See More Post

গল্পে 💔💔গল্পে 💔💔সেল💔💔 পোষ্ট 💔💔


#গল্প
        ✍️ ক্রিং ক্রিং ক্রিং ফোনের শব্দ শুনে রান্না রেখে দৌড়ে এলাম এত সকাল কে কল দিলো 🤔🤔
ফোনের পাশে এসেই দেখি ফুফি তাড়াতাড়ি রিসিভ করলাম সালাম দেওয়ার আগেই ফুফি

কি ব্যাপার আপনার শুনি গতকাল রাত দশটার পরে কত বার কল দিলাম শুধু কেটে দিলেন কারন??  শুনি একটু
স্যারের সাথে #ইউটিউব লাইভে গিয়ে মনে হয় সেলিব্রিটি হয়ে গিয়েছেন 🤨🤨 আরও কত কথা 🙆‍♀️🙆‍♀️

🙋‍♀️🙋‍♀️ ফুফি আবার একটু চুপ 🤫🤫 করেন আমাকে
কিছু বলার সুযোগ দেন 🙏🤝

ফুফি_ ঠিক আছে বল এখন  করিস ?
🙋‍♀️🙋‍♀️ রান্না করছি।
ফুফি- এত সকালে রান্না কেনো  বাহিরে যাবা নাকি।
🙋‍♀️🙋‍♀️ না ফুফি আজ আমাদের হাটবার এটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো সেই জন্য রান্নার কাজ সকালে করে নিচ্ছি।

ফুফি- হা হা এই বৃষ্টিতে তোদের হাট বসবে কিভাবে 😁
,
আমি- ফুফি আপনি ভুলে যাচ্ছেন এটা আমাদের অনলাইন সাপ্তাহিক হাটবার এ এমন এক হাট যে হাটে কোন শীত/ গরম বা বৃষ্টি নেই।
ধুম কেনাবেচা চলে প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।।
বিশ্বের বুকে এক মাত্র আমাদের এই  হাটে আছে প্রায় ছয় লক্ষ রেডিমেট ক্রেতা / বিক্রেতা
আর ভাল মানুষের বসবাস এখানে আমরা পণ্য না বিক্রি করি  বিশ্বাস / ভালবাসা। 

ফুফি_ হইছে হইছে সব বুঝলাম এখন বলতো গত রাতে এতবার কল দিলাম রিসিভ করলি না কেনো??

আমি_ ফুফি একটা মিটআপে অংশ নিবো সেই অপেক্ষা করছিলাম তখন আপনি বার বার কল দিয়েছেন  সেই জন্য আমি রিসিভ করিনি যদি মিটআপ শুরু হয়ে যাও আর আমি থাকতে না পারি।।

ফুফি_ কিসের মিটআপ? যার জন্য আমার ফোনটা রিসিভ করলি না। 🙄🙄

আমি_ ফুফি গত দুইদিন আগে আমি হাট মনিটরিং টিমের  দ্বায়িত্ব পেয়েছি আর গতকাল আমাদের  দায়িত্ব বুঝিয়ে  দিলেন।
দায়িত্ব শীল গন তারই মিটআপ ছিলো।

ফুফি - তোর কথার আগা মাথা মাঝে মাঝে  কিছু বুঝিনা 😉😉
তোদের হলো ফোনের হাট।

আমি_ ফোনের হাট মানে 🙄🙄

ফুফি - ঐ আর কি অনলাইন হাট এখানে কি ঠেলা ধাক্কা আছে নাকি যে দায়িত্ব পালন করতে হবে??

আমি _ফুফি ঠেলা ধাক্কা না থাকলেও হাটের কিছু গাইড লাইনে আছে সেগুলো সঠিক ভাব মেনে সবাই হাটে আসছে কিনা সেইটা দেখার জন্য আমাদের এই হাট মনিটরিং টিম।।
প্রিয় প্লাটফর্মের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের টিমের সবার।
আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কড়া ডিউটি করবো যদিও আমাদের এই কাজ সারাবছর প্রতিদিন  কিন্তু হাটবারের দিন একটু বেশি।
কারন এইদিনে আমরা সবাই আমাদের পণ্য সাজিয়ে হাটে হাজির হই  তাই তো কাজও একটু বেশি।।

ফুফি_ সে সব বুঝলাম তাই বলে আমার ফোন রিসিভ করবি না তোর কথার এত দাম,🙄🙄

আমি_ ফুফি কিছু মনে করবেন না প্লিজ রাগ করবেন
আমার স্যার শিখিয়েছে মানুষের  সবচেয়ে বড় পুজি হলো সততা আর কমিটমেন্ট তাই তো আমি চেষ্টা করছি সবসময় স্যারের কথা শ্বরণ করে সামনে এগিয়ে যেতে।।

তাছাড়াও বড় কথা কি জানেন ফুফি- গতকাল যারা আমাদের দায়ীত্ব বুঝিয়ে দিয়েছেন তাদের মাঝে একজন আমাদের প্লাটফর্মের সম্মানিত কোর ভলান্টিয়ার মডরেটর Cm Hasan ভাইয়া।
আর ভাইয়ার দাদা মাত্র তিনদিন হয় মারা😭😭😭 গিয়েছে ভাইয়া দাদাকে খুব ভালবাসে অথচ একজন প্রবাসী হওয়ার কারনে প্রিয় মানুষেটার মুখটাও শেষ বারের মত দেখতে পেলোনা 😭😭😭

এবার ভাবেন ভাইয়া যদি এত কিছুর পরের নিজের কমিটমেন্ট ঠিক রাখতে পারে প্রিয় প্লাটফর্মের সাথে থাকতে পারে তাহলে আমি কেনো আমার টাইম মেন্টেন করবো না বলেন??

