামে ভালো পন্য।
দাম কম মান ভালো এই নয় যে পন্যের কোয়ালিটি খারাপ।

আমাদের উদ্দেশ্য হলো ভালো মানের পন্য কিনে কম লাভে বিক্রি করা। আমি আশাবাদী আমার রিপিট কাষ্টমার বাড়বে।

পন্য নয় আমরা বিক্রি করি বিশ্বাস।

১০০% গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়।
যে কোন পন্যে যে কোন সমস্যায় ১০০% রিটার্ন।

পন্যের গায়ে মূল্য উল্লেখ করা আছে তাই এখানে আর উল্লেখ করলাম না।

অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল প্রিয় মেন্টর হাজারো হৃদয়ের স্পন্দন লাখো তরুন তরুনী আইডল, মাঝ পথের খেলোয়াড়, লিডার অফ ইয়ুথ জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি এক বিশাল ভালো মানু্ষের পরিবার। এবং পেয়েছি ২ লাখ ৮৫ হাজারেরও বেশী এক শক্তিশালী নেটওয়ার্ক। আজ প্রুয় স্যারের জন্যেই সম্ভব হয়েছে প্রবাসে থেকে অনলাইনে বিজনেস করার। স্যারের প্রতিটি বানী আমাকে অনুপ্রাণিত করে তোলো,

বিশেষ করে প্রিয় স্যারের এই স্লোগানটি আমাকে অনুপ্রাণিত করে👇
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবল লেগে থাকুন।

আজকের হাটবারে সবাইকে আমার স্টল থেকে বেরিয়ে আসার অনুরোধ রইল

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৫
Date:- ০৭/০৬/২০২১

স্টল আমন্ত্রণে
saiful islam
Community volunteer
Registration team member
Top twenty club
Batch no 10
Registration no 16069
District feni
Co-founder Top Choice BD

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।