See More Post

একটু শঙ্কিত অবশ্য।জানিনা মানুষ কিভাবে গ্রহণ করবে

..❤️❤️.........আসসালামু আলাইকুম.....❤️❤️...

বিষয়: জীবনের গল্পঃ

আসা করছি আল্লাহ্ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও ভালো আছি ।
👉🍀বর্তমান দুনিয়ার সীমাহীন ক্লান্তিলগ্নে জীবন্ত কিংবদন্তি,
বিভীষিকাময় অন্ধকার জীবনের আলোকবর্তিকা, অসংখ্য তরুণ তরুণীর জীবনের অক্সিজেন, সুকোমল মেধার অধিকারী,, সৎ নিষ্ঠা ও উদার এবং সমাজের নিবেদিতপ্রাণ জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

🍀👉সাথে সাথে প্রিয় প্ল্যাটফর্মের প্রিয় ভাই ও বোনদের কে জানাচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে  ভালোবাসা।

প্রিয় এই প্ল্যাটফর্মের সকল ভাই ও বোনদের মধ্যে কি যে এক সুনিবিড় সম্পর্ক তা ভাষায় প্রকাশ করা বিরল।

পরস্পর পরস্পরের মধ্যে পবিত্র আত্মারএই সুগভীর মিলবন্ধন সত্যি হৃদয়কে অপূর্ব আনন্দে আন্দোলিত করে রাখে অবিরাম।। আমরা এই মহান শিক্ষকের শিক্ষায় শিক্ষিত হয়ে একে অপরের সুখ দুঃখে যেমন ঝাঁপিয়ে পড়ি তেমনি একে অপরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে এবং সকল কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করতে কোনো ধিধা বোধ করি না।

👉এই প্রথম আমার জীবনের গল্পঃ লিখতে চললাম🍀,একটু শঙ্কিত অবশ্য।জানিনা মানুষ কিভাবে গ্রহণ করবে ।মধ্যবৃত্ত ফ্যামিলিতে আমার বেড়ে উঠা।তবে উচ্চ মধ্যবৃত্ত বল্লে ভুল হবে ।আপনারা জানেন ঐতো নিম্ন মধ্যবিত্য মনে ,,কষ্ট করে চললেও লজ্জায় করো কাছে হাত না পাতা ।

প্রথমে মধ্যবিত্ত দের নিয়ে আপনাদের  প্রথমে আমার লিখা একটা কবিতা শুনাই।
👉আসা করি কবিতা টা সবাইর ভালো লাগবে ।
     
                      🌹  মধ্যবিত্ত 🌹
                দিদার আল ইমতেহান

🌿মধ্যবিত্ত পরিবারে জন্মেছি।
বুজিতে পারেনা কেহ, কত কষ্ট নিয়ে মোদের বাঁচা।
বুকের ভিতর জমে থাকা, হাজারো সপ্ন আশা।
চারদিক থেকে ঘিরে আসে, কতযে হতাশা।
লেখাপড়ার যোগান দিতে হিমসীম খেতে হয়।
পড়ালেখা হবে কি হবেনা এই নিয়ে শুধু ভয়।
বড় কষ্টে লেখাপড়াটা যদিও শেষ হয়।
ঘুষের অভাবে চাকরীটা পাবনা না নিশ্চয়।
বেকার হয়ে জিবন কাটবে ধুকে ধুকে।
মধ্যবিত্ত পরিবার আমাদের হতাশাই শুধু চোখে।

যদিও ভাগ্যের জোরে চলে যাই  ,,চাকরির  ,,শহরে,,,
আহারে,,,
মন ভাবিয়া কয় ,এই বুজি শেষ হলো কষ্ট,ফিরলাম আলোর ধারে।
কিন্ত কষ্ট তো এখানে ,
মাস শেষ হতে আরো দশ-পনের দিন বাকি,
বেতন আসবে সবাই মিলে সেই আশায় থাকি।
এ’হাত, দু’হাত ধার দেনা করে চলি!
বেতন হাতে নিতে না নিতে আবার নাটাই ছাড়া ঘুঁড়ি,
মিথ্যা নয় এ নয় ফ্লিমী কাহানী!
আমি, মধ্যবিত্ত পরিবারের এক যুবক...
এ আমার নিত্য দিবসের কাহিনী।
🍀🍀