ফুফি-  সত্যি আমি লজ্জিত মা আমি বুঝতে পারিনি একজন মানুষ কিভাবে এত ভালো হয়??
যে কি না লাখেো লাখো  মানুষের জীবন বদলে দেয়
স্যারকে এবং তোমা  সিয়াম হাচান ভাইয়াকে আমার সালাম দিও
দোয়াকরি রাব্বুল আলামিন তার শোকাহত পরিবারকে শোক সইবার ক্ষমতা দান করুন।
মৃত ব্যক্তিকে কবর আজাব মাপ করুন জান্নাতবাসী করুন আমিন।।

তা মা তোর এই দায়ীত্ব নিয়ে লাভ কি বল এতে করে  তোর কাজের ক্ষতি হবে।

আমি- ফুফি কি যে বলেন একটা দায়ীত্ব পাওয়া মানে ভ্যাগের ব্যাপার এতে যেমন নিজের পরিচিত বাড়বে পার্সোনাল ব্যান্ডিং হবে তেমন আমি ভালো কাজে অংশ নিতে পারবো খুব ভালো ভলান্টিয়ারি হবো।।

ফুফি- মাশআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো খবর মা
এখন বলতো #ইউটিউব লাইভ থেকে আশার পরে তোর কোন পরিবর্তন হলো??

আমি- পরিবর্তন হয়েছে মানে বিশাল পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ ইউটিউব লাইভ থেকে ফিরে ৫০ হাজার টাকা সেল অলরেডি হয়ে গিয়েছে
সাথে হাজার, হাজার মানুষ আমাকে চিনেছে জেনেছে আমাকে  দেখে অনুপ্ররণা পেয়েছে সাহস করে বেশ কিছু বোন ব্যবসা শুরু করেছে,।।
আরও কয়েকজন শুরু করবে ভাবছে এবং আমার থেকে পাইকারী কাপড়  নিবে  এরচেয়ে বড় সাফল্য আর কি হতে পারেন বলেন??

এছাড়াও আমি #বালা_টিভি নামে একটা চ্যালেনে সাক্ষাতকার দিয়ে এসেছি সেইটাও স্যারের সহযোগিতায় স্যার না হলে আমি #বৃষ্টি কে চিনতো আমাকে বলেন  দুই একজন যাও চিনতো তাও তো অপয়া বলে ডাকতো
সেই আমি আজ হাজারও ভাই / বোনের অনুপ্রেরণা।। আলহামদুলিল্লাহ এক জীবনে আর চেয়ে বেশি কিছু চাই না ফুফি,,
শুধু আমার জন্য  দোয়া করবেন আমি যেনো স্যারের শিক্ষা বুকে ধারণ করে এগিয়ে যেতে পারি সত্যি কারে একজন ভালো মানুষ হতে পারি

ফুফি - অনেক দোয়া রইল তোমাদের প্লাটফর্মের সকলের জন্য তুমি জীবনে অনেক ভালো করবা মা যাও আর সময় নষ্ট করো না তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে হাটে যাও আর সঠিক ভাবে নিজের দায়িত্ব পালন করো

আমি- আল্লাহ হাফেজ ফুফি আজ লাইভে আসবো নিজের পণ্য নিয়ে দেখার দাওয়াত রইল 🙈🙈

অনেক গল্প হলো আবার সবাই হাটে চলুন সেল পোষ্টের সময় নিয়ম মানুন মনের আনন্দে প্রিয় প্লাটফর্ম থেকে কেনাকাটা করুন।।

প্রতিটি থ্রিপিস খুচরা মুল্যা ৬৫০ থেকে ২৪৫০ টাকা
পাইকারী নিতে যোগাযোগ করুন
☎️☎️01881997296

স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫০
Date:- ১৫/০৬/২০২১

🙋‍♀️ ইনায়া ইসলাম বৃষ্টি
   🇧🇩জেলাঃ #বাগেরহাট
      🏚️ বর্তমানঃ ওয়ারী জোন ঢাকা
        🎈রক্তের গ্রুপঃ বি পজেটিভ
           🏆কমিউনিটি ভলান্টিয়ার
             🧍সদস্যঃ রেজিস্ট্রেশন টিম মেম্বার
                 🙋‍♀️সদস্যঃ টপ ২০ ক্লাব মেম্বার
                    💁‍♀️ হাট মনিটরিং টিম মেম্বার
                     👩‍✈️১১তম ব্যাচ
                        ✍️রেজিস্ট্রেশন ২৯৪৬৯

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।