★★★★★★★★আমি ছোটো বেলা থেকে অনেক চঞ্চল ছিলাম ।সবার আদরের ছিলাম ,এভাবেই আমার বেড়ে উঠা ।ভাবতাম বড়ো হয়ে doctor হবো ,,সে অনুযায়ী ওই লিখা পড়া চালিয়ে গেলাম ।আর ছোটো বেলা থেকে ওই অনেক গল্পের  বই পড়ার সখ ছিলো আমার।আর পাশাপাশি ধর্ম চর্চা নিয়ে বেস্ত ছিলাম ।খুব আনন্দের সাথে কাটাতাম দিন গুলু।

★★★★★★★কিন্তু একটা সময় পরিবার এর অবস্থা এমন হলো লিখা পড়া,আর এগুতে পারছি না ,,বাসা থেকে চাপ দিতে লাগলো।
👉বিদেশ চলে যাও,,,,ফ্যামিলি টা কে বাঁচাও,,,👈
কি করার ভাগ্যে জোরে চইলা আসলাম বিদেশ ।
👉আগে মনে করতাম প্রবাস মানি সুখ ,,🌿
এসে দেখি উল্টা ,এর অপর নাম দুঃখ।👈
জাই হোক আমি 2017 সালে সৌদি আরব আসি ,এখানে এসে একটা চাকরি তে join করি,,প্রায় 1বসর করি,,সব কিছু ঠিক থালেও বেতন দিতো না আমায়,,,এইভাবেই চলে ,, তার পর ও ধর্যোধারণ  করে থাকার চেষ্টা করি ,,।কিন্ত বাসার সবাইকে ও তো চালাইতে হবে আমায়।চাকরি টা ছেড়ে দেই ,,,2018সালে ।(এখন 2021সাল,এখনও সে বেতন পাই নাই ।)

👍🏻পরে অনেক কষ্ট করে আরেকটা চাকরি ম্যানেজ করি,,,এটা অনেক কষ্টের কাজ ,, তার পর ও করার চেষ্টা করি ,,মন  কে সান্তনা দিতাম ,,আমাকে পারতেই  হবে ,,অন্য মানুষ পারলে আমি পারবো না কেনো ।এভাবেই করতে লাগলাম ,অবসর সময় টা ভাষা শিখতাম ,,আর ফেসবুক 😊।

★★★★★★★★★★একদিন হটাৎ একটি ভিডিও দেখতে পেলাম ,,ভিডিও টা ছিল ইকবাল বাহার জাহিদ স্যার এর ।এখনও মনে আছে ,,ভিডিও টা দেখেছিলাম 2020সাল এর প্রথমদিকে । 37নাম্বার sesson ছিলো ,,সেটা ।চাকরি না পেলে ব্যাবসা নিশ্চিত করুন ।ভিডিও টি ভালো লগে ,,পড়ে একে একে সব ভিডিও দেখি ,,,পড়ে 2020সালে প্রথম দিকে ওই  ,নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন এর পেইজ এ যুক্ত হয়েছি।কিন্তু রেজিস্ট্রেশন করি নি।অনেক কিছু জানতে পারি এইখান থেকে ।কাজের চাপ থাকায় অ্যাক্টিভ থাকতে পারতাম না ,,পড়ে 2021সালে প্রথম দিকে রেজিস্ট্রেশন করি ।

★★★★★★এখানে সকল ভাইদের ও বোন দের উদ্যোক্তা হবার গল্পঃ পড়ি ,,সকলের পোস্ট গুলো দেখি ,,সবার ব্যাবসার ধরন গুলা দেখি ,,,সাথে ইকবাল বাহার জাহিদ স্যার এর সব sesson গুলা আবার  মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি ।ওনার একটা কথা কথা আমাকে অনেক ইনিস্পায়ার্ড করে ,,
সেটা হলো,,,🌿প্রথমে সবাই আপনাকে বলবে এটা করো না ,,এটা করলে এরকম হবে ,,সবাই ভয় ঢুকিয়ে দিবে মনে ,,
কিন্তু আপনি স্বপ্নবাজদের মত সপ্ন দেখুন ,,আর লেগে থাকুন ,,সময় আপনাকে সাফল্যর দৌরগোড়ায়, পৌছিয়ে দিবে ।এক সময় যেই মানুষ গুলা আপনার ভিতর ভয় ঢুকিয়ে দিয়েছিল ,,তারাই দেখবেন আপনাকে দেখে শিখবে ।

★★★★★★★★পরে একটা ব্যাবসার উদ্যোগ নেই ,,ফ্যামিলি কে জানাই ,,ওনারা আমার ওপর ভরসা করতে পারে না ,,,সাফ না করে দেয় ,,,এইভাবে আমি ওনাদের একে একে প্রায় 20 টা ব্যাবসার কথা বলি পর্যাক্রমে।
কিন্ত তারা রাজি হয় না ,,,পড়ে ওনাদের না জানিয়ে ,এখানে যতো টাকা বেতন পাই আমার নিজের খরচ এর টাকা রেখে সব  বাড়িতে দিয়ে দিতাম ,পড়ে নিজে খরচ না করে  ঐখান থেকে ,কিছু টাকা জমিয়ে ছোটো একটা টি শার্ট এর কারখানা দেই ,,ঢাকা তে ,,টাও পার্টনার এ এক ভাই এর সাথে ,,এখন ও চলতাছে ওইটা ,,
আর পাশা পাশি আরেকটা ব্যাবসার উদ্যোগ নিয়েছি। দোয়া করবেন যাতে করে এটা তে সফল হতে পারি। আরো অনেক কথা বাকি রয়ে গেলো বেশি বড়ো হয়ে যাচ্ছে তাই আর লিখলাম না।

🌿অবশেষে বলতে চাই 🌿🌿

যেটা সহজে পাওয়া যায় তাকে অর্জন বলে না এবং সেই অর্জন ধরে রাখার বা রক্ষা করারও কোন তাগিদ থাকে না। কষ্ট করে অর্জন করার প্রতিটি ক্ষণের সুখ আপনি অনুভব করতে পারবেন। আপনি যখন সফল অবশ্যই তখন তা বলা খুব সহজ।

🌿সমালোচনা করছে, করতে দিন। ভাবা শুরু করুন আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে, যা আপনি দেখার আগে তারা দেখে ফেলেছে। এবার শুধুই এগিয়ে যাবার পালা।
স্যার এর এইরকম অসংখ্য বাণী ,,,সত্য এই হৃদয় এর মরে যাওয়া কোষ গুলো জাগ্রত করে।
ধন্যবাদ প্রিয় স্যার আপনাকে ।
আজ এই পর্যন্তই,,,🌹
🍀কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন ,,,গল্পঃ তো অনেক লিখছি ,,কিন্তু নিজেকে নিয়ে এই প্রথম লিখলাম ।জানিনা কিভাবে গ্রহণ করবেন আপনারা   ।

সকলের ভালোবাসা কামনা করছি 🙏

স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৪৯
Date:- ১৩/০৬/২০২১

👍🏻    আমি 👍🏻
     ^_________^

🌹দিদার আল ইমতেহান
💞নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন এর একজন মেম্বার।
★🌿জেলা ...মুন্সীগঞ্জ
★উপজেলা★মুন্সীগঞ্জ
🍀রেজিঃনং64060
🌹ব্যাচ১4
💚ব্লাডগ্রুপ B+
🌱জিএমএল
diderimtehan@gmail.com
🙂বর্তমান সৌদি আরব একজন রেমিটেন্স যোদ্ধা।
🙋‍♂️সকলের কাছে দোয়া প্রার্থী।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